IND vs ENG: ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের (IND vs ENG) প্রথম ম্যাচে ঝড় তুলেছিলেন অভিষেক শর্মা। ৩৪ বলে করেছিলেন ৭৯ রান। শেষটাও বিধ্বংসী মেজাজেই করলেন পাঞ্জাবের তরুণ। আজ টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলো ইংল্যান্ড। শুরুতে সঞ্জু স্যামসনকে (Sanju Samson) আউট করে খানিক চাপও বাড়িয়েছিলো জস বাটলারের (Jos Buttler) দল। কিন্তু অভিষেকের (Abhishek Sharma) আক্রমণে শেষমেশ দিশাহারা হয়ে পড়ে তারা। ১৭ বলে অর্ধশতকের গণ্ডী পেরোন তিনি। তিন অঙ্কের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন মাত্র ৩৭ বল খেলেই। শেষমেশ ৫৪ বলে ১৩৫ করে থামেন তিনি। জবাবে ব্যাট করতে নামা ইংল্যান্ড আজ গুটিয়ে যায় ৯৭ রানেই। বল হাতেও জোড়া উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখেন অভিষেক (Abhishek Sharma)। সঙ্গত কারণেই আজ ম্যাচের সেরার পুরষ্কার পেয়েছেন তিনিই।
Read More: “ধুলোয় মিশিয়ে দিয়েছে…” ১৫০ রানের ব্যবধানে ইংল্যান্ডকে হারালো ভারত, উচ্ছ্বাসে ভাসলো সোশ্যাল মিডিয়া !!
‘স্পেশ্যাল’ পারফর্ম্যান্সে খুশি অভিষেক-
ওয়াংখেড়েতে স্বপ্নের পারফর্ম্যান্সের পর স্বভাবতই খুশি অভিষেক শর্মা *Abhishek Sharma)। ম্যাচ শেষে হর্ষ ভোগলেকে দেওয়া সাক্ষাৎকারে জানান, “এটা স্পেশ্যাল নিঃসন্দেহে। দেশের হয়ে ভালো পারফর্ম করা নিঃসন্দেহেই একটা বিশেষ অনুভূতি দেয়।” কি ছিলো পরিকল্পনা? ফাঁস করেছেন পাঞ্জাবের তরুণ। বলেন, “যখন বুঝতে পারি যে দিনটা আমার তখন শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলার চেষ্টা করি।” কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও অধিনায়ক সূর্যকুমার যাদবকে ধন্যবাদ জানাতে ভোলেন নি অভিষেক। জানান, “প্রথম দিন থেকে কোচ ও অধিনায়ক আমার থেকে এমন আক্রমণাত্মক মানসিকতাই চেয়েছেন। ওরা সবসময় আমার পাশে ছিলেন।” ইংল্যান্ডের এক্সপ্রেস পেস সামলানোর টোটকাও দিয়েছেন তিনি (IND vs ENG)। বলেন, “যখন দেখবেন প্রতিপক্ষ ১৪০-১৫০ কিলোমিটার গতিতে নাগাড়ে বোলিং করছে, তখন আপনাকে একটু আগে তৈরি থাকতে হয়।”
কোনো বিশেষ বোলারের জন্য বিশেষ পরিকল্পনা নিয়ে মাঠে নামেন নি। বরং ওয়াংখেড়ের বাইশ গজে নিজের সহজাত দক্ষতা ও প্রতিক্রিয়ার উপরে ভরসা রেখেই মিলেছে সাফল্য, সাক্ষাৎকারে দাবী করেছেন অভিষেক (Abhishek Sharma)। ১৩টি ছক্কা ও ৭টি বাউন্ডারি হাঁকিয়েছেন আজ তিনি। ভারতের জার্সিতে এক টি-২০ ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডের মালিক এখন পাঞ্জাবের তরুণই। এর মধ্যে সেরা শট কোনটি? হর্ষের প্রশ্নের জবাবে খানিক বিভ্রান্ত লেগেছিলো অভিষেককে (Abhishek Sharma)। জোফ্রা আর্চারকে কভারের উপর দিয়ে মারা ছক্কাটি নয় বরং আদিল রশিদকে মারা শটটিকে সেরা বাছেন তিনি। বলেন, “বিশ্বমানের একজন বোলারকে (আর্চার) কভারের উপর দিয়ে মারতে পারা নিঃসন্দেহে তৃপ্তিদায়ক। তবে আদিল রশিদের বিরুদ্ধে যে শটটি মেরেছি সেটাই বেশী উপভোগ করেছি আমি।”
শুভেচ্ছায় ভেসেছেন তরুণ ওপেনার-
কথায় কথায় ওঠে যুবরাজ সিং-এর (Yuvraj Singh) প্রসঙ্গ’ও। মেন্টরের কাছে কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন অভিষেক (Abhishek Sharma)। “আশা করছি আজ উনি (যুবরাজ) খুশি হবেন। উনি সবসময় চান যাতে আমি ১৫ বা ২০ ওভার অবধি টিকে থাকি। আজ সেটাই করার চেষ্টা করেছি।” তরুণ শিষ্যকে ইতিমধ্যেই অবশ্য শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন জোড়া বিশ্বকাপজয়ী কিংবদন্তি। ট্যুইটারে যুবরাজ (Yuvraj Singh) লিখেছেন, “দারুণ খেলেছো অভিষেক। তোমার থেকে ঠিক এইটাই চাই আমি। তোমার জন্য গর্বিত।” সাথে কয়েকটি আগুনের ইমোজিও পোস্ট করেছেন তিনি। অভিষেককে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন নীতিশ কুমার রেড্ডি, শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar), ইরফান পাঠানরা। ধারাভাষ্যে দিচ্ছিলেন অ্যালেস্টার কুক (Sir Alastair Cook)। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মজা করে বলেছেন, “আজ অভিষেক যতগুলো ছক্কা মেরেছে, ততগুলো আমি গোটা কেরিয়ারে মারি নি।”
দেখুন যুবরাজের ট্যুইট-
Well played @IamAbhiSharma4! That’s where I want to see you! 🔥 Proud of you 👊🏻💯#IndVSEng
— Yuvraj Singh (@YUVSTRONG12) February 2, 2025
Also Read: IND vs ENG 5th T20i Highlights: তাসের ঘরের মত ভাঙলো ইংল্যান্ড ব্যাটিং, ১৫০ রানের ব্যবধানে দুরন্ত জয় ভারতের !!