ind-vs-eng-5th-test-2025-toss-report

IND vs ENG: চার টেস্টের পর সূক্ষ্ম সুতোয় ঝুলছে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির ভাগ্য। আপাতত ২-১ ফলে এগিয়ে স্বাগতিক দেশ। ওভালে শেষ ম্যাচটিতে যদি জিততে পারে টিম ইন্ডিয়া, সেক্ষেত্রে সমতা ফেরাতে পারবে তারা। অমীমাংসিত ভাবে শেষ হবে ভারত বনাম ইংল্যান্ড সিরিজ (IND vs ENG)। ম্যাঞ্চেস্টারে একটানা ১৫৭.১ ওভার বোলিং-এর ধকল সহ্য করতে পারেন নি ইংল্যান্ডের চার তারকা। জোফ্রা আর্চার, ব্রাইডন কার্স, লিয়াম ডসন ও অধিনায়ক বেন স্টোকসকে তাই ওভালের একাদশে রাখতে পারেন নি কোচ ব্রেন্ডন ম্যাকালাম। সুযোগ পেয়েছেন জেকব বেথেল, জশ টাং, জেইমি ওভারটন ও গাস অ্যাটকিনসন। তাদের ব্র্যান্ড নিউ বোলিং আক্রমণ দাগ কাটতে পারে কিনা নজর থাকবে সেদিকে। বদল রয়েছে ভারতীয় একাদশেও। শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহদের জায়গা হয়ে রিজার্ভ বেঞ্চে। খেলছেন করুণ নায়ার, প্রসিদ্ধ কৃষ্ণারা।

Read More: ১ বছরেই নজরকাড়া সাফল্য অভিষেক শর্মার, ICC’এর মাইলফলক ছুঁয়ে ফেললেন তরুণ ওপেনার !!

IND vs ENG ম্যাচের সময়সূচি-

পঞ্চম টেস্ট ম্যাচ

তারিখ- ৩১/০৭/২০২৫-০৪/০৮/২০২৫

ভেন্যু- কেনিংটন ওভাল, লন্ডন

সময়- দুপুর ৩টে ৩০ মিনিট (ভারতীয় সময়)

Kennington Oval Pitch Report (পিচ রিপোর্ট)-

Kennington Oval | Image: Getty Images
Kennington Oval | Image: Getty Images

ওভালে টেস্ট (IND vs ENG) শুরুর আগেই চর্চায় পিচ। গত পরশু দিন ভারতীয় টিম ম্যানেজমেন্টকে বাইশ গজের ধারেকাছে ঘেঁষতে দিতে রাজী হন নি কিউরেটর লি ফর্টিস। নির্দেশ দেয় ২.৫ মিটার অর্থাৎ প্রায় সাড়ে আট ফিট দূর থেকে পিচ দেখতে। ফর্টিসের নির্দেশে ক্ষোভে ফেটে পড়েন হেড কোচ গম্ভীর। মাঠকর্মীদের সাথে রীতিমত বাগ্‌বিতণ্ডা চলে তাঁর। এই ঘটনা বাইশ গজ নিয়ে কৌতূহল বাড়িয়েছে ক্রিকেটজনতার। সংবাদমাধ্যমের সৌজন্যে পিচের যে ছবি সামনে এসেছে তা থেকে অনেকেই মনে করছেন যে বোলিং সহায়ক বাইশ গজই অপেক্ষা করে রয়েছে দুই দলের জন্য। পরিসংখ্যান বলছে যে পূর্বে আয়োজিত ১১২টি টেস্টের মধ্যে ওভালে প্রথম ব্যাটিং করা দল ৪২টি জিতেছে। প্রথম বোলিং করা দল জিতেছে ৩০টি। সিদ্ধান্ত নেওয়ার আগে সবুজ পিচ ও মেঘলা আবহাওয়ার কথা মাথায় রাখতে হবে টসজয়ী অধিনায়ককে।

London Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

London Weather Forecast | Image: Twitter
London Weather Forecast | Image: Twitter

চলতি টেস্ট সিরিজে (IND vs ENG) এখনও পর্যন্ত বৃষ্টি বড়সড় বাধা হয়ে দাঁড়ায় নি। তবে ওভালে পঞ্চম ম্যাচটি চলাকালীন থাকছে সেই সম্ভাবনা। আজ, আগামীকাল ও রবিবার যথাক্রমে ১০০, ২০ ও ২৫ শতাংশ বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ্‌রা। ম্যাচের অন্য দুই দিন’ও আকাশ মেঘলাই থাকবে। লন্ডনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২১ বা ২২ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ থেকে ১৪ সেলসিয়াসের মধ্যে। ৫৩ থেকে ৭৪ শতাংশের মধ্যে থাকার সম্ভাবনা বাতাসের আপেক্ষিক আর্দ্রতার। সোমবার অর্থাৎ টেস্টের শেষ দিন ২৭ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ুপ্রবাহের সম্ভাবনা থাকছে। অন্যান্য দিনগুলি হাওয়ার গতিবেগ থাকতে পারে ১০ থেকে ১৮ কিলোমিটার প্রতি ঘন্টার মধ্যে।

IND vs ENG হেড টু হেড পরিসংখ্যান-

IND vs ENG | Image: Getty Images
IND vs ENG | Image: Getty Images
  • মোট ম্যাচ- ১৪০
  • ভারতের জয়- ৩৬
  • ইংল্যান্ডের জয়- ৫৩
  • ড্র- ৫১

টসের পর দুই অধিনায়কের মন্তব্য-

Ollie Pope and Shubman Gill | Image: Twitter
Ollie Pope and Shubman Gill | Image: Twitter

শুভমান গিল-

যতক্ষণ আমরা ম্যাচ জিতছি, ততক্ষণ টসে হারা নিয়ে বিশেষ ভাবি না। (জিতলে) কি করব তা নিয়ে গতকাল একটু দ্বিধার মধ্যেই ছিলাম। আকাশ মেঘলা থাকলেও উইকেট মনে হচ্ছে ভালোই হবে। চেষ্টা থাকবে প্রথম ইনিংসে বড় রান তোলার। বোলারদের জন্য পিচটা ভালো হবে। আমাদের একাদশে তিনটে বদল থাকছে। (ধ্রুব) জুরেল, করুণ (নায়ার) ও প্রসিদ্ধ (কৃষ্ণা) খেলছে (ঋষভ) পন্থ, শার্দুল (ঠাকুর) ও (জসপ্রীত) বুমরাহ’র বদলে। আমরা প্রত্যেকটা ম্যাচই জয়ের জন্যই খেলি। আমরা কাছাকাছি এসেছি। ৫-১০ শতাংশ অতিরিক্ত দেওয়ার ব্যাপার। ছেলেরা মাঠে সেরাটা দিতে তৈরি।

*শুভমান গিল তিনটি পরিবর্তনের কথা বললেও আদতে চারটি বদল করেছে টিম ইন্ডিয়া। অংশুল কম্বোজের বদলে খেলছেন আকাশ দীপ।

অলি পোপ-

আমরা প্রথমে বোলিং করব। মেঘলা রয়েছে আকাশ। এখানে প্রথম বোলিং করা নিয়ে দ্বিধার প্রশ্নই নেই। আমরা অধিনায়ককে (বেন স্টোকস) হারিয়েছি কিন্তু বাকিরা ঠিকই আছে। কয়েকজন নতুন মুখ’ও রয়েছে। আমাদের ব্যাটিং গভীরতা যথেষ্ট। গাস অ্যাটকিনসন ও (জেইমি) ওভারটন’ও রান পেয়েছে। ২-২ (ফলাফল) নিয়ে আমরা খুশি থাকতে চাই না। আমাদের লক্ষ্য থাকবে ম্যাচ জিতে ব্যবধান ৩-১ করে নেওয়া।

এক নজরে দুই দলের প্রথম একাদশ-

IND vs ENG | Image: Getty Images
IND vs ENG | Image: Getty Images

ভারত (IND)-

যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ।

ইংল্যান্ড (ENG)-

জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জেকব বেথেল, জেইমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেইমি ওভারটন, জশ টাং।

IND vs ENG টেস্টের টস রিপোর্ট-

টসে জিতে প্রথমে বোলিং বেছে নিলো ইংল্যান্ড।

Also Read: IND vs ENG: ওভালের আকাশে কালো মেঘ, পঞ্চম টেস্টে ভারতের মরণ-বাঁচন ম্যাচে বাধা বৃষ্টি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *