ind-vs-eng-2nd-test-1st-day-report

IND vs ENG: লিডসের হার ভুলে সামনে তাকানোর চেষ্টায়। আজ ছক পালটে তারা মাঠে নেমেছে ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG)। জসপ্রীত বুমরাহ’কে যে এজবাস্টনে দেখা যাবে না তা আন্দাজ করাই গিয়েছিলো। একই সাথে বাদ পড়েছেন শার্দুল ঠাকুর ও সাই সুদর্শন’ও। প্রথম টেস্টে লোয়ার অর্ডারের ব্যাটিং ব্যর্থতা ভুগিয়েছিলো ভারতকে। সেই ভুল শুধরে ফেলতে মরিয়া কোচ গম্ভীর। তাই দুই অলরাউন্ডার-নীতিশ কুমার রেড্ডি ও ওয়াশিংটিন সুন্দরকে জায়গা করে দেওয়া হয়েছে একাদশে। বুমরাহ’র বদলি হিসেবে খেলছেন আকাশ দীপ। অধিনায়ক হিসেবে টেস্ট কেরিয়ারের শুরুটা টসে হেরে করেছিলেন শুভমান গিল (Shubman Gill)। দ্বিতীয় ম্যাচেও বদল এলো না ভাগ্যে। ফের একবার তাঁকেই প্রথম ব্যাটিং-এর আমন্ত্রণ জানান বেন স্টোকস। ওপেনিং জুটি বেশীদূর না এগোলেও যশস্বী ও শুভমানের ইনিংসে সামলে নিয়েছে ভারত। প্রথম দিনের শেষে তাদের স্কোরবোর্ড ৩১০/৫।

Read More: একাদশ নিয়ে চলছে ছেলেখেলা, টিম ইন্ডিয়ার টেস্ট ব্যর্থতার ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য !!

 ইংল্যান্ডের বিপক্ষে ফের ঝলমলে যশস্বী-

Yashasvi Jaiswal | IND vs ENG | Image: Getty Images
Yashasvi Jaiswal | IND vs ENG | Image: Getty Images

উইকেটের জন্য আজ সকালে বেশীক্ষণ অপেক্ষা করতে হয় নি ইংল্যান্ড’কে। নবম ওভারেই সাজঘরে ফেরেন কে এল রাহুল (KL Rahul)। লিডসের দ্বিতীয় ইনিংসে অসামান্য শতরান করেছিলেন তিনি। আজ ২৬ বল খেলে থামলেন মাত্র ২ রান করেই। ক্রিস ওকসের বাড়তি বাউন্সে পরাস্ত হন কর্ণাটকের ব্যাটার। বল তাঁর ব্যাটের নীচের দিকে লেগে সরাসরি আছড়ে পড়ে স্টাম্পে। ১৫ রানে প্রথম উইকেট হারিয়ে বসা ভারতকে লড়াইতে ফিরিয়েছিলেন করুণ নায়ার ও যশস্বী জয়সওয়াল। গত ম্যাচে ছয় নম্বরে নেমে বিশেষ সুবিধা করতে পারেন নি করুণ (Karun Nair)। এজবাস্টনে পছন্দের তিন নম্বরে সুযোগ দেওয়া হয়েছিলো তাঁকে। শুরুটা মন্দ করেন নি। বেশ কয়েকটি চমৎকার শট’ও মারেন। কিন্তু দুর্ভাগ্য পিছু ছাড়লো না করুণের। ৫০ বলে ৩১ রান করে থামতে হয় তাঁকে। ব্রাইডন কার্সের বলে ধরা পড়েন হ্যারি ব্রুকের হাতে।

গত বছর দেশের মাঠে ইংল্যান্ডকে নাস্তানাবুদ করেছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। পাঁচ টেস্টের সিরিজে দু’টি দ্বিশতক-সহ তাঁর ব্যাট থেকে এসেছিলো ৭১২ রান। বিদেশের মাঠেও স্টোকসবাহিনীর জন্য প্রায় দুঃস্বপ্নের সামিল হয়ে উঠেছেন ভারতীয় ওপেনার। লিডসে ১০১ রান করেছিলেন তিনি। এজবাস্টনেও অসামান্য ইনিংস খেললেন যশস্বী। দৃপ্ত পদক্ষেপেই এগোচ্ছিলেন তিন অঙ্কের মাইলস্টোনের দিকে। তাল কাটলো ৪৬তম ওভারে। বেন স্টোকসের (Ben Stokes) আপাত নির্বিষ একটি বলে কাট মারতে গিয়ে বিপদ ডেকে আনেন তিনি। ব্যাটের নীচের দিকে লেগে বল যখন জমা পড়ে উইকেটরক্ষক জেইমি স্মিথের দস্তানায় মুম্বইয়ের তরুণের নামের পাশে তখন ৮৭। এই নিয়ে ১২ ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে (IND vs ENG) তাঁর রান সংখ্যা দাঁড়ালো ৯০৪। গড় ৮২.১৮, স্ট্রাইক রেট প্রায় ৭৮। যশস্বীর ঝুলিতে রয়েছে ৩টি শতক ও, ৪টি অর্ধশতক।

সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন শুভমান-

Shubman Gill and Ravindra Jadeja | IND vs ENG | Image: Getty Images
Shubman Gill and Ravindra Jadeja | IND vs ENG | Image: Getty Images

চলতি সিরিজের (IND vs ENG) আগে ইংল্যান্ডের মাঠে শুভমান গিলের ব্যাটিং গড় ছিলো ১৪.৬৬। তিনটি টেস্ট খেলে মাত্র ৮৮ রান করতে পেরেছিলেন তিনি। ডিউক বলের স্যুইং সামলে আদৌ সাফল্য পাবেন নয়া ভারত অধিনায়ক? সন্দিহান ছিলেন বিশেষজ্ঞরা। ব্যাট হাতে তাঁদের রীতিমত ভুল প্রমাণ করে দিয়েছেন ফাজিলকার তরুণ। লিডসে দুর্দান্ত শতরান করেছিলেন তিনি। তাঁকে থামানো গেলো না এজবাস্টনেও। যশস্বী, ঋষভ পন্থ (২৫), নীতিশ রেড্ডি’রা (১) সাজঘরে ফিরলেও ক্রিজে অটল রইলেন শুভমান (Shubman Gill)। জুটি বাঁধেন জাদেজার সাথে। তৃতীয় সেশনে জো রুট’কে জোড়া বাউন্ডারি মেরে সম্পূর্ণ করেন কেরিয়ারের সপ্তম টেস্ট শতরান। হেলমেট খুলে তাঁর হুঙ্কার বুঝিয়ে দিচ্ছিলো ঠিক কতটা তৃপ্ত তিনি। দিনের শেষে ১১৪ করে অপরাজিত রয়েছেন ভারত অধিনায়ক। ৬৭ বলে ৪১ করে তাঁর সঙ্গী রবীন্দ্র জাদেজা। সাতে নেমে চমৎকার ব্যাটিং করেছেন তিনিও।

Also Read: IND vs ENG 2nd Test: বন্ধু’কে বঞ্চিত করলেন ‘ক্যাপ্টেন’ শুভমান, কথা রাখলেন না ‘কোচ’ গম্ভীরও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *