ind-vs-eng-3-problems-in-indian-squad

TOP 3: আগামী মাসের ২০ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ (IND vs ENG)। প্রথম ম্যাচটি রয়েহে লিডসের হেডিংলেতে। এরপর এজবাস্টন, লর্ডস, ম্যাঞ্চেস্টার ও ওভালে আরও চারটি টেস্টে বেন স্টোকসদের বিরুদ্ধে নামবে ‘মেন ইন ব্লু।’ দীর্ঘ অপেক্ষার পর আজ স্কোয়াড ঘোষণা করেছে অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। চলতি মাসের সাত তারিখ লাল বলের ফর্ম্যাটকে বিদায় জানিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর উত্তরসূরি হিসেবে অধিনায়কের আসনে বসেছেন শুভমান গিল (Shubman Gill)। দলে অভিজ্ঞতা আর তারুণ্যের মেলবন্ধন ঘটাতে চেয়েছেন নির্বাচকেরা। সাই সুদর্শন, অভিমণ্যু ঈশ্বরণদের পাশাপাশি ডাক পেয়েছেন কে এল রাহুল, জসপ্রীত বুমরাহরাও। তবে স্কোয়াড নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে ক্রিকেটমহলে। অন্তত তিনটি বিষয় নিয়ে সংশয়ে বিশেষজ্ঞরা।

Read More: IND vs ENG: “মুখ পোড়াতে যাচ্ছে…” নেতৃত্বে শুভমান, ইংল্যান্ড সফরের স্কোয়াড সামনে আসতেই ক্ষোভের আগুন নেটদুনিয়ায় !!

শ্রেয়স আইয়ারের বাদ পড়া-

Shreyas Iyer | IND vs ENG | Image: Getty Images
Shreyas Iyer | Image: Getty Images

গত বছরের গোড়ায় ইংল্যান্ড সিরিজ (IND vs ENG) চলাকালীন টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। অফ ফর্মের কারণে ছেঁটে ফেলা হয় তাঁকে। নির্দেশ দেওয়া হয় ঘরোয়া ক্রিকেট খেলার। প্রথমে রাজী না হলেও পরে মুম্বইয়ের জার্সিতে মাঠে নামেন তিনি। রঞ্জি ট্রফি, দলীপ ট্রফি, ইরানী কাপ-খেলছেন সবই। ফিরেছেন রানের মধ্যেও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। শর্ট পিচ বল খেলায় তাঁর দুর্বলতা একটা সময় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিলো শ্রেয়সের (Shreyas Iyer) জন্য। অনুশীলনের মাধ্যমেও তাও অনেকটা দূর করতে সক্ষম হয়েছেন তিনি। হুক-পুলের মত শট নিয়মিত মারতে দেখা গিয়েছে তাঁকে। ব্যাটিং অর্ডারের চার নম্বরে বিরাট কোহলির শূন্যস্থান পূরণের ক্ষেত্রে আদর্শ হতে পারতেন মুম্বইয়ের ক্রিকেটার। কিন্তু তাঁকে সুযোগই দেওয়া হয় নি স্কোয়াডে।

মহম্মদ শামির সুযোগ না পাওয়া-

Mohammed Shami | Image: Getty Images
Mohammed Shami | Image: Getty Images

২০২৩-এর নভেম্বরে গোড়ালির চোটের জন্য ক্রিকেট মাঠ থেকে ছিটকে গিয়েছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। অস্ত্রোপচার ও রিহ্যাবের পর জাতীয় দলে ফেরেন ২০২৫-এর গোড়ায়। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ও ওয়ান ডে সিরিজ খেলেন তিনি। এরপর অংশ নেন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। ধীরে ধীরে বল হাতে ছন্দে ফিরছিলেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে ভারতের হয়ে সর্বোচ্চ সংখ্যক উইকেটও নেন। কিন্তু এরপরেও ইংল্যান্ড সফরের (IND vs ENG) স্কোয়াডে সুযোগ দেওয়া হলো না তাঁকে। আজ মুখ্য নির্বাচক অজিত আগরকার জানিয়েছেন যে ওয়ার্কলোড নিয়ে সমস্যা রয়েছে তাঁর। পাঁচটি টেস্ট খেলতে পারতেন না তিনি। তাই ছেঁটে ফেলা হয়েছে তাঁকে। কিন্তু এই যুক্তি মানতে রাজী নন ক্রিকেট বিশেষজ্ঞরা। অন্তত শেষ তিনটি ম্যাচও যদি খেলানো যেত তাঁকে, তাহলে তাঁর অভিজ্ঞতা ইংল্যান্ডের পরিবেশে ভারতকে সাহায্য করতে পারত বলে মত তাঁদের।

রাহানে-পূজারার কথা না ভাবা-

Ajinkya Rahane and Cheteshwar Pujara | IND vs ENG | Image: Getty Images
Ajinkya Rahane and Cheteshwar Pujara | IND vs ENG | Image: Getty Images

আজ ইংল্যান্ড সফরের জন্য যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেখানে অভিজ্ঞতার অভাব স্পষ্ট বলে মনে করছে ক্রিকেটমহল। সদ্যই সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তাঁদের শূন্যস্থান পূরণ করার জন্য আদর্শ হতে পারতেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) ও চেতেশ্বর পূজারা। দু’জনেই এর আগে ইংল্যান্ডের মাটিতে অনেকবার খেলেছেন। পিচ-পরিস্থিতি সম্বন্ধে যথেষ্ট ধারণা রয়েছে। এছাড়া তাঁদের প্রত্যাবর্তন সমৃদ্ধ করতে পারত টিম ইন্ডিয়ার মিডল অর্ডারকেও। তিন নম্বরে নিজের পুরনো জায়গাতেই ফিরতে পারতেন সৌরাষ্ট্রের পূজারা (Chetshwar Pujara)। চারে কোহলির জায়গায় খেলতে পারতেন শুভমান গিল। আর পাঁচে দেখা যেতে পারত রাহানেকে। কিন্তু তাঁরা সুযোগ না পাওয়ায় হউত মিডল অর্ডারে শুভমানের সঙ্গী হতে দেখা যাবে অনভিজ্ঞ সাই সুদর্শন ও আট বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা করুণ নায়ারকে।

Also Read: IND vs ENG: রাজার সিংহাসনে বসছেন যুবরাজ, বিসিসিআই-এর ইংল্যান্ড বধের পরিকল্পনা এলো প্রকাশ্যে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *