ind-vs-eng-3rd-test-2025-day-3-report

IND vs ENG: ঘটনাবহুল তৃতীয় দিনের সাক্ষী থাকলো লর্ডস। গতকাল ৩ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে ১৪৫ রান নিয়ে থেমেছিলো টিম ইন্ডিয়া। সেখান থেকে আজ যাত্রা শুরু করে ‘মেন ইন ব্লু।’ দিনের প্রথম সেশনে কার্যত একচ্ছত্র দাপট ছিলো রাহুল-পন্থ’দের। মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগে জুটি ভাঙায় লড়াইতে ফিরেছিলো ইংল্যান্ড (IND vs ENG)। দ্বিতীয় সেশনেও ব্যাট-বলের অসামান্য দ্বৈরথ চোখে পড়লো আজ। লিডসে লোয়ার অর্ডারের ব্যাটিং ব্যর্থতা ভুগিয়েছিলো ভারতকে। আজ জাদেজা, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দরা স্কোরবোর্ডে যোগ করলেন ১২৫ রান। গতকাল ৩৭৮ রানে শেষ হয়েছিলো ইংল্যান্ডের ইনিংস। আজ ভারতও থামলো ৩৮৭তেই। টেস্ট ইতিহাসে এই নিয়ে নবমবার যুযুধান দুই পক্ষের প্রথম ইনিংস শেষ হলো একই রানে। আজ এক ওভার মাত্র ব্যাট করতে পেরেছে ইংল্যান্ড। তাদের স্কোর ২/০।

Read More: IND vs ENG 3rd Test: “ভারতে হলে ছেড়ে দিত না…” বল বিতর্কে ব্রিটিশ মিডিয়ার বিরুদ্ধে তোপ গাওস্করের !!

ভারত-ইংল্যান্ডের স্কোর সমান-

IND vs ENG | Image: Getty Images
IND vs ENG | Image: Getty Images

আজ দিনের শুরুতে এগিয়ে ছিলো ভারতীয় দল’ই। কার্স, ওকস, আর্চারদের আক্রমণ সামলে ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন কে এল রাহুল ও ঋষভ পন্থ। অহেতুক তাড়াহুড়ো নয় বরং ধৈর্য নিয়ে ব্যাটিং করছিলেন দু’জনেই। গতকালই অর্ধশতক পেরিয়ে গিয়েছিলেন রাহুল। আজ পঞ্চাশের মাইলস্টোন স্পর্শ করেন পন্থ’ও (Rishabh Pant)। মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগে ভুল করে বসেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার। নন-স্ট্রাইকার প্রান্তে থাকা রাহুলের (KL Rahul) ডাকে সাড়া দিতে খানিক দেরী করে ফেলেছিলেন তিনি। তাতেই ঘনায় বিপদ। বেন স্টোকসের দুরন্ত থ্রো যখন স্টাম্প ভেঙে দেয়, তখনও নন-স্ট্রাইকার প্রান্তের ক্রিজ থেকে বেশ খানিকটা দূরেই ছিলেন ঋষভ। ১১২ বলে ৭৪ করে থামতে হয় তাঁকে। ভাঙে ১৪১ রানের অসামান্য জুটি। লর্ডসের অনার্স বোর্ডে নাম আর তোলা হয় নি পন্থের।

ঋষভ শতরান হাতছাড়া করলেও নজির গড়লেন রাহুল (KL Rahul)। দ্বিতীয় সেশনের শুরুতেই শতক সম্পূর্ণ করেন তিনি। প্রথম ভারতীয় ওপেনার হিসেবে ‘ক্রিকেটের মক্কা’য় জোড়া শতরান করার নজির গড়লেন কর্ণাটকের তারকা। ১০০ রানেই তিনি আউট হন শোয়েব বশিরের বলে। অল্প সময়ের ব্যবধানে দুই উইকেট হারিয়ে বসা ‘মেন ইন ব্লু’ ঘুরে দাঁড়ায় রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ও নীতিশ কুমার রেড্ডি’র ব্যাটে ভর দিয়ে। স্কোরবোর্ডে ৭২ রান যোগ করেন দুই অলরাউন্ডার। ৩০ করে নীতিশ আউট হওয়ার পরে ওয়াশিংটনকে সাথে নিয়ে বেশ খানিকক্ষণ লড়লেন জাদেজা। শেষ দুই ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছিলো যথাক্রমে ৮৯ ও ৬৯*। আজও ৭২ রানের চমৎকার ইনিংস খেললেন তিনি। আকাশ দীপ (৮), বুমরাহ (০) বিশেষ কার্যকরী হন নি ব্যাট হাতে। ২৩ রানের মাথায় ওয়াশিংটন আউট হতেই থামে ভারতীয় ইনিংস।

এক ওভার ব্যাটিং করলো ইংল্যান্ড-

Zak Crawley and Shubman Gill | IND vs ENG | Image: Getty Images
Zak Crawley and Shubman Gill | IND vs ENG | Image: Getty Images

ভারতীয় ইনিংস শেষ হওয়ার পর ইংল্যান্ডের ব্যাটিং-এর জন্য বাকি ছিলো মাত্র ৬ মিনিট (IND vs ENG)। এক ওভারের বেশী এগোয় নি খেলা। জসপ্রীত বুমরাহ’র ওভারের পঞ্চম ডেলিভারিটি গ্লাভসে লাগে জ্যাক ক্রলি’র। ড্রেসিংরুম থেকে ফিজিওকে ডেকে পাঠান ইংল্যান্ড ওপেনার। বেশ কিছুক্ষণ ধরে চলে শুশ্রূষা। সময় নষ্ট করার অভিযোগ তোলেন ভারতীয় ক্রিকেটাররা। অধিনায়ক শুভমান গিলের সাথে একপ্রস্থ বাদানুবাদও হয় ক্রলি’র (Zak Crawley)। এর আগে অস্ট্রেলিয়াতে স্যাম কনস্টাসের সাথে সময় নষ্টের কারণে বিবাদে জড়িয়েছিলো ভারতীয় দল। সেবার দিনের শেষ বলে উসমান খোয়াজাকে আউট করে টিম ইন্ডিয়াকে অ্যাডভান্টেজ এনে দিতে পেরেছিলেন বুমরাহ। আজও ওভারের ষষ্ঠ বলটি নিখুঁত নিশানায় রেখেছিলেন তিনি। কিন্তু ক্রলির ব্যাটের ঠিক পাশ দিয়ে গিয়ে তা জমা পড়ে উইকেটরক্ষক ধ্রুব জুরেলের দস্তানায়। আজকের মত রক্ষা পান ইংল্যান্ড ওপেনার।

Also Read: IND vs ENG 3rd Test: স্টোকসের থ্রোয়ে স্বপ্নভঙ্গ ঋষভ পন্থের, রান-আউট হয়ে ফিরলেন সাজঘরে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *