IND vs ENG: সুতোয় ঝুলছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজের ভাগ্য। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে দুটি ম্যাচ। প্রথম টেস্টে টিম ইন্ডিয়াকে ২৮ রানের ব্যবধানে হারিয়ে চমকে দিয়েছিলো ইংল্যান্ড। স্টোকস, রুটদের ‘বাজবল’-এর বিরুদ্ধে নতিস্বীকার করেছিলেন রোহিত, শুভমান’রা। পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়াতে অবশ্য বিশেষ সময় লাগে নি ভারতের। বিশাখাপত্তনমের দ্বিতীয় টেস্টে ১০৬ রানের ব্যবধানে সাফল্য ছিনিয়ে নিয়েছিলো ‘মেন ইন ব্লু।’ সমতা ফিরেছিলো সিরিজে। বিশাখাপত্তনমের সেই সাফল্যের পরও ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা রাজকোটের তৃতীয় টেস্ট নিয়ে স্বস্তিতে ছিলো না ভারতীয় শিবির। কে এল রাহুল, শ্রেয়স আইয়ার চোটের কারণে ছিটকে গিয়েছিলেন। মিডল অর্ডারের অন্যতম ভরসা বিরাট কোহলি’ও সরে দাঁড়িয়েছিলেন মাঠ থেকে। খানিক বাধ্য হয়েই একঝাঁক নতুন মুখকে সুযোগ দিতে হয় কোচ রাহিল দ্রাবিড়কে।
আজ সকালে টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো ভারত। শুরুটা আশানুরূপ হয় নি। গত দুই টেস্টে ভালো খেললেও আজ ইনিংসের গোড়াতেই উইকেট হারান যশস্বী জয়সওয়াল। এরপর তিনে নামা শুভমান গিলের ইনিংসও লম্বা হয় নি। আউটস্যুইং-এ বোকা বনে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন তিনি। চার নম্বরে বিরাট কোহলির শূন্যস্থান পূরণের দায়িত্ব দেওয়া হয়েছিলো রজত পতিদারকে। আশা পূরণে ব্যর্থ তিনিও। স্পিনের বিরুদ্ধে হার মানলেন তিনি। ম্যাচের প্রথম দিনের প্রথম সেশনেই একটা সময় ডুবতে বসেছিলো ভারতীয় তরী। রুখে দাঁড়ালেন অধিনায়ক রোহিত। সাথে পেলেন রবীন্দ্র জাদেজাকে। দুরন্ত জুটি গড়লেন দুজনে। কেরিয়ারের ১১তম টেস্ট শতরান এলো হিটম্যানের ব্যাটে। তিন অঙ্কের মাইলস্টোন স্পর্শ করেন জাদেজাও। শেষলগ্নে সরফরাজের ক্যামিও রানের গতি বাড়ায় টিম ইন্ডিয়ার। দিনের শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটের ব্যবধানে ৩২৬ রান।
Read More: IND vs ENG: “কঠিন পরস্থিতিতেই নেতা চেনা যায়…” রাজকোটে দুরন্ত শতক রোহিতের, শুভেচ্ছার জোয়ারে ভাসছেন ভারত অধিনায়ক !!
রোহিত-জাদেজার ব্যাটে প্রতিরোধ ভারতের-
গত দুই টেস্টেই এক পেসারের সাথে তিন স্পিনার খেলিয়েছিলো ইংল্যান্ড। রাজকোটে স্ট্র্যাটেজিতে বদল আনতে দেখা যায় কোচ ব্রেন্ডন ম্যাকালামকে। দুই স্পিনার হার্টলি ও রেহান আহমেদের সাথে তিনি জুড়ে দেন অ্যান্ডারসন ও মার্ক উডের পেস জুটিকে। দিনের শুরুতে উডের এক্সপ্রেস গতিই চাপে ফেললো ভারতকে। অতিরক্ত বাউন্স সামলাতে না পেরে স্লিপে ক্যাচ দিয়ে বসেন যশস্বী জয়সওয়াল। প্রথম টেস্টে ৮৬ ও দ্বিতীয় টেস্টে ২০৯ রানের ইনিংস খেলেছিলেন। আজ ফিরলেন মাত্র ১০ রান করে। তিন নম্বরে শুভমান গিলের ফর্ম সমস্যা অব্যাহত। তিনি আজ ৯ বল খেলে ০ রান করে ফিরলেন সাজঘরে। গত ম্যাচের মত আজও ফিফথ স্টাম্পের লাইনে থাকা বলকে খোঁচা দিলেন উইকেটরক্ষকের দস্তানায়। নিজের দ্বিতীয় টেস্টেও ব্যর্থ রজত পতিদার। টম হার্টলির বলে ৫ রানের মাথায় বেন ডাকেটের হাতে ক্যাচ তুলে দেন তিনি।
৩৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলা ভারতের সামনে লড়াইটা সহজ ছিলো না। অনভিজ্ঞ মিডল অর্ডার নিয়ে ইংল্যান্ডের বোলিং আক্রমণের বিরুদ্ধে কতদূর লড়াই করা যাবে তা নিয়ে সন্দিহান ছিলেন অনেকেই। অভিষেককারী সরফরাজ বা ধ্রুব জুড়েল নয়, বরং রবীন্দ্র জাদেজাকে পাঁচ নম্বরে নামায় টিম ইন্ডিয়া। অধিনায়ক রোহিতের সাথে জুটি বেঁধে ভারতীয় ইনিংসকে স্থিরতা দেওয়ার কাজটা করেন জাদেজাই। গত কয়েক ইনিংসে উইকেট ছুঁড়ে দিয়ে আসার জন্য সমালোচিত হচ্ছিলেন রোহিত শর্মা। আজ দৃপ্ত ছন্দে স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে গেলেন তিনি। অহেতুক ঝুঁকি নেওয়ার রাস্তায় না গিয়ে বড় রানের দিকে এগোন ভারত অধিনায়ক। সম্পূর্ণ করেন কেরিয়ারের ১১তম টেস্ট শতরান। গত বছরে উইন্ডিজ সফরের পর ফের টেস্ট শতক রোহিতের ব্যাটে। চা-পানের বিরতির পর ফেরেন ১৩১ রান করে। জাদেজার সাথে মিলে ২০৪ রান যোগ করেন তিনি।
শতক জাদেজারও, অভিষেকেই নজর কাড়লেন সরফরাজ-
আজ সকলের নজর ছিলো সরফরাজ খানের দিকে। মুম্বইয়ের তরুণ গত কয়েক মরসুমে ঘরোয়া ক্রিকেটের আঙিনায় রানের পাহাড় গড়ার পরেও ছিলেন সিনিয়র দলের বাইরে। একাধিকবার প্রকাশ্যে হতাশা প্রকাশ করতেও দেখা গিয়েছিলো তাঁকে। শেষমেশ ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারত-এ দলের হয়ে শতরান করার পর ডাক পেয়েছিলেন সিনিয়র স্কোয়াডে। বিশাখাপত্তনমে ছিলেন রিজার্ভ বেঞ্চে। আজ তাঁকে একাদশে রেখেছিলেন কোচ দ্রাবিড়। ছয় নম্বরে ব্যাট হাতে মাঠে নামেন তিনি। বড় মঞ্চের জন্য তিনি যে প্রস্তুত, প্রথম ইনিংসেই তা বুঝিয়ে দেন সরফরাজ। প্রথম ম্যাচ বলে কোনো রকম টেনশন বা জড়তা দেখা গেলো না তাঁর খেলায়। সাবলীল ভঙ্গিতে ব্যাটিং করেন তিনি। স্পিনারদের বিরুদ্ধে চোখে পড়েছে তাঁর বড় শট খেলার দক্ষতা।
আগ্রাসী ভঙ্গিতে ব্যাটিং করে দ্রুত রান তোলার প্রয়াস করতে দেখা যায় সরফরাজকে। মাত্র ৪৮ বলে সম্পূর্ণ করেন নিজের অর্ধশতক। ভারতীয়দের মধ্যে টেস্ট অভিষেকে দ্রুততম অর্ধশতরান করলেন তিনি। রেকর্ড ভাগাভাগি করে নিলেন হার্দিক পান্ডিয়ার সাথে। সৌরভ গঙ্গোপাধ্যায়, রোহিত শর্মা, পৃথ্বী শ-দের মত অভিষেক টেস্টে শতরানের দিকে এগোচ্ছিলেন সরফরাজ। কিন্তু রবীন্দ্র জাদেজার সাথে ভুলবোঝাবুঝিতে ৬২ রানের মাথায় রান-আউট হন তিনি। তরুণ তুর্কি আউট হতে ক্ষোভে ফেটে পড়তে দেখা যায় অধিনায়ক রোহিত’কে। সরফরাজ আউট হওয়ার পরেও ক্রিজে অনড় ছিলেন রবীন্দ্র জাদেজা। তাঁকে আউট করার রাস্তা আজ খুঁজে পায় নি ইংল্যান্ড। শতক সম্পূর্ণ করেন তিনি। দিনের শেষে অপরাজিত ১১০ রানে। ভারতের স্কোর ৫ উইকেটের বিনিময়ে ৩২৬। নন-স্ট্রাইকার প্রান্তে নৈশপ্রহরী কুলদীপ যাদব।