চতুর্থ দিনের তৃতীয় সেশন-

চতুর্থ দিনের সকালে ইংল্যান্ডের স্কোরবোর্ডে ১ উইকেটের বিনিময়ে ছিলো ৫০ রান। বেন ডাকেট ও অলি পোপ ফিরলেও বাধার পাহাড় গড়েছিলেন জো রুট (Joe Root) ও হ্যারি ব্রুক। ১৯৫ রান যোগ করেন তাঁরা। সেইসময় রীতিমত খাদের কিনারে পৌঁছে গিয়েছিলো ভারতীয় দল। বল হাতে দাগ কাটতে ব্যর্থ হচ্ছিলেন সিরাজ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণারা। চা পানের বিরতির ঠিক আগে ব্রুক আউট হলেও ‘ফেভারিট’ তকমা তখনও ছিলো ইংল্যান্ডের কব্জাতেই। তৃতীয় সেশনে অবশ্য আমূল বদলে যায় পরিস্থিতি। মেঘলা আকাশ, স্যাঁতস্যাঁতে আবহাওয়াকে কাজে লাগিয়ে জ্বলে ওঠেন প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna)। প্রথমে স্যুইং-এ বাজিমাত করে তিনি ফেরান জো রুটকে। ৩৯তম শতরান করে রুট ফেরার কিছুক্ষণের মধ্যেই আউট হন জেকব বেথেলও। এই জোড়া সাফল্যই প্রত্যাবর্তনের প্রত্যয় দৃঢ়তর করে ভারতীয় শিবিরে।