ind-vs-eng-3-events-that-helped-india

IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের ঠিক আগে লাল বলের ফর্ম্যাটকে বিদায় জানিয়েছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি (Virat Kohli)। দুই মহারথীকে ছাড়া আদৌ কোনো রকম প্রতিরোধ গড়ে তুলতে পারবে ‘মেন ইন ব্লু?’ সন্দিহান ছিলেন অনেকেই। কিন্তু তাঁদের ভুল প্রমাণিত করলো শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বাধীন নয়া ভারত। শুধু সেয়ানে সেয়ানে বেন স্টোকসদের টক্কর দিয়েই ক্ষান্ত থাকলো না তারা, সাথে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি ড্র করলো ২-২ ফলাফলে। ওভালে শেষ ম্যাচট ‘মাস্ট উইন’ ছিলো টিম ইন্ডিয়ার (Team India) জন্য। একটা সময় মনে হয়েছিলো যে হারতে চলেছে তারা। কিন্তু দক্ষতা, আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তাকে সঙ্গী করে মাত্র ৬ রানের ব্যবধানে এক স্মরণীয় জয় পেলো ভারতীয় শিবির। তিন ঘটনার জেরে হারকে হার মানিয়ে জয় ছিনিয়ে নিলেন শুভমান, সিরাজরা।

Read More: IND vs ENG 5th Test: ওভালের বাইশ গজে ‘বাজিগর’ সিরাজ, ইংল্যান্ডকে হারিয়ে ঐতিহাসিক জয় ভারতের !!

হ্যারি ব্রুকের উইকেট-

Harry Brook | IND vs ENG | Image: Getty Images
Harry Brook | IND vs ENG | Image: Getty Images

প্রসিদ্ধ কৃষ্ণার শর্ট বলে পুল মারতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছিলেন হ্যারি ব্রুক (Harry Brook)। লং লেগ বাউন্ডারিতে বল তালুবন্দীও করেন মহম্মদ সিরাজ। কিন্তু তারপরেই ঘটে যায় বিপর্যয়। শরীরের ভারসাম্য রাখতে না পেরে বাউন্ডারি রোপে পা দিয়ে বসেন তিনি। আউট হওয়ার বদলে ছয় রান যোগ হয় ইংল্যান্ড সহ-অধিনায়কের খাতায়। যখন ক্যাচ তুলেছিলেন ব্রুক, তখন তিনি ব্যাটিং করছিলেন ১৯ রানে। এরপর রীতিমত ধ্বংসযজ্ঞ চালান তিনি। ৯১ বলে পেরিয়ে যান শতকের মাইলস্টোন। জো রুটের সাথে জুটি বেঁধে ভারতের কার্যত নাভিঃশ্বাস তুলে দিয়েছিলেন তিনি। ছবিটা বদলায় দ্বিতীয় সেশনের একদম শেষ পর্বে। আকাশ দীপের শর্ট বলে পুল করতে গিয়ে ব্যাটই হাতছাড়া হয় ব্রুকের। সঠিক সংযোগ হয় নি ব্যাটে-বলে। কভারে দাঁড়ানো সিরাজ এবার আর কোনো ভুল করেন নি। ১১১ করে ব্রুক ফিরতেই বদলায় ম্যাচের রঙ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *