ind-vs-eng-2nd-t20i-indian-possible-xi

IND vs ENG: ইডেনে ধুন্ধুমার জয় দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের সূচনা করলো টিম ইন্ডিয়া (IND vs ENG)। গতকাল টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং-দের অসামান্য পারফর্ম্যান্সের সুবাদে মাত্র ১৩২ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড ব্যাটিং। একমাত্র জস বাটলার ছাড়া রান পান নি কেউই। স্বল্প রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে গোড়া থেকেই আক্রমণাত্মক ছিলো ‘মেন ইন ব্লু।’ আক্রমণের শুরুটা করেন সঞ্জু স্যামসন। পরে তাণ্ডব জারি রাখেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। তাঁর ৩৪ বলে ৭৯ রানের ইনিংসের সুবাদে মাত্র ১২.৫ ওভারের মধ্যেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। বড় ব্যবধানে জয়ের পরেই দলের ফোকাস সরে গিয়েছে পরের ম্যাচে। চেন্নাইয়ের চেপকে বাটলারবাহিনীকে বধ করতে কি ছক কষবেন কোচ? চলছে চর্চা।

Read More: গম্ভীরের কেরিয়ার বাঁচাতে পরম বন্ধু উপহার দিলেন মোক্ষম অস্ত্র, কুপোকাত বিপক্ষ দল !!

ব্যাটিং অর্ডারে বদল নেই ভারতের-

Abhishek Sharma | IND vs ENG | Image: Getty Images
Abhishek Sharma | IND vs ENG | Image: Getty Images

বিশেষজ্ঞদের মতে ব্যাটিং অর্ডারে কোনো বদলের পথে আপাতত হাঁটবে না টিম ম্যানেজমেন্ট। ইডেনের মতই চেপকেও ওপেন করতে নামবেন সঞ্জু স্যামসন (Sanju Samson) ও অভিষেক শর্মা (Abhishek Sharma)। কেরলের উইকেটরক্ষক-ব্যাটার গত ম্যাচে শুরুটা ভালো করলেও ইনিংস দীর্ঘায়িত করতে পারেন নি। দ্বিতীয় ম্যাচে (IND vs ENG) চাইবেন বড় ইনিংস খেলতে। আগুনে ছন্দ ধরে রাখার লক্ষ্যে মাঠে নামবেন বাম হাতি অভিষেক। তাঁকে আটকানোর পরিকল্পনা সাজাতে গিয়ে প্রতিপক্ষ কোচ ব্রেন্ডন ম্যাকালামকে যে বেশ কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে তা বলাই বাহুল্য। তিন নম্বরে দেখা যেতে সূর্যকুমার যাদবকে। কলকাতায় খাতায় খুলতে পারেন নি তিনি। অফ ফর্ম দ্রুত কাটিয়ে ওঠার মরিয়া চেষ্টায় থাকবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

চারে নামতে পারেন তিলক বর্মা (Tilak Varma)। হায়দ্রাবাদের তরুণ’ও রয়েছে বিধ্বংসী ফর্মে। সুযোগ পেলে লম্বা ইনিংস খেলতে পারেন তিনিও। পাঁচ নম্বরে ব্যাট হাতে দেখা যেতে পারে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। লোয়ার অর্ডারে ঝোড়ো ইনিংস খেলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন তিনি। এছাড়াও পাওয়ার প্লে’র সময় নতুন বল হাতে বোলিং করতেও নিঃসন্দেহে দেখা যাবে তাঁকে। ছয় নম্বরে ফিনিশার হিসেবে থাকছেন রিঙ্কু সিং। অস্ট্রেলিয়া সফরে চমৎকার পারফর্ম করেছেন নীতিশ কুমার রেড্ডি। তার পুরষ্কার পাচ্ছেন বিশাখাপত্তনমের তরুণ অলরাউন্ডার। ইডেনের একাদশে থাকলেও ব্যাটিং বা বোলিং-এর সুযোগ পান নি। চেপকে ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) এক্স-ফ্যাক্টর হতে পারেন তিনি। সাত নম্বরে ব্যাটিং-এর পাশাপাশি প্রয়োজনে বাড়তি পেস বিকল্প’ও হতে পারেন তিনি।

অবশেষে ফিরছেন শামি, বাইরে বিষ্ণোই-

Mohammed Shami | Image: Getty Images
Mohammed Shami | Image: Getty Images

মহম্মদ শামির (Mohammed Shami) প্রত্যাবর্তনের দিকে তাকিয়ে ভারতের ক্রিকেটজনতা। ইডেনে ‘ঘরের মাঠে’ খেলার সুযোগ পান নি তিনি। ছিলেন রিজার্ভ বেঞ্চে। এখনও পর্যন্ত নতুন করে শামির চোট-আঘাতের কোনো খবর সামনে আসে নি। সবকিছু ঠিক থাকলে চেন্নাইতে প্রত্যাবর্তন ঘটাতে পারেন তিনি। দ্বিতীয় বিশেষজ্ঞ পেসার হিসেবে থাকছেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। আপাতত তাঁর উইকেটসংখ্যা ৯৭। চেপকে তিন উইকেট নিলে প্রথম ভারতীয় হিসেবে ১০০ আন্তর্জাতিক টি-২০ উইকেটের মালিক হতে পারেন বাম হাতি পেসার। এম এ চিদাম্বরম স্টেডিয়ামে সাধারণত স্পিন সহায়ক উইকেট দেখা যায়। তা সত্ত্বেও শামিকে সুযোগ করে দিতে ইডেনে উইকেটশূন্য থাকা রবি বিষ্ণোইকে ছেঁটে ফেলতে পারে ভারত। স্পিন বিভাগের ভার সামলাতে পারেন অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী। প্রয়োজনে ব্যবহার করা হতে পারে রিঙ্কু বা তিলককেও।

ভারতের সম্ভাব্য একাদশ-

অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং।

Also Read: IND vs ENG: “ধারাবাহিক ভাবে প্রদর্শন…” ইংল্যান্ডকে প্রথম T20 ম্যাচে হারিয়ে খুশি ক্যাপ্টেন স্কাই, করলেন এই মন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *