ind-vs-eng-4th-test-probable-indian-xi

IND vs ENG: অ্যান্ডারসন-তেন্ডুলকর সিরিজে আপাতত ২-১ ফলে পিছিয়ে রয়েছে ভারতীয় দল। এজবাস্টনে দারুণ জয় পেলেও তারা হেরেছে লিডস ও লর্ডসে। সিরিজ জয়ের আশা জিইয়ে রাখতে হলে ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজের (IND vs ENG) চতুর্থ টেস্টে জয় ছাড়া অন্য কোনো রাস্তা খোলা নেই শুভমান গিল’দের সামনে। সেই লক্ষ্য সামনে রেখেই মাঠে নামতে হবে তাঁদের। তবে বাইশ গজে বল পড়ার আগে খানিক ব্যাকফুটেই রয়েছে ‘মেন ইন ব্লু।’ নেপথ্যে চোট-আঘাত। লর্ডস টেস্ট চলাকালীন কোমরে আঘাত পেয়েছিলেন আকাশ দীপ (Akash Deep)। ম্যাঞ্চেস্টারে খেলতে পারবেন না তিনি। বোলিং আর্মে সেলাই পড়েছে আর্শদীপ সিং-এর (Arshdeep Singh)। বাদ পড়েছেন তিনিও। এছাড়া জিম করার সময় হাঁটুতে চোট লেগেছে নীতিশ রেড্ডি’র। শুধুমাত্র ম্যাঞ্চেস্টার টেস্ট নয়, গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন তিনি। প্রশ্ন রয়েছে ঋষভ পন্থ ও জসপ্রীত বুমরাহকে নিয়েও।

Read More: রোহিতকে সামনে রেখেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ODI দল প্রকাশ, ফিরলেন এই তারকারা !!

বাদ পড়তে চলেছেন করুণ নায়ার-

Karun Nair | IND vs ENG | Image: Getty Images
Karun Nair | IND vs ENG | Image: Getty Images

চলতি ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে (IND vs ENG) এখনও অবধি সফল বলা চলে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)  ও কে এল রাহুলের (KL Rahul) ওপেনিং জুটিকে। ম্যাঞ্চেস্টারেও ইনিংসের শুরুতে মাঠে নামবেন তাঁরাই। তিন নম্বর পজিশনে চোখে পড়তে পারে রদবদল। এজবাস্টন ও লর্ডসে করুণ নায়ার’কে (Karun Nair) তিন নম্বরে সুযোগ দিয়েছিলো ভারতীয় দল। কিন্তু আহামরি পারফর্ম্যান্স করতে পারেন নি তিনি। ওল্ড ট্র্যাফোর্ডে ছেঁটে ফেলা হতে পারে কর্ণাটকের ব্যাটারকে। তাঁর বদলে একাদশে ফেরানো হতে পারে সাই সুদর্শন’কে (Sai Sudharsan)। হেডিংলেতে সিরিজের প্রথম টেস্টটিতে তিনে খেলেছিলেন সাই। তারপর বাদ দেওয়া হয়েছিলো তাঁকে। করুণের ব্যর্থতার ফলে আরও একবার শিকে ছিঁড়তে পারে তামিলনাড়ুর তরুণের ভাগ্যে।

চার নম্বরে দেখা যাবে অধিনায়ক শুভমান গিল’কে (Shubman Gill)। দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। ইতিমধ্যে চলতি সিরিজে দু’টি শতরান ও একটি দ্বিশতরান করে ফেলেছেন তিনি। লর্ডসের ব্যর্থতা ভুলে সামনের দিকে তাকাতে চাইবেন পাঞ্জাবের তরুণ। তাঁর ব্যাটের উপরে অনেকখানি নির্ভর করবে ভারতের সাফল্য-ব্যর্থতা। লর্ডসে উইকেটকিপিং-এর সময় আঙুলে চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। তৃতীয় টেস্টের (IND vs ENG) দুই ইনিংসেই তিনি ব্যাটিং করলেও ম্যাঞ্চেস্টারে তাঁকে পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় ছিলো। অনেকেই বলছিলেন যে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলতে পারেন পন্থ (Rishabh Pant)। উইকেটকিপিং করবেন ধ্রুব জুরেল। কিন্তু সূত্রের খবর যে সেই ভাবনা থেকে সরে এসেছে ভারতীয় দল (Team India)। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবেই খেলবেন ঋষভ। ব্যাট করবেন পাঁচ নম্বরে।

থাকছেন বুমরাহ, অভিষেক অংশুলের-

KL Rahul and Jasprit Bumrah | IND vs ENG | Image: Getty Images
KL Rahul and Jasprit Bumrah | IND vs ENG | Image: Getty Images

এজবাস্টন ও লর্ডস টেস্টের (IND vs ENG) মতই দুই স্পিন বোলিং অলরাউন্ডারকে প্রথম একাদশে রাখতে পারেন কোচ গৌতম গম্ভীর। সুযোগ পাচ্ছেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ চাইছেন কুলদীপ যাদব’কে। কিন্তু ওয়াশিংটনের ব্যাটিং দক্ষতাকে সম্ভবত আরও একবার অগ্রাধিকার দিতে চলেছেন কোচ গৌতম গম্ভীর। নীতিশ কুমার রেড্ডি ছিটকে যাওয়ার তাঁর বিকল্প হিসেবে বেছে নেওয়া হতে পারে শার্দুল ঠাকুর’কে। আকাশ দীপ ও আর্শদীপ চোটের কারণে ছিটকে যাওয়ায় বিশ্রাম পাচ্ছেন না জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তিনি যে নামছেন ম্যাঞ্চেস্টারে, তা গতকাল সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মহম্মদ সিরাজ। হায়দ্রাবাদের পেসারকেও দেখা যাবে একাদশে। প্রথম দুই টেস্টে তৃতীয় পেসার হিসেবে দাগ কাটতে ব্যর্থ প্রসিদ্ধ কৃষ্ণা’কে। তাঁকে ফেরানোর বদলে অভিষেকের সুযোগ দেওয়া হতে পারে হরিয়ানার অংশুল কম্বোজ’কে (Anshul Kamboj)।

এক নজরে ভারতের সম্ভাব্য একাদশ-

যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, অংশুল কম্বোজ, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ।

Also Read: IND vs ENG 4th Test: চোটে কাবু জোড়া পেসার, ম্যাঞ্চেস্টার টেস্টে বোলিং আক্রমণ সাজাতে হিমশিম কোচ গম্ভীর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *