IND vs ENG: গত শুক্রবার পুনের মাঠে ইংল্যান্ডকে হারিয়ে আগেই সিরিজ জিতে নিয়েছিলো টিম ইন্ডিয়া। আজ মুম্বইয়ের ম্যাচটি খাতায়-কলমে ছিলো নিয়মরক্ষার। তবুও হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা নিয়েই ওয়াংখেড়ের গ্যালারি ভরিয়েছিলেন দর্শকেরা। বাস্তবে অবশ্য হলো না তেমনটা। নিতান্ত একপেশে ক্রিকেটযুদ্ধেরই সাক্ষী থাকতে হলো তাঁদের। টসে জিতে প্রথম ভারতীয় শিবিরকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলেন জস বাটলার। সঞ্জু স্যামসন দ্রুত আউট হলেও ঝড় তোলেন অভিষেক শর্মা। তাঁর দুর্ধর্ষ শতক টিম ইন্ডিয়াকে পৌঁছে দেয় ২৪৭ রানে। রান তাড়া করতে নেমে ব্যাটিং সহায়ক উইকেটেও মুখ থুবড়ে পড়লো ইংল্যান্ড। শামি, শিবম, বরুণদের বিক্রমে মাত্র ৯৭তেই থামতে হলো তাদের। ১৫০ রানের হেরেই মাঠ ছাড়লো সফরকারী দেশ। ভারতের জয়ের ব্যবধান দাঁড়ালো ৪-১।
Read More: “মেরে ছাতু বানিয়ে দিলো…” ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৪ বলে ১৩৫ রান হাঁকালেন অভিষেক শর্মা, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!
১) ফের শর্ট বলের শিকার সঞ্জু-
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে (IND vs ENG) বারবার শর্ট বল সামলাতে গিয়ে সমস্যায় পড়েছেন সঞ্জু স্যামসন। আজও দেখা গেলো একই ছবি। ইনিংসের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে শুরুটা করেছিলেন কেরলের উইকেটরক্ষক-ব্যাটার। কিন্তু ইনিংস দীর্ঘায়িত আর করতে পারলেন না তিনি। মার্ক উড’কে পুল মারতে গিয়ে স্কোয়্যার লেগে ধরা পড়েন সঞ্জু। আজ ৭ বলে ১৬ করেই আউট হন ভারতীয় ওপেনার।
২) অভিষেক ঝড়ে উড়ে গেলেন উড-
সঞ্জু ফেরার পর প্রত্যাঘাতের পথে হাঁটেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। ইনিংসের চতুর্থ ওভারে এক্সপ্রেস পেসার মার্ক উড’কে জোড়া বাউন্ডারি হাঁকান তিনি। একই সাথে মারেন একটি ছক্কা’ও। জেমি ওভারটনকেও স্বাগত জানান পরপর দুই বলে দুটি ছক্কা হাঁকিয়ে। পঞ্চম ওভারেই সম্পূর্ণ করেন অর্ধশতক। মাত্র ১৭ বলে অর্ধশতকের মাইলস্টোন পেরিয়ে নয়া রেকর্ড তৈরি করলেন অভিষেক। ভারতীয় জার্সিতে দ্বিতীয় দ্রুততম টি-২০ অর্ধশতরানের মালিক এখন তিনি। পিছনে ফেললেন সূর্যকুমার, কে এল রাহুলদের। অভিষেকের সামনে কেবল তাঁর গুরু-যুবরাজ সিং। ২০০৭ সালে এই ইংল্যান্ডের বিরুদ্ধেই ১২ বলে পঞ্চাশ পেরিয়েছিলেন তিনি।
৩) টি-২০ কেরিয়ারের দ্বিতীয় শতরান অভিষেকের-
ইডেনে ৩৪ বলে ৭৯ রানের ঝলমলে ইনিংস খেলে সিরিজের শুরুটা করেছিলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। শেষটা করলেন ধুন্ধুমার শতরান করে। এই মুহূর্তে আইসিসি টি-২০ র্যাঙ্কিং-এ বোলারদের মধ্যে এক নম্বরে রয়েছেন আদিল রশিদ। তাঁকে নিয়েও রীতিমত ছেলেখেলাই করলেন পাঞ্জাবের তরুণ ওপেনার। জোড়া ছক্কা এক ওভারে। লিয়াম লিভিংস্টোনের বিরুদ্ধেও এলো বাউন্ডারির হ্যাট্রিক। তিন অঙ্কের মাইলফলক অভিষেক ছুঁয়ে ফেলেন মাত্র ৩৭ বলে। আন্তর্জাতিক টি-২০তে দ্বিতীয় দ্রুততম শতরানও এলো অভিষেকের ব্যাট থেকে। ৩৫ বলে শতক ছুঁয়েছিলেন ডেভিড মিলার ও রোহিত শর্মা। দুই কিংবদন্তির ঠিক পরেই নিজের জায়গা খুঁজে নিলেন অভিষেক।
৪) রেকর্ডের পাহাড়ে অভিষেক শর্মা-
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০২৩ সালে আহমেদাবাদের মাঠে ১২৬* করেছিলেন শুভমান গিল (Shubman Gill)। এতদিন আন্তর্জাতিক টি-২০তে কোনো ভারতীয়ের করা সর্বোচ্চ রানের ইনিংস ছিলো সেটিই। আজ ‘বন্ধু’কে পিছনে ফেললেন অভিষেক শর্মা। ১৩টি ছক্কা ও ৭টি চারের সাহায্যে ৫৪ বলে ১৩৫ করে থামলেন তিনি। আন্তর্জাতিক টি-২০তে কোনো ভারতীয়ের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডটিও এখন পাঞ্জাবের তরুণের ঝুলিতেই।
৫) চূড়ান্ত ব্যর্থ সূর্যকুমার, ক্যামিও শিবম দুবের ব্যাটে-
রানের দেখা নেই অধিনায়ক সূর্যকুমার যাদবের ব্যাটে। সিরিজের (IND vs ENG) প্রথম চারটি ম্যাচে রান পান নি। আজ ‘ঘরের মাঠ’ মুম্বইতেও ব্যর্থই হলেন তিনি। মাত্র ২ করেই ফেরেন সাজঘরে। আজ রানের মুখ দেখেন নি হার্দিক পান্ডিয়া ও রিঙ্কু সিং’ও। দুজনেই করেন ৯ রান করে। অভিষেকের দুর্ধর্ষ ইনিংসকে খানিক সহায়তা করলেন তিলক বর্মা ও শিবম দুবে। হায়দ্রাবাদের তিলক আজ ১৫ বলে ২৪। গত ম্যাচের অর্ধশতকের পর আজ ১৩ বলে ৩০ করেন দুবেও। চেনা মাঠে তাঁর কার্যকরী ক্যামিও টিম ইন্ডিয়াকে ২৪৭-এ পৌঁছতে সাহায্য করলো আজ।
৬) শুরুটা ঝড়ের গতিতে করেছিলেন ফিল সল্ট-
২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে যে গতিতে শুরুটা করেছিলেন ফিল সল্ট (Phil Salt) তা রীতিমত ভয় ধরিয়েছিলো ভারতীয় সমর্থকদের মনে। ইনিংসের প্রথম বলটিতেই বাউন্ডারি হাঁকিয়েছিলেন তিনি। মহম্মদ শামির দ্বিতীয় বলটিতেও চার মারেন। তৃতীয় ডেলিভারিটিকে উড়িয়ে দিয়েছিলেন গ্যালারিতে। সিরিজের (IND vs ENG) প্রথম চারটি ম্যাচে রানের মুখ দেখেন নি তিনি। প্রাক্তন কেকেআর তারকাকে আজ পাওয়া গেলো চেনা ছন্দে। মাত্র ২৩ বলে ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫৫ রান করেন তিনি।
৭) গুঁড়িয়ে গেলো ইংল্যান্ড ব্যাটিং লাইন-আপ-
সল্ট ব্যতীত ইংল্যান্ড ব্যাটিং-এ আজ শুধুই শূন্যতা। তৃতীয় ওভারের প্রথম ডেলিভারিতে বেন ডাকেটকে আউট করেন মহম্মদ শামিকে। এরপর জস বাটলার, হ্যারি ব্রুক (Harry Brook), লিয়াম লিভিংস্টোনদের (Liam Livingstone) ক্রিজে থিতুই হতে দেন নি ভারতীয় স্পিনাররা। সল্ট ফেরার পর কাজটা আরও কঠিন হয়েছিলো ইংল্যান্ডের জন্য। লোয়ার অর্ডারে আজ জেকব বেথেল, জেমি ওভারটন, ব্রাইডন কার্সরাও বিন্দুমাত্র প্রতিরোধ গড়ে তুলতে পারেন নি। ১০.৩ ওভারেই গুটিয়ে যায় বাটলারবাহিনীর। অসহায় আত্মসমর্পণই করতে হয় তাদের।
৮) সহজ জয় ছিনিয়ে নিলো টিম ইন্ডিয়া-
২.৩ ওভার হাত ঘুরিয়ে ২৩ রান খরচ করে ৩ উইকেট নিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। তাঁর ফর্ম নিঃসন্দেহে স্বস্তি যোগাবে টিম ম্যানেজমেন্টকে। লিডল অর্ডার ভাঙতে আজও কার্যকরী ভূমিকা নিলেন স্পিনাররা। ২টি উইকেট পেয়েছেন বরুণ চক্রবর্তী। ১টি পেয়েছেন রবি বিষ্ণোই। ব্যাটিং-এর পর বল হাতেও দুর্ধর্ষ অভিষেক শর্মা (Abhishek Sharma)। এক ওভারে ৩ রানের বিনিময়ে ২ উইকেট তুলে নেন তিনি। গত ম্যাচে কনকাশনের কারণে বোলিং করতে পারনে নি শিবম দুবে। আজ হাত ঘোরালেন তিনি। তুলে নিয়েছেন ২টি উইকেট। ২৪৮ তাড়া করতে নেমে ৯৭তেই থামতে হয় ইংল্যান্ড। ১৫০ রানের বিশাল ব্যবধানে জয় ভারতের।