IND vs ENG: টেস্ট ফর্ম্যাটে যেন কিছুতেই পায়ের তলার মাটি খুঁজে পাচ্ছে গম্ভীরের প্রশিক্ষণাধীন টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটানা দু’টি সিরিজে হেরেছে তারা। ইংল্যান্ডের বিরুদ্ধেও (IND vs ENG) বেশ বেকায়দায় দল। প্রথম তিনটি ম্যাচের মধ্যে একটিতে জিতলেও , দু’টিতে হেরে পিছিয়ে রয়েছে ‘মেন ইন ব্লু।’ চতুর্থ ম্যাচেও আপাতত দেওয়ালে পিঠ ঠেকেই রয়েছে তাদের। প্রথম ইনিংসে ৩১১ রানের লিড হজম করেছেন বুমরাহ, অংশুল কম্বোজ’রা। জবাবে ব্যাট করতে নেমে শূন্য রানেই দুই উইকেট হারিয়ে একটা সময় ধুঁকছিলো টিম ইন্ডিয়া (Team India)। ম্যাঞ্চেস্টারে মানরক্ষা করেছে রাহুল ও শুভমানের ব্যাট। এখনও ১৩৭ রানে পিছিয়ে ভারত। উড়িয়ে দেওয়া যাচ্ছে না হারের সম্ভাবনা। এই ম্যাচের ফলাফল যাই হোক না কেন, পারফর্ম্যান্স যে মন ভরাতে ব্যর্থ তা মানছেন সকলেই। ওভালে পরবর্তী ম্যাচে একাদশে রদবদলের অপেক্ষায় তাঁরা।
Read More: ইংল্যান্ডের বিপক্ষেও ধরাশায়ী ভারত, গম্ভীরের এই ভুলে পাকিস্তানের মতো পরিণত হচ্ছে দল !!
নেই পন্থ-বুমরাহ, চোটে বিপর্যস্ত দল-

ম্যাঞ্চেস্টারে ব্যাটিং-এর সময় চোট পেয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। প্রথম ইনিংসে ক্রিস ওকস’কে রিভার্স স্যুইপ মারতে গিয়েছিলেন তিনি। ব্যাটে-বলে সংযোগ ঘটাতে পারেন নি। ইংল্যান্ড পেসারের ডেলিভারি আছড়ে পড়ে তাঁর ডান পায়ের পাতায়। স্ক্যানের পর জানা গিয়েছে যে ডান পায়ের মেটাটার্সাল ভেঙেছে তাঁর। অন্তত ৬ সপ্তাহ থাকতে হবে মাঠের বাইরে। ভাঙা পা নিয়েও দ্বিতীয় দিন ব্যাট করতে নেমেছেন তিনি। দ্বিতীয় ইনিংসেও নামবেন তিনি, জানিয়েছেন ব্যাটিং পরামর্শদাতা সীতাংশু কোটাক। কিন্তু ওভালে পরবর্তী ম্যাচটিতে তাঁকে নামানোর ঝুঁকি নেবে না ভারতীয় দল। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে খেলবে ধ্রুব জুরেল (Dhruv Jurel)। পঞ্চম টেস্টে দেখা যাবে না জসপ্রীত বুমরাহকেও (Jasprit Bumrah)। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য রিজার্ভ বেঞ্চে রাখা হবে তারকা পেসার’কে।
অভিষেক হতে পারে অভিমন্যু ও আর্শদীপের-

ম্যাঞ্চেস্টারেই টেস্ট দলের হয়ে মাঠে নামার সম্ভাবনা ছিলো আর্শদীপ সিং-এর (Arshdeep Singh)। কিন্তু অনুশীলনের সময় বোলিং আর্মে চোট পান তিনি। অনেকখানি কেটে যাওয়ায় সেলাই পড়েছিলো তাঁর হাতে। তাই ছিটকে গিয়েছিলেন ম্যাচ থেকে। তবে ওভালে খেলতে কোনো অসুবিধা নেই তাঁর। বুমরাহ বিশ্রামে যাওয়ায় তাঁর বদলি হিসেবে মাঠে নামতে পারেন পাঞ্জাবের তরুণ। ওল্ড ট্র্যাফোর্ডে অভিষেক হয়েছে অংশুল কম্বোজের। তাঁর জায়গায় ফিরতে পারেন আকাশ দীপ। এছাড়া রদবদল থাকতে পারে ব্যাটিং অর্ডারেও। সাই সুদর্শন’কে সরিয়ে শেষমেশ বাংলার অভিমন্যু ঈশ্বরণ’কে (Abhimanyu Easwaran) তিন নম্বরে খেলানোর সিদ্ধান্ত নিতে পারেন কোচ গৌতম গম্ভীর। কুলদীপকে খেলানোর জন্য সওয়াল করছেন অনেকে। কিন্তু ওভালে শার্দুলের যা পরিসংখ্যান, তাতে জায়গা ধরে রাখতে পারেন তিনি।
মানরক্ষার ভার ব্যাটারদের কাঁধে-

এখনও অবধি ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) চারটি টেস্টেই ওপেনিং করেছেন যশস্বী জয়সওয়াল ও কে এল রাহুল। ওভালে সিরিজের শেষ ম্যাচেও ইনিংসের শুরুতে দেখা যাবে তাঁদের দু’জনকেই। শুরুটা ভালো করলেও আপাতত খানিক ব্যাকফুটে রয়েছেন যশস্বী। ফর্মে ফেরার চেষ্টা থাকবে তাঁর। চলতি অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে ইতিমধ্যেই ৫০০ রানের গণ্ডি পেরিয়ে গিয়েছেন রাহুল। তাঁর লক্ষ্য থাকবে ছন্দ ধরে রাখার। চারে পছন্দের পজিশনে দেখা যাবে শুভমান গিল’কে (Shubman Gill)। লিডসে শতরান করেছেন তিনি। এজবাস্টনে শতরানের পাশাপাশি করেছেন দ্বিশতকও। ম্যাঞ্চেস্টারের দ্বিতীয় ইনিংসেও ঝড় তুলেছেন ভারত অধিনায়ক। ওভালেও ব্যাটিং বিভাগের দায়িত্ব অনেকটাই বর্তাবে তাঁর কাঁধে। রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন’কে রেখে দল সাজাবে টিম ম্যানেজমেন্ট। সিনিয়র পেসারদের মধ্যে দেখা যাবে একমাত্র মহম্মদ সিরাজ’কে।
এক নজরে সম্ভাব্য একাদশ-
যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, অভিমন্যু ঈশ্বরণ, শুভমান গিল (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর/কুলদীপ যাদব, আর্শদীপ সিং, আকাশ দীপ, মহম্মদ সিরাজ।