ind-vs-eng-3rd-test-2025-day-4-report

IND vs ENG: ‘মর্নিং শোজ দ্য ডে’ অর্থাৎ সকালটা দেখেই বলে দেওয়া যায় যে গোটা দিনটা কেমন যাবে। প্রবাদটি বহুল ব্যবহৃত হলেও তা যে ধ্রুবসত্য নয় তার প্রমাণ মিললো লর্ডস টেস্টের (IND vs ENG) চতুর্থ দিনে। সকালে নতুন ডিউক বল হাতে পরপর উইকেট তুলে ভারতের হাতেই ম্যাচের রাশ তুলে দিয়েছিলেন মহম্মদ সিরাজ, নীতিশ কুমার রেড্ডি’রা। মিডল অর্ডারে রুট, ব্রুক, স্টোকসরা খানিক প্রতিরোধ গড়লেও ১৯২-এর বেশী এগোতে পারে নি ইংল্যান্ডের ইনিংস। ৪ উইকেট তুলে নায়ক হন ওয়াশিংটন সুন্দর। ভারতের জন্য লক্ষ্য দাঁড়ায় ১৯৩। আপাতদৃষ্টিতে এই রান তাড়া করা সহজ মনে হলেও আদতে তা যে কতটা কঠিন তা টিম ইন্ডিয়া হাড়ে হাড়ে টের পেলো ব্যাট করতে নেমে। কার্স-স্টোকসদের দাপটে মাত্র ১৮ ওভারের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বেশ চাপে আপাতত তারা।

Read More: “এটা ক্রিকেট নয়..”,পান্থকে ধারাবাহিকভাবে শর্ট বল করায় স্টোকসকে তীব্র আক্রমণ সুনীল গাভাস্কারের !!

লর্ডসে ‘সুন্দর’ ওয়াশিংটন-

Washington Sundar and Shubman Gill | IND vs ENG | Image: Getty Images
Washington Sundar and Shubman Gill | IND vs ENG | Image: Getty Images

গতকাল বাগ্‌বিতণ্ডা দিয়ে শেষ হয়েছিলো খেলা। জ্যাক ক্রলি’র দিকে আঙুল উঁচিয়ে তেড়ে গিয়েছিলেন শুভমান গিল। সেই ঘটনাই সম্ভবত তাতিয়ে দিয়েছিলো ভারতের পেস ব্যাটারিকে। দিনের শুরুতেই বেন ডাকেটকে আউট করেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। রীতিমত আগ্রাসী ভঙ্গিতে বাম হাতি ওপেনারকে ‘সেন্ড-অফ’ দিলেন হায়দ্রাবাদের ফাস্ট বোলার। এরপর অলি পোপ’কেও ফেরান তিনি। ৪ রানের বেশী করতে পারেন নি ইংল্যান্ডের তিন নম্বর ব্যাটার। গতকালের বিতর্কের পর আজ সকাল থেকেই ভারতীয় বোলারদের নিশানায় ছিলেন জ্যাক ক্রলি। বুমরাহ’র লাফিয়ে ওঠা বল আরও একবার আছড়ে পড়ে তাঁর গ্লাভসে। আজ অবশ্য ফিজিওর শুশ্রূষার প্রয়োজন হয় নি তাঁর। শেষমেশ নীতিশ কুমার রেড্ডি’র শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। ৪৯ বলে ২২ রান করে গালিতে ধরা পড়েন যশস্বী জয়সওয়ালে’র হাতে।

আক্রমণাত্মক ভঙ্গিতে শুরুটা করেছিলেন হ্যারি ব্রুক (Harry Brook)। আকাশ দীপের এক ওভারে মারেন জোড়া বাউন্ডারি ও একটি ছক্কা। কিন্তু শেষ হাসি বাংলার পেসারেরই। ছিটকে দেন ইংল্যান্ড তারকার স্টাম্প। ৮৭তে ৪ উইকেট খুইয়ে বসা ইংল্যান্ডকে এরপর দিশা দেখিয়েছিলো বেন স্টোকস ও জো রুটের ব্যাট। ৬৭ রান স্কোরবোর্ডে যোগ করেন তাঁরা। উইকেট তুলতে হিমশিম ভারতের জন্য এরপর মুশকিল আসান হয়ে দেখা দেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। কুলদীপকে বাইরে রেখে তাঁকে খেলানো নিয়ে বিস্তর আলোচনা চলছিলো ক্রিকেটমহলে। যাঁরা প্রশ্ন তুলেছিলেন, আজ বল হাতে তাঁদের জবাব দিলেন তামিলনাড়ুর তরুণ। মাত্র ২২ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। রুট’কে ফিরিয়ে শুরু করেছিলেন ধ্বংসযজ্ঞ। এরপর জেইমি স্মিথ, স্টোকস ও শোয়েব বশিরকেও আউট করেন তিনি। জোড়া উইকেট নেন জসপ্রীত বুমরাহ’ও।

চাপের মুখে ভেঙে পড়লো টপ-অর্ডার-

Brydon Carse and Shubman Gill | IND vs ENG | Image: Getty Images
Brydon Carse and Shubman Gill | IND vs ENG | Image: Getty Images

ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া ১৯৩-এর লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় ভারতীয় দল (IND vs ENG) । জোফ্রা আর্চারের বলে খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ফের একবার গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর ঝুলিতে শূন্য রান। তিনে নেমেছিলেন করুণ নায়ার। বিশেষ সুবিধা করতে পারেন নি তিনিও। ১৩তম ওভারের তৃতীয় বলটিতে যেভাবে আউট হলেন তাকে হাস্যকর ছাড়া অন্য কোনো বিশেষণে সম্ভবত ব্যাখ্যা করা যায় না। কার্সের নির্বিষ ইনস্যুইঙ্গারকে আউটস্যুইঙ্গার ভেবে ‘লিভ’ করতে গিয়েছিলেন তিনি। বল প্যাডে আছড়ে পড়ার পর আঙুল তোলা ছাড়া উপায় ছিলো না আম্পায়ারের। ৪ করে আউট হন করুণ। প্রত্যাশা ছিলো শুভমান গিলের (Shubman Gill) কাছে। ডিআরএসের সৌজন্যে একবার রক্ষাও পেয়েছিলেন তিনি। কিন্তু কার্সের  স্যুইং-এ বোকা বনলেন ভারত অধিনায়কও। ৬ করে ফিরেছেন তিনি।

 নাইট ওয়াচম্যান হিসেবে আকাশ দীপ’কে নামিয়েছিলো টিম ইন্ডিয়া। ছন্দে থাকা কে এল রাহুল’কে (KL Rahul) দিনের শেষপর্বে রক্ষা করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন বাংলার পেসার। যতক্ষণ ক্রিজে রইলেন, অধিকাংশ বলের মোকাবিলা করলেন তিনিই। কিন্তু স্টোকসের শেষ ওভারে ভাঙলো তাঁর রক্ষণ’ও। ১১ বলে ১ করে বোল্ড হন তিনি। আর তার সাথে আজকের মত সমাপ্ত হয় ম্যাচ। দিনের শেষে ‘মেন ইন ব্লু’র স্কোরবোর্ডে ৪ উইকেটের বিনিময়ে ৫৮ রান। জয়ের জন্য এখনও প্রয়োজন ১৩৫। হাতে রয়েছে ৬ উইকেট। চাপের মুখে মাথা ঠাণ্ডা রেখে ৩৩ করেছেন কে এল রাহুল। আগামীকাল ভারতের তুরুপের তাস হতে পারেন তিনিই। সঙ্গী হিসেবে বড় ভূমিকা নিতে হবে পন্থ, নীতিশ রেড্ডি, জাদেজা বা ওয়াশিংটন সুন্দরদের। কোন দিকে গড়াবে টেস্টের (IND vs ENG) ফলাফল? পঞ্চম দিনে রোমহর্ষক থ্রিলারের অপেক্ষায় ক্রিকেটদুনিয়া।

Also Read: IND vs ENG 3rd Test: ডাকেটের আগ্রাসনে রাশ টানলেন সিরাজ, ইংল্যান্ড ওপেনারকে আগুনে ‘সেন্ড-অফ’ ভারতীয় পেসারের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *