IND vs ENG: ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এক লক্ষ দর্শকের সামনে বিশ্বকাপের ফাইনালে হারতে হয়েছিলো টিম ইন্ডিয়াকে (Team India)। ঐ দুঃস্বপ্নের ম্যাচের ১৪ মাস পর ফের আহমেদাবাদে ফিরছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। এবার অবশ্য বিশেষ চাপ নেই। ইতিমধ্যেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ (IND vs ENG) জয় নিশ্চিত। কার্যত নিয়মরক্ষার ম্যাচেই বুধবার বাটলারদের মুখোমুখি হবে ভারত। তবুও প্রতিপক্ষকে হাল্কাভাবে নিতে রাজী নয় স্বাগতিক দেশ। হোয়াইটওয়াশের লক্ষ্য সামনে রেখেই মাঠে নামবে তারা। চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে এটাই শেষ সুযোগ একাদশ নিয়ে কাটাছেঁড়া করার। বিশেষজ্ঞরা মনে করছেন যে ছন্দে না থাকা মহম্মদ শামিকে বাইরে রেখে আর্শদীপ সিং-কে (Arshdeep Singh) সুযোগ দেওয়া হতে পারে। উইকেটরক্ষক হিসেবে রাহুলের বদলে খেলতে পারেন ঋষভ পন্থ (Rishabh Pant)। বরুণকে সরিয়ে ফেরানো হতে পারে কুলদীপ যাদবকে।
Read More: IND vs ENG 3rd ODI Preview: ক্লিন স্যুইপ-এর লক্ষ্য নিয়ে মাঠে নামছে ভারত, আহমেদাবাদে সান্ত্বনা পুরষ্কারের খোঁজে টিম ইংল্যান্ড !!
IND vs ENG ম্যাচের সময়সূচি-
চতুর্থ একদিনের ম্যাচ
তারিখ- ১২/০২/২০২৫
ভেন্যু- নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ
সময়- দুপুর ১টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
Narendra Modi Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-
![IND vs ENG 3rd ODI: বাদ পড়ছেন শামি, রাহুল ও বরুণ, আহমেদাবাদে প্রথম একাদশ নিয়ে কাটাছেঁড়ার পথে কোচ গম্ভীর !! 2 Narendra Modi Stadium, Ahmedabad | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2023/03/modi-stadium.png)
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বুধবার সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড (IND vs ENG)। ১ লক্ষ ৩২ হাজার আসন বিশিষ্ট এই মাঠে বাইশ গজ সাধারণত মন্থর হয়। কার্যকরী হন স্পিনাররা। আসন্ন ম্যাচেও সেই ট্র্যাডিশনই রক্ষিত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পরিসংখ্যান বলছে যে এখানে প্রথম ইনিংসের গড় স্কোর ২৩৭। দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে তা ২০৮। পূর্বের মোতেরা বা বর্তমান নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এখনও অবধি মোট ৩৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হয়েছে। তার মধ্যে ১৯টিতে জয় এসেছে প্রথম ব্যাটিং করে। আর বাকি ১৭টিতে সাফল্য পেয়েছে পরে ব্যাট করতে নামা দল। নাগপুর ও কটকে এর আগের দুটি ম্যাচে রান তাড়া করে জয় এসেছে। বিষয়টি মাথায় রেখে টসজয়ী অধিনায়ক প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিতে পারেন।
Ahmedabad Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-
![IND vs ENG 3rd ODI: বাদ পড়ছেন শামি, রাহুল ও বরুণ, আহমেদাবাদে প্রথম একাদশ নিয়ে কাটাছেঁড়ার পথে কোচ গম্ভীর !! 3 Ahmedabad Weather Forecast | Image: Twitter](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2025/02/Ahmedabad-Weather.png)
ইংল্যান্ডের ভারত সফরে (IND vs ENG) এখনও অবধি একটি ম্যাচেও আবহাওয়া ক্রিকেটের পথের কাঁটা হয়ে দাঁড়ায় নি। আশা করা হচ্ছে যে বুধবারও কোনো রকম সমস্যা ছাড়াই সম্পূর্ণ ম্যাচের আনন্দ উপভোগ করতে পারবেন ক্রিকেটজনতা। হাওয়া অফিস জানিয়েছে যে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা ম্যাচের দিন। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩১ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭ ডিগ্রী সেলসিয়াস। আহমেদাবাদের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ হতে পারে ৩৬ শতাংশ। এছাড়াও ম্যাচের সময় হাওয়া বইতে পারে ১৩ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে।
IND vs ENG হেড টু হেড পরিসংখ্যান-
![IND vs ENG 3rd ODI: বাদ পড়ছেন শামি, রাহুল ও বরুণ, আহমেদাবাদে প্রথম একাদশ নিয়ে কাটাছেঁড়ার পথে কোচ গম্ভীর !! 4 IND vs ENG | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2025/02/Joe-Root-vs-India.jpg)
একদিনের ক্রিকেটে ভারত ও ইংল্যান্ড মুখোমুখি হয়েছে ১০৮টি ম্যাচে। পাল্লা ভারী ‘মেন ইন ব্লু’র। তারা জিতেছে ৫৯টি ম্যাচ। পক্ষান্তরে ইংল্যান্ড শিবির জয়লাভ করেছে ৪৪টি ম্যাচে। ৩টি ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিত ভাবে। আর ২টি ক্ষেত্রে টাই হয়েছে খেলা। ঘরের মাঠে টিম ইন্ডিয়ার জয়ের সংখ্যা ৩৫। অ্যাওয়ে ম্যাচে তারা জিতেছে ১৮ বার। আর নিরপেক্ষ মাঠে বাজিমাত করেছে ৬ বার। অন্যদিকে ইংল্যান্ডের ৪৪টি জয়ের মধ্যে ২৩টি এসেছে ঘরের মাঠে। ভারতে এসে তারা জিতেছে ১৭ বার। আর ৪টি ম্যাচে ইংল্যান্ড জয় পেয়েছে নিরপেক্ষ ভেন্যুতে।
IND vs ENG লাইভ স্ট্রিমিং-
ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ সরাসরি স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে সম্প্রচারিত হবে। এছাড়া লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি+হটস্টারের অ্যাপ ও ওয়েবসাইটে।
সম্ভাব্য একাদশ-
![IND vs ENG 3rd ODI: বাদ পড়ছেন শামি, রাহুল ও বরুণ, আহমেদাবাদে প্রথম একাদশ নিয়ে কাটাছেঁড়ার পথে কোচ গম্ভীর !! 5 Indian Cricket Team | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2025/02/INDIA-ODI-1.png)
ওপেনার- রোহিত শর্মা, শুভমান গিল
মিডল অর্ডার- বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ
ফিনিশার- অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া
বোলার- রবীন্দ্র জাদেজা, হর্ষিত রাণা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব
উইকেটরক্ষক- ঋষভ পন্থ
এক নজরে সম্ভাব্য একাদশ-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রাণা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব।