আম্পায়ারস কল পক্ষে গেলো ভারতের-

শেষ দিনে ইংল্যান্ডের প্রয়োজন ছিলো ৩৫ রান। ভারতের দরকার ছিলো ৪ উইকেট। জোড়া বাউন্ডারি হাঁকিয়ে শুরুটা করেছিলেন জেইমি ওভারটন (Jamie Overton)। উইকেটরক্ষক-ব্যাটার জেইমি স্মিথ আউট হওয়ার পরেও ওভারটনকে নিয়ে দুশ্চিন্তা ছিলো ভারতীয় শিবিরে। এমনসময় সিরাজের একটি ইনস্যুইং আছড়ে পড়ে তাঁর প্যাডে। আপিল করেছিলেন শুভমান গিল, ধ্রুব জুরেলরা। অনেকক্ষণ সময় নেন আম্পায়ার কুমার ধর্মসেনা (Kumar Dharmasena)। শেষমেশ আঙুল তোলেন শ্রীলঙ্কান প্রাক্তনী। ওভারটন ডিআরএস নেন। প্রযুক্তির সাহায্য নিয়ে দেখা যায় বলের সামান্য অংশ ছুঁয়ে যেত লেগস্টাম্প। ধর্মসেনা আউট না দিলে ‘আম্পায়ারস কল’-এর কারণে রক্ষা পেয়ে যেতেন ইংল্যান্ড ব্যাটার। সঙ্কট বাড়ত ভারতের উপর। কিন্তু ‘আম্পায়ারস কল’ পক্ষে যাওয়ায় সাজঘরে ফিরতেই হয় ওভারটনকে। অষ্টম উইকেট হারায় ইংল্যান্ড।