IND vs ENG: লিডসে পাঁচ উইকেটে জিতে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির সূচনা করেছিলো বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড। এরপর এজবাস্টনে অবশ্য ভারতের বিরুদ্ধে (IND vs ENG) বড়সড় হারের সম্মুখীন হতে হয়েছিলো তাদের। তবে লর্ডসে সেই ধাক্কা কাটিয়ে উঠলেন হ্যারি ব্রুক, বেন ডাকেটরা। রুদ্ধশ্বাস দ্বৈরথে টিম ইন্ডিয়াকে হারিয়ে দিলেন ২২ রানের ব্যবধানে। চতুর্থ ইনিংসে শুভমানবাহিনীর প্রয়োজন ছিলো ১৯৩ রান। ১১২’র মধ্যে আট উইকেট তুলে নিয়েছিলো ইংল্যান্ড। এরপর অসামান্য লড়াই চালালেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। কিন্তু ভারতকে লক্ষ্যে পৌঁছে দিতে পারেন নি তিনি। সিরাজের ডিভেন্সিভ শটের পর বল গড়িয়ে স্টাম্প ভেঙে দেওয়ার সাথে সাথেই স্পষ্ট হয়ে যায় ম্যাচের ফলাফল। ২-১ ফলে এগিয়ে যায় স্বাগতিক দেশ। লর্ডসের সাফল্য ওল্ড ট্র্যাফোর্ডে নামার আগে আত্মবিশ্বাস যোগাচ্ছে স্টোকসদের। তাদের মাথাব্যথা কেবল শোয়েব বশিরের চোট নিয়ে।
Read More: “বিরাট কোহলিকে প্রয়োজন…” লর্ডসে ভারতের হারের পর বিস্ফোরক মন্তব্য নাসের হুসেনের !!
স্কোয়াড ঘোষণা ইংল্যান্ডের-

জুলাই মাসের ২৩ তারিখ থেকে ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে রয়েছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচটি। খেলা শুরুর আট দিন আগে স্কোয়াড ঘোষণা করলো ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। লর্ডসের ম্যাচ জয়ী স্কোয়াডের অধিকাংশকেই ধরে রাখা হয়েছে। চোটের কারণে বাদের তালিকায় কেবল স্পিনার শোয়েব বশির (Shoaib Bashir)। অধিনায়ক হিসেবে থাকছেন বেন স্টোকস (Ben Stokes)। আগামী ম্যাচেও তাঁর থেকে ব্যাটে-বলে ঝলমলে পারফর্ম্যান্সের প্রত্যাশা থাকবে ইংল্যান্ড সমর্থকদের। ব্যাটিং বিভাগে জো রুট (Joe Root), হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেটদের রাখা হয়েছে। রয়েছেন অলি পোপ। সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার জেইমি স্মিথ, অলরাউন্ডার জেকব বেথেলরাও।
প্রথম ও দ্বিতীয় টেস্টের (IND vs ENG) পরে স্কোয়াডে যুক্ত করা হয়েছিলো যথাক্রমে পেসার জোফ্রা আর্চার (Jofra Archer) ও গাস অ্যাটকিনসনকে। রয়েছেন দু’জনেই। পেস বিভাগের বাকি অংশও অপরিবর্তিতই থাকছে ওল্ড ট্র্যাফোর্ডে। ক্রিস ওকস ও জশ টাং-কে দেখা যাবে ইংল্যান্ড স্কোয়াডে। লর্ডসে চতুর্থ দিনে অসামান্য বোলিং করা ব্রাইডন কার্স’ও (Brydon Carse) থাকছেন চতুর্থ টেস্টে। এর আগে অতিরিক্ত হিসেবে দুই পেসার-স্যাম কুক ও জেইমি ওভারটনকে যুক্ত করা হয়েছিলো স্কোয়াডে। লর্ডসে কিছুক্ষণের জন্য ফিল্ডিং-ও করেন কুক (Sam Cook)। ধরেন জসপ্রীত বুমরাহ’র ক্যাচ’ও। তাঁদের দু’জনকেই ম্যাঞ্চেস্টার টেস্টের আগে ‘রিলিজ’ করে দেওয়া হয়েছে। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ফিরতে চলেছেন তাঁরা।
বশিরের বদলি অভিজ্ঞ স্পিনার-

লর্ডস টেস্টের (IND vs ENG) তৃতীয় দিনে রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে বোলিং করার সময় চোট পান শোয়েব বশির। নিজের বোলিং-এর ফলো থ্রু’তে একটি ক্যাচ ধরতে গিয়েছিলেন তিনি। কিন্তু বল সজোরে আছড়ে পড়ে তাঁর বাম হাতির অনামিকা ও কনিষ্ঠায়। স্ক্যানে ফ্র্যাকচার ধরা পড়েছে পাক বংশোদ্ভূত অফস্পিনারের। আঙুলে ব্যান্ডেজ করেও অবশ্য খেলা চালিয়ে গিয়েছিলেন তিনি। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে এগারো নম্বরে নেমে ৯ বল খেলে করেন ২। পঞ্চম দিনে অধিকাংশ সময় রিজার্ভ বেঞ্চে থাকলেও ৫৪তম ওভারের পর বশিরকে ডেকে নেন ক্যাপ্টেন স্টোকস। ৫.৫ ওভার হাত ঘুরিয়েছিলেন তিনি। তাঁর বলেই বোল্ড হন সিরাজ। ওল্ড ট্র্যাফোর্ড ও ওভালে খেলবেন না শোয়েব। তাঁর বদলে লিয়াম ডসন’কে (Liam Dawson) সুযোগ দিয়েছে ইসিবি। আট বছর পর টেস্ট ক্রিকেটে ফেরানো হয়েছে হ্যাম্পশায়ারের স্পিনারকে।
দেখে নিন ECB-র বিজ্ঞপ্তি-
Welcome, Daws! 👋
Spinner Liam Dawson joins our squad for the Fourth Test match against India 🏏
Full story 👇
— England Cricket (@englandcricket) July 15, 2025
চতুর্থ টেস্টের স্কোয়াড-
বেন স্টোকস (অধিনায়ক), জো রুট, জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, জেকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, লিয়াম ডসন, বেন ডাকেট, অলি পোপ, জেইমি স্মিথ, জশ টাং, ক্রিস ওকস।