IND vs ENG: গতকাল টসে জিতে প্রথম টিম ইন্ডিয়াকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলেন বেন স্টোকস (Ben Stokes)। ইংল্যান্ড অধিনায়কের সেই সিদ্ধান্তই যে ভারতের জন্য ‘শাপে বর’ হবে তা সম্ভবত তখন অনুমান করতে পারেন নি কেউই। প্রথম দিনের শেষে ৫ উইকেটের বিনিময়ে ৩১০ রান ছিলো ‘মেন ইন ব্লু’র স্কোরবোর্ডে। আজ সকালে সেই ভিতের উপরে ইমারত গড়েন শুভমান গিল (Shubman Gill) ও রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। স্বাগতিক দেশকে ব্যাকফুটে ঠেলে দেয় তাঁদের অসামান্য পার্টনারশিপ’ও। আটে নেমে নজর কাড়েন ওয়াশিংটন সুন্দর’ও। তবে আজ লাইমলাইট কেড়ে নিলেন ভারত অধিনায়ক। অসামান্য এক ইনিংস এলো ২৫ বর্ষীয় তারকার ব্যাট থেকে। মূলত তাঁর সৌজন্যেই ৫৮৭ অবধি পৌঁছায় টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে চাপে ইংল্যান্ড। ৭৭ রানের মধ্যেই ৩ উইকেট খুইয়ে বসেছে তারা।
Read More: ৬, ৬, ৬, ৬…পৃথ্বী শ-এর ব্যাটে ধ্বংসযজ্ঞ, লিস্ট-এ ক্রিকেটে করলেন দুর্দান্ত দ্বিশতরান !!
শুভমানের তাণ্ডব এজবাস্টনে-

গতকাল দিনের শেষে ১১৪ রান করে অপরাজিত ছিলেন শুভমান গিল (Shubman Gill)। জাদেজার ঝুলিতে ছিলো ৪১*। আজ সকালে দ্রুত রান তোলার পথে হাঁটেন দু’জনেই। চোখধাঁধানো সব শটের পসরা সাজাতে দেখা গিয়েছিলো ডান হাতি-বাম হাতি জুটিকে। কেরিয়ারের পঞ্চম টেস্ট শতরানের দিকে এগোচ্ছিলেন জাদেজা (Ravindra Jadeja)। কিন্তু ৮৯ রানের মাথায় থামতে হয় তাঁকে। জশ টাং-এর শিকার হয়ে ফেরেন সাজঘরে। ২০৩ রানের জুটি ভাঙলেও দ্রুত সামলে নেয় ‘মেন ইন ব্লু।’ ওয়াশিংটন সুন্দরকে সঙ্গে নিয়ে ফের একবার প্রতিরোধের পাহাড় গড়ে তোলেন শুভমান গিল। চলতি সিরিজের (IND vs ENG) আগে ইংল্যান্ডে তাঁর পরিসংখ্যান মোটেই আহামরি ছিলো না। কিন্তু এবার যে সঠিক প্রস্তুতি নিয়েই তিনি মাঠে নেমেছেন তা বারবার ব্যাট হাতে বুঝিয়ে দিচ্ছেন ভারত অধিনায়ক। লিডসের শতরানের পর আজও বড় ইনিংস খেলেন তিনি।
১২১তম ওভারে সিঙ্গল নিয়ে দ্বিশতক সম্পূর্ণ করেন শুভমান (Shubman GIll)। ওয়াশিংটন ৪২ করে আউট হওয়ার পরেও জারি ছিলো শুভমানের আগ্রাসন। গাওস্করকে টপকে ইংল্যান্ডের মাটিতে কোনো ভারতীয় ব্যাটারের খেলা সর্বোচ্চ রানের টেস্ট ইনিংসটির মালিক হন তিনি। প্রথম ভারত অধিনায়ক হিসেবে লাল বলের ফর্ম্যাটে ইংল্যান্ডের মাটিতে দ্বিশতক করার নজিরও গড়েন শুভমান। চা পানের বিরতির সময় অপরাজিত ছিলেন ২৬৫ রানে। ত্রিশতরানের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন অনুরাগীরা। কিন্তু ২৬৯ রানের মাথায় জশ টাং-এর বলে উইকেট হারান তিনি। ধরা পড়েন অলি পোপের (Ollie Pope) হাতে। ব্যাট হাতে বিশেষ সুবিধা করতে পারেন নি টেল-এন্ডাররা। আকাশ দীপ, সিরাজ’রা ফিরতেই যবনিকা পড়ে ভারতীয় ইনিংসে। গতকালের ৩১০-এর সাথে আজ আরও ২৭৭ যোগ করে থামে ‘মেন ইন ব্লু।’
বল হাতে নজর কাড়লেন আকাশ দীপ-

জসপ্রীত বুমরাহ’র বদলি হিসেবে আকাশ দীপ’কে (Akash Deep) সুযোগ দিয়েছেন কোচ গৌতম গম্ভীর। এজবাস্টনে নতুন বল হাতে নজর কাড়লেন তিনি। ইনিংসের একদম গোড়াতেই ইংল্যান্ডকে (IND vs ENG) জোড়া ধাক্কা দেন বাংলার পেসার। তৃতীয় ওভারের চতুর্থ ডেলিভারিটি অফস্টাম্পের খানিক বাইরে রেখেছিলেন আকাশ। আমন্ত্রণ এড়াতে পারেন নি বেন ডাকেট। ইংল্যান্ড ওপেনারের ব্যাট ছুঁয়ে বল জমা পড়ে ভারত অধিনায়ক শুভমান গিলের হাতে। তৃতীয় স্লিপে দুর্দান্ত ক্যাচ নেন তিনি। ঠিক পরের বলেই ছন্দে থাকা অলি পোপকেও আউট করেন আকাশ। আউটস্যুইং-এ বাজিমাত করেন তিনি। অষ্টম ওভারে আসে তৃতীয় সাফল্য। মহম্মদ সিরাজের (Mohammed Siraj) বলে করুণ নায়ারের হাতে ধরা পড়েন জ্যাক ক্রলি। ৩ উইকেট খুইয়ে বসা ইংল্যান্ডের হয়ে লড়ছেন রুট ও ব্রুক। আগামীকাল সকালে এই জুটি ভাঙাই লক্ষ্য হবে ভারতের।