ind-vs-eng-5th-test-2025-match-report

IND vs ENG: গতকাল বৃষ্টিতে যখন খেলা শেষ হয়েছিলো তখন ইংল্যান্ডের স্কোরবোর্ডে ৬ উইকেটের বিনিময়ে ৩৩৯। পঞ্চম দিনের সকালে তাদের প্রয়োজন ছিলো ৩৫ রান। ভারতকে তুলতে হত ৪টি উইকেট (IND vs ENG)। সম্প্রচারকারী সংস্থার ‘উইন প্রেডিক্টর’ দেখাচ্ছিলো জো রুটদের জয়ের সম্ভাবনা ৬৭ শতাংশ, টাইয়ের সম্ভাবনা ১ শতাংশ। আর ভারতের জয়ের সম্ভাবনা কেবল ৩২ শতাংশ। কিন্তু নীরস সংখ্যার হিসেবে ক্রিকেটীয় বিক্রমকে আর কেই বা কবে বেঁধে রাখতে পেরেছে? নেভিস কার্ডাসের ‘স্কোরবোর্ড তো আসলে একটি গাধা,’ উক্তিটি যে আজও কতখানি সত্য তা প্রমাণিত হলো ওভালের বাইশ গজে। ‘ফেভারিট’ ইংল্যান্ডকে ধসিয়ে ভারতকে (IND vs ENG) এক স্মরণীয় জয় এনে দিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। পঞ্চম দিনের সকালে লাল বল হাতে রীতিমত ‘ম্যাজিক’ দেখিয়ে সিরিজে সমতা ফেরালেন হায়দ্রাবাদের পেসার। ৬ রানের ব্যবধানে জিতলো ভারত।

Read More: বিরাট-রোহিত জমানায় ছিলেন অন্ধকারে, গম্ভীরের সৌজন্যে প্রাপ্য সম্মান পেয়েছেন এই তরুণ !!

মিয়াঁ ম্যাজিকে জয় ভারতের-

Mohammed Siraj | IND vs ENG | Image: Getty Images
Mohammed Siraj | IND vs ENG | Image: Getty Images

দিনের শুরুতেই প্রসিদ্ধ কৃষ্ণার বিরুদ্ধে পরপর দুই বলে দু’টি বাউন্ডারি হাঁকিয়ে বসেছিলেন জেইমি ওভারটন। ৩৫ থেকে লক্ষ্য কমে দাঁড়িয়েছিলো ২৭-এ। চাপ বেড়েছিলো ভারতের উপর। ‘বহু যুদ্ধের ঘোড়া’ সিরাজের (Mohammed Siraj) হাতে বল তুলে দেন শুভমান। নিরাশ করেন নি তিনি। ৭৮তম ওভারের প্রথম দু’টি ডেলিভারিতে কোনো রান হয় নি। তৃতীয় ডেলিভারিতে বাজিমাত করে যান ডান হাতি পেসার। সিরাজের আউটস্যুইং জেইমি স্মিথের (Jaime Smith) ব্যাট ছুঁয়ে জমা পড়ে উইকেটরক্ষক ধ্রুব জুরেলের দস্তানায়। ২০ বলে ২ করে ইংল্যান্ড উইকেটরক্ষক-ব্যাটার সাজঘরে ফেরায় প্রত্যাবর্তনের প্রত্যয় আরও দৃঢ় হয় টিম ইন্ডিয়ার। ৭৮তম ওভারেই গাস অ্যাটকিনসনকেও প্রায় আউট করে ফেলেছিলেন সিরাজ। স্লিপে দাঁড়ানো কে এল রাহুল সামনে ঝুঁকেও বলের নাগাল না পাওয়ায় রক্ষা পান ইংল্যান্ডের নয় নম্বর ব্যাটার।

পরবর্তী উইকেট আসে ৮০ তম ওভারে। সিরাজের (Mohammed Siraj) ইনস্যুইং জেইমি ওভারটনকে পরাস্ত করে আছড়ে পড়ে প্যাডে। ভারতের আবেদনে সাড়া দিয়ে আঙুল তোলেন আম্পায়ার কুমার ধর্মসেনা। রিভিউ নিয়েছিলেন ওভারটন। কিন্তু বজায় থাকে ধর্মসেনার সিদ্ধান্ত। ৩৫৪ রানের মাথায় অষ্টম উইকেট হারায় ইংল্যান্ড। নবম উইকেট আসে ৮৩তম ওভারে। জশ টাং-এর স্টাম্প ছিটকে দেন প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna)। ধুন্ধুমার ম্যাচে নাটকীয় মোড় বাকি ছিলো তখনও। ব্যাট হাতে মাঠে নামেন ‘আহত’ ক্রিস ওকস। তাঁকে সঙ্গে নিয়েই লড়াই চালিয়ে যাচ্ছিলেন গাস অ্যাটকিনসন। দুর্দান্ত একটি ছক্কা হাঁকিয়ে ভারতীয় সমর্থকদের হৃদস্পন্দনও বাড়িয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু মুশকিল আসান হয়ে দেখা দিলেন সেই মহম্মদ সিরাজ। ৮৬তম ওভারের শুরুতেই তাঁর দুর্দান্ত ইয়র্কার অ্যাটকিনসনের (Gus Atkinson) অফস্টাম্প উড়িয়ে দিতেই জয় নিশ্চিত হয় ‘মেন ইন ব্লু’র।

ম্যাচ জেতালেন তিন পেসার-

Gus Atkinson | IND vs ENG | Image: Getty Images
Gus Atkinson | IND vs ENG | Image: Getty Images

পেস বিভাগের সেরা অস্ত্রকে ছাড়াই বাজিমাত ভারতের। বুমরাহ না খেললে বাড়তি দায়িত্ব নিয়ে বোলিং করেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ক্রিকেটদুনিয়ায় বহুল প্রচারিত এই অনুমানকেই যেন আরও একবার সত্যিতে পর্যবসিত করলেন হায়দ্রাবাদের পেসার। দুই ইনিংস মিলিয়ে নিলেন ৯ উইকেট। ম্যাচ শুরুর আগে প্রোটিয়া কিংবদন্তি ডেল স্টেইন ভবিষ্যদ্বাণী করেছিলেন যে ইনিংসে পাঁচ উইকেট নেবেন সিরাজ। প্রথম ইনিংসে কাছাকাছি গিয়েও সম্ভব হয় নি তা। কিন্তু দ্বিতীয় ইনিংসে স্টেইনের ভবিষ্যদ্বাণী মিলিয়ে দিলেন তিনি। টানা পাঁচটি টেস্টে (IND vs ENG) ১০০০-এর বেশী বল করেছেন তিনি। তা সত্ত্বেও সিরিজের শেষ দিনেও তফাৎ গড়ে দিলেন টিম ইন্ডিয়া’র ‘মিয়াঁ’ই। দুই ইনিংস্র মিলিয়ে ৮ উইকেট প্রসিদ্ধেরও। আকাশ দীপ উইকেটের নিরিখে দুই সতীর্থের চেয়ে খানিক পিছিয়ে ঠিকই। কিন্তু এই ম্যাচে বড় ভূমিকা নিয়েছে ব্যাট হাতে তাঁর ৬৬ রান।

Also Read: “তুমি ইঞ্জেকশন নিয়েছ?” ‘আহত’ আকাশ দীপ’কে প্রশ্ন শুভমানের, দলের স্বার্থে শরীর বাজি রাখলেন বাংলার পেসার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *