IND vs ENG: হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ‘ফেভারিট’ হিসেবে মাঠে নেমেও ইংল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে (Team India)। ২৮ রানে জিতে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে বেন স্টোকসের ইংল্যান্ড দল। বিশাখাপত্তনমের মাঠে দ্বিতীয় টেস্ট তাই গুরুত্বপূর্ণ দুই দলের জন্যই। ভারত চাইছে জয় ছিনিয়ে নিয়ে সিরিজে সমতা ফেরাতে, অন্যদিকে ইংল্যান্ডের লক্ষ্য টানা দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের দিকে এক পা এগিয়ে যাওয়া। ২০১২ সালে শেষ সফরকারী দল হিসেবে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিলো ইংল্যান্ড। এক যুগ বাদে অ্যালিস্টার কুকের (Alastair Cook) দলের সাফল্যকে স্পর্শ করতে চায় বেন স্টোকস-বাহিনী। লড়াই যে জমজমাট হবে তা আন্দাজ করাই গিয়েছিলো।
ম্যাচের প্রথম দিন টসের মুদ্রা পড়েছিলো ভারতের পক্ষে। অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন। যশস্বী জয়সওয়ালের দুর্ধর্ষ দ্বিশতরান ভারতকে পৌঁছে দেয় ৩৯৬ রানে। টিম ইন্ডিয়ার ইতিহাসে চতুর্থ কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে টেস্টে ২০০ রানের গণ্ডী পেরোন যশস্বী (Yashasvi Jaiswla)। জবাবে ব্যাট করতে নামা ইংল্যান্ড শুরুটা বেশ ভালো করেছিলো, কিন্তু জসপ্রীত বুমরাহ’র অনবদ্য বোলিং বেলাইন করে দেয় বেন স্টোকসের দলকে। ছয় উইকেট তুলে নেন তিনি। ২৫৩ রানে থামে ইংল্যান্ড। ১৪৩ রানের লিড পায় ভারত। তৃতীয় ইনিংসে শুভমান গিলের (Shubman Gill) শতরান ছাড়া উল্লেখযোগ্য রান করতে পারেন নি ভারতের কোনো ব্যাটার। স্কোরবোর্ডে যুক্ত হয় ২৫৫ রান। তৃতীয় দিনের শেষ সেশনে প্রতিপক্ষকে ৩৯৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে টিম ইন্ডিয়া। রান তাড়া করতে নেমে দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ১ উইকেটের বিনিময়ে ৬৭।
Read More: IND vs ENG: বিশাখাপত্তনম টেস্ট জিততে ৩৩২ রান দরকার ইংল্যান্ডের, ভারতের প্রয়োজন ৯ উইকেট !!
গত দুই দিনে তৈরি হওয়া কিছু উল্লেখযোগ্য রেকর্ড-
১) ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৪৫ রান দিয়ে ৬ উইকেট তুলে নিয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। এই নিয়ে ১০ বার টেস্ট ক্রিকেটে একই ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি। এর মধ্যে ৮টি এসেছে বিদেশের মাটিতে। মাত্র দুইবার দেশের মাঠে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন তিনি।
২) গতকাল টেস্ট ক্রিকেটে ১৫০ উইকেটের মাইলস্টোন সম্পূর্ণ করেছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। টেস্টের ইতিহাসে ১৫০’র বেশী উইকেট থাকা ফাস্ট বোলারদের মধ্যে দ্বিতীয় সেরা গড় তাঁর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বুমরাহ’র চেয়ে কম গড় কেউ বজায় রাখতে পারেন নি।
- সিডনি বার্নস (১৬.৪৩)
- জসপ্রীত বুমরাহ (২০,২৮)*
- অ্যালান ডেভিডসন (২০.৫৩)
- ম্যালকম মার্শাল (২০.৯৪)
- জোয়েল গার্ণার (২০.৯৭)
- কার্টলি অ্যামব্রোজ (২০.৯৯)
৩) ১৫০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করার সময় বোলিং গড় ও স্ট্রাইক রেটের নিরিখে বুমরাহ রয়েছেন দুই নম্বরে। একমাত্র পাকিস্তানের কিংবদন্তি ওয়াকার ইউনিস (Waqar Younis) এগিয়ে রয়েছেন তাঁর থেকে।
- ওয়াকার ইউনিস (গড়- ১৮.৩৭, স্ট্রাইক রেট- ৩৫.৯)
- জসপ্রীত বুমরাহ (গড়- ২০.২৮, স্ট্রাইক রেট- ৪৪.৭)
৪) ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৫ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। চলতি শতাব্দীতে ভারতের মাঠে এটিই কোনো পেসারের সেরা বোলিং পরিসংখ্যান। টেস্ট কেরিয়ারের তৃতীয় সেরা বোলিং পরিসংখ্যান এটি বুমরাহ’র।
৫) জসপ্রীত বুমরাহ যেদিন ইতিহাসের পাতায় নাম লেখালেন সেদিনই অনভিপ্রেত এক রেকর্ডের মালিক হলেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। দেশের মাঠে প্রতিপক্ষ অল-আউট হয়েছে, এমন ক্ষেত্রে পঞ্চমবার উইকেটশূন্য থাকলেন তিনি।
- ০/৫৬ (২৫) বনাম ইংল্যান্ড, চেন্নাই, ২০১৬
- ০/১৩ (০৮) বনাম শ্রীলঙ্কা, কলকাতা, ২০১৭
- ০/৪৮ (১২) বনাম দক্ষিণ আফ্রিকা, রাঁচি, ২০১৯
- ০/১৯ (০৫) বনাম বাংলাদেশ, কলকাতা, ২০১৯
- ০/৬১ (১২) বনাম ইংল্যান্ড, বিশাখাপত্তনম, ২০২৪*
৬) বিশাখাপত্তনমে দুই ইনিংস মিলিয়ে ৬৫১ রান স্কোরবোর্ডে যোগ করলো টিম ইন্ডিয়া, কিন্তু একটিও ১০০ বা তার বেশী রানের পার্টনারশিপ দেখা গেলো না। টিম ইন্ডিয়ার ক্ষেত্রে সেঞ্চুরি পার্টনারশিপ ছাড়াই সর্বোচ্চ মোট রানের নিরিখে বিশাখাপত্তনম টেস্ট থাকবে পঞ্চম স্থানে।
- ৭২৪ বনাম উইন্ডিজ, মুম্বই, ২০১১
- ৬৭৮ বনাম ইংল্যান্ড, লর্ডস, ১৯৯০
- ৬৬৩ বনাম পাকিস্তান, বেঙ্গালুরু, ২০০৫
- ৬৫৬ বনাম বাংলাদেশ, চট্টগ্রাম, ২০১০
- ৬৫১ বনাম ইংল্যান্ড, বিশাখাপত্তনম, ২০২৪*
- ৬৩৮ বনাম ইংল্যান্ড, হায়দ্রাবাদ, ২০২৪
৭) ইংল্যান্ডকে চতুর্থ ইনিংসে ৩৯৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ভারতীয় দল। টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে ৩৯৯ বা তার বেশী রান ইংল্যান্ড তুলেছে মাত্র তিনবার। শেষবার তারা এই কৃতিত্ব অর্জন করেছিলো ১৯৭৭ সালে।
৮) ভারতের বিরুদ্ধে কোনো টেস্টের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড রয়েছে ইংল্যান্ডের। ২০২২-এ এজবাস্টনের মাঠে ৩৭৮ করে জিতেছিলো তারা। অর্থাৎ বেন স্টোকসদের জিততে হলে নিজেদের রেকর্ড নিজেদেরই ভাঙতে হবে।
৯) ভারতের মাটিতে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির তৈরি হয় ২০০৮ সালে। ইংল্যান্ডের বিরুদ্ধেই চেন্নাইয়ের মাঠে ২০০৮ সালে ভারত ৩৮৭ রান তাড়া করে জিতেছিলো।
Also Read: IND vs ENG: “একেই বলে কামব্যাক…” তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের বিরুদ্ধে চালকের আসনে টিম ইন্ডিয়া, সমাজ মাধ্যমে চলছে চর্চা !!