IND vs ENG: লিডসেরই পুনরাবৃত্তি দেখা গেলো লর্ডসে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম চারদিন দুর্দান্ত লড়াই করেও শেষ দিনের ধসে বিপর্যয়ের সম্মুখীন হলো ভারতীয় দল (IND vs ENG)। চতুর্থ ইনিংসে লক্ষ্য ছিলো ১৯৩। সাফল্য যে সহজে আসবে না তার আভাস চতুর্থ দিনের শেষ পর্বেই পেয়েছিলো ‘মেন ইন ব্লু।’ ৫৮ রান স্কোরবোর্ড তুলতে তারা খরচ করে বসেছিলো ৪ উইকেট। তবুও শেষ দিনে প্রত্যাশা ছিলো কে এল রাহুল, ঋষভ পন্থদের নিয়ে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে পারেন নি তাঁরা কেউই। ব্যর্থ হন ওয়াশিংটন সুন্দর, নীতিশ কুমার রেড্ডিরাও। ধুঁকতে থাকা ভারতকে খানিক আশার আলো দেখিয়েছিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। বুমরাহ ও সিরাজকে নিয়ে তাঁর লড়াইও ব্যর্থই হয় শেষমেশ। ২২ রানে হেরে মাঠ ছাড়ে টিম ইন্ডিয়া এই হারের ময়নাতদন্তে নেমে তিন তারকা’কে ‘ভিলেন’ আখ্যা দিচ্ছেন বিশেষজ্ঞরা।
Read More: ভরণপোষণ থেকে শুরু করে বেলাগাম খরচ, পাকিস্তানি বোর্ড প্রধানের নামে উঠলো গুরুতর অভিযোগ !!
শুভমান গিল-

চলতি ভারত বনাম ইংল্যান্ড সিরিজে ছন্দে রয়েছেন শুভমান গিল (Shubman Gill)। লিডসে শতরান করেছেন তিনি। এরপর এজবাস্টনে একইসাথে দ্বিশতক ও শতরান করেছেন ভারত অধিনায়ক। কিন্তু তারপরেও লর্ডস টেস্টের ‘ভিলেন’ মনে করা হচ্ছে তাঁকে। তৃতীয় দিনের বিকেলে জ্যাক ক্রলির সাথে বাগ্বিতণ্ডায় জড়ান শুভমান। সেই অহেতুক আগ্রাসন টিম ইন্ডিয়ার উপর চাপ বাড়িয়েছিলো বলে মতামত অনেকের। এছাড়া আতসকাঁচের নীচে ব্যাট হাতে তাঁর পারফর্ম্যান্স’ও। প্রথম ইনিংসে মাত্র ১৬ করে সাজঘরে ফিরেছিলেন। দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ সময় রীতিমত দিশাহারা দেখিয়েছিলো তাঁকে। মাত্র ৬ করে চতুর্থ দিনের বিকেলে প্রতিপক্ষকে উইকেট উপহার দেন। যদি খানিক ধৈর্য্য নিয়ে খেলতেন তাহলে সহজেই ম্যাচ জিততে পারত ভারত, মত বিশেষজ্ঞদের। আরও পরিণত হতে হবে শুভমান’কে, জানিয়েছেন তাঁরা।
ঋষভ পন্থ-

লর্ডস টেস্টে হারের অন্যতম ‘ভিলেন’ ঋষভ পন্থ’ও (Rishabh Pant)। প্রথম ইনিংসে দ্রুত তিন উইকেট খুইয়ে বসা ভারতকে লড়াইতে ফিরিয়েছিলেন তিনি। কে এল রাহুলের সাথে জুটিতে ১৪১ রান যোগও করেন স্কোরবোর্ডে। কিন্তু তৃতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগে দ্রুত রান নেওয়ার চেষ্টায় অহেতুক রান-আউট হন। ৭৪ করে থামতে হয় তাঁকে। পন্থের সেই উইকেটের সুদূরপ্রসারী প্রভাব পড়েছিলো টিম ইন্ডিয়ার ইনিংসে। একটা সময় যেখানে মনে হচ্ছিলো বড় রানের লিড পাবে ভারতীয় দল, সেখানে ইংল্যান্ডের তোলা ৩৮৭-এর জবাবে ব্যাট করতে নেমে ৩৮৭তেই থামতে হয় তাঁদের। প্রথম ইনিংসে লিডের অভাব শেষমেশ ডোবালো ভারতকে। পঞ্চম দিনের সকালেও ঋষভের কাছে আকাশছোঁয়া প্রত্যাশা ছিলো। কিন্তু মাত্র ৯ রানে বোল্ড হয়ে দলের উপর চাপ বাড়ান তিনি।
ধ্রুব জুরেল-

‘ভিলেন’দের তালিকায় নাম থাকবে ধ্রুব জুরেলেরও (Dhruv Jurel)। তিনি লর্ডস টেস্টের প্রথম একাদশে ছিলেন না। উইকেটকিপিং করার সময় ঋষভ পন্থ আঙুলে চোট পাওয়ার ফলে বিকল্প উইকেটরক্ষক হিসেবে দাঁড়ান স্টাম্পের পিছনে। কয়েকটি ভালো ক্যাচ দস্তানাবন্দী করেছেন বটে। কিন্তু ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে তাঁর করা ভুলচুকগুলোই শেষমেশ ম্যাচে তফাৎ গড়ে দিলো বলে মনে করছে বিশেষজ্ঞমহল। ২২ রানের ব্যবধানে হারতে হয়েছে ‘মেন ইন ব্লু’কে। আর ৬ খানি বাই চার হজম করে অতিরিক্ত ২৪ রান প্রতিপক্ষকে উপহার দিয়েছিলেন জুরেল (Dhruv Jurle)। যদি তিনি এই বেহিসেবী রান খরচ না করতেন তাহলে হয়ত লর্ডসে এক ঐতিহাসিক জয় ছিনিয়ে নিতে পারত টিম ইন্ডিয়া। সুতরাং এই ব্যর্থতার দায় জুরেল এড়াতে পারেন না বলেই মত ক্রিকেটজনতার।