IND vs ENG: সিরিজের ফয়সালা হয়ে গিয়েছিলো পুনেতেই। আজ খাতায়-কলমে নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড (IND vs ENG)। টসে জেতেন জস বাটলার (Jos Buttler)। স্বাগতিক দেশকেই প্রথমে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। শুরুটা মন্দ করেন নি উড-আর্চাররা। পাওয়ার প্লে-তেই সাজঘরে ফিরেছিলেন সঞ্জু স্যামসন। কিন্তু ইংল্যান্ড ম্যাচে জাঁকিয়ে বসার আগেই প্রত্যাঘাতের পথে হাঁটেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। রবিবাসরীয় ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) রীতিমত দক্ষযজ্ঞ চালালেন পাঞ্জাবের তরুণ ওপেনার। চার-ছক্কার ঝড়ে আজ প্রতিপক্ষকে খড়কুটোর মত উড়িয়ে দিলেন তিনি। কেরিয়ারের দ্বিতীয় টি-২০ শতরান আজ এলো অভিষেকের (Abhishek Sharma) ব্যাট থেকে। ক্যামিও ইনিংস এলো শিবম, তিলকদের ব্যাট থেকেও। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৪৭ তুলে ইনিংসে দাঁড়ি টানলো ভারত।
Read More: “মেরে ছাতু বানিয়ে দিলো…” ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৪ বলে ১৩৫ রান হাঁকালেন অভিষেক শর্মা, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!
বিস্ফোরক শতরান অভিষেকের-
ইনিংসের শুরুটা ছক্কা হাঁকিয়ে করেছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। কিন্তু ওয়াংখেড়েতেও ব্যর্থতা পিছু ছাড়লো না তাঁর। মার্ক উড’কে পুল মারতে গিয়ে স্কোয়্যার লেগে ধরা পড়েন তিনি। এই নিয়ে চলতি সিরিজে পঞ্চমবার শর্ট বল সামলাতে না পেরে উইকেট প্রতিপক্ষকে উপহার দিয়ে এলেন কেরলের উইকেটরক্ষক-ব্যাটার। গত ম্যাচে তিনি আউট হওয়ার পর ধস নেমেছিলো ভারতীয় ব্যাটিং লাইন আপে। কিন্তু আজ তেমন কিছু হতে দেন নি অভিষেক শর্মা (Abhishek Sharma)। পাঞ্জাবের ওপেনার এর আগেও একাধিক ধুন্ধুমার ইনিংস খেলেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধেই ইডেনে ৩৪ বলে করেছিলেন ৭৯ রান। শতরানও করেছিলেন জিম্বাবুয়ের বিরুদ্ধে নিজের অভিষেক সিরিজে। কিন্তু আজ পুরনো সব পারফর্ম্যান্সকেই যেন ছাপিয়ে গেলেন তিনি। পেস হোক বা স্পিন-অভিষেককে কোনো অস্ত্রেই কাবু করতে পারলেন না বাটলাররা।
চতুর্থ ওভারে মার্ক উড’কে জোড়া বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকিয়ে অভিষেক বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি আজ ঝড় তুলতে প্রস্তুত। আরবসাগরের তীরে সেই ঝড়ই ধীরে ধীরে সাইক্লোনে রূপান্তরিত হলো। আইসিসি টি-২০ র্যাঙ্কিং-এ শীর্ষে থাকা আদিল রশিদকে পরপর আছড়ে ফেলেন দর্শকাসনে। রেয়াৎ করেন নি জেমি ওভারটন বা লিয়াম লিভিংস্টোনকে। মাত্র ১৭ বলে পেরোন অর্ধশতকের গণ্ডী। ৩৭ বল খেলেই ছুঁয়ে গেলেন শতরানের মাইলস্টোন। রোহিত, কে এল রাহুল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা ও সঞ্জু স্যামসনের পর ষষ্ঠ ভারতীয় হিসেবে আন্তর্জাতিক টি-২০তে একাধিক শতরানের মালিক হলেন তিনি। একই সাথে টিম ইন্ডিয়ার জার্সিতে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান ও শতরান’ও এলো অভিষেকের (Abhishek Sharma) ব্যাট থেকে। শুভমান গিল’কে টপকে এক টি-২০ ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতীয়’ও এখন তিনি।
রানের পাহাড় গড়লো টিম ইন্ডিয়া-
মাত্র ৫৪ বলে ১৩৫ রান করেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। তিন নম্বরে নেমে তিলক বর্মা করেন ১৫ বলে ২৫। পুনের পর মুম্বইতেও কার্যকরী ক্যামিও দেখা গেলো শিবম দুবের ব্যাট থেকে। ১৩ বলে ৩০ করেন তিনি। বাকিদের পারফর্ম্যান্স অবশ্য কপালে ভাঁজ ফেলতে পারে টিম ম্যানেজমেন্টের। টানা পঞ্চম ম্যাচে ব্যর্থ অধিনায়ক সূর্যকুমার (Suryakumar Yadav)। আজ মাত্র ২ রান করে তিনি ফিরলেন সাজঘরে। ৯ রান করে বড় শট খেলতে গিয়ে আউট হন হার্দিক। যে গতিতে এগোচ্ছিলো টিম ইন্ডিয়া তাতে অনেকেই মনে করেছিলেন যে ২৭০ বা ২৮০ উঠতে পারে স্কোরবোর্ডে। কিন্তু মিডল অর্ডার ও লোয়ার অর্ডারেই ব্যর্থতাতেই ২৪৭-এ আটকে রইলো তারা। ইংল্যান্ডের হয়ে ৩টি উইকেট নিয়েছেন ব্রাইডন কার্স। মার্ক উডের ঝুলিতে ২টি সাফল্য। আর্চার, ওভারটন ও রশিদ পেয়েছেন ১টি করে উইকেট।