IND vs ENG: কটকের বারবাটি স্টেডিয়ামে একদিনের ম্যাচে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড (IND vs ENG)। জমজমাট লড়াইতে টস ভাগ্য সুপ্রসন্ন হয়েছে সফরকারী দলেরই। প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছে তারা। ০-১ পিছিয়ে থাকা ইংল্যান্ডের জন্য আজকের ম্যাচ কার্যত ‘ডু অর ডাই।’ হারলে হাতছাড়া হবে সিরিজ। সেই কারণেই শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে দেখা গেলো তাদের। সল্ট ও ডাকেটের (Ben Duckett) ওপেনিং জুটিতেই মিলেছিলো বড় রানের ইঙ্গিত। স্পিন অস্ত্রে ভারত প্রাথমিক আঘাত হানে প্রথম পাওয়ার প্লে শেষ হওয়ার পর। লম্বা সময় পর পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে সাবলীল লাগলো জো রুটকে (Joe Root)। অর্ধশতক করে নজর কাড়লেন তারকা ক্রিকেটার। মাঝের ওভারগুলোয় স্কোরবোর্ড সচল রাখলেন তিনিই। শেষ লগ্নে লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদদের ধুন্ধুমার ব্যাটিং-এ ৩০০ পেরোলো ইংল্যান্ড। শেষমেশ ৪৯.৫ ওভারে ৩০৪ রান করে থামে তারা।
Read More: IND vs ENG 2nd ODI: “মাথা খারাপ নাকি?…” হর্ষিতের কাণ্ডে ক্ষুব্ধ রোহিত শর্মা, প্রকাশ্যেই ধমকালেন তরুণ সতীর্থকে !!
সফল ওপেনিং জুটি, রান পেলেন রুট-
![IND vs ENG 2nd ODI: চমৎকার অর্ধশতক রুট ও ডাকেটের, কটকে প্রথমে ব্যাট করে ৩০৪ তুললো ইংল্যান্ড !! 2 Ben Duckett | IND vs ENG | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2025/02/Duckett.png)
মহম্মদ শামি ও হর্ষিত রাণা’কে আজ একাদশে রেখেছিলেন কোচ গম্ভীর। তৃতীয় পেস বিকল্প হিসেবে জায়গা দেওয়া হয়েছিলো হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। নতুন বলের ফায়দা তুলতে ব্যর্থ তাঁরা। ফিল সল্ট ও বেন ডাকেটের জুটির বিরুদ্ধে বেশ অসহায়ই দেখালো তাঁদের তিনজনকেই। গত ম্যাচে ঝোড়ো সূচনা করেছিলেন সল্ট। আজ সেই দায়িত্ব কাঁধে তুলে নেন বাম হাতি ডাকেট (Ben Duckett)। প্রথম দশ ওভারেই ৭৫ রান তুলে ফেলেছিলো ইংল্যান্ড। শেষমেশ সাফল্যের স্বাদ এনে দেয় স্পিন আক্রমণ। একাদশতম ওভারে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দিয়ে আউট হন ফিল সল্ট। প্রাক্তন কেকেআর সতীর্থকে আউট করে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নিজের খাতা খুললেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। ঝোড়ো অর্ধশতকের পর বেশীক্ষণ ক্রিজে থাকতে পারেন নি ডাকেটও। ৫৬ বলে ৬৫ করে জাদেজার শিকার হন তিনি। ধরা পড়েন হার্দিক পান্ডিয়ার হাতে।
২০১৯-এর বিশ্বকাপের পর একদিনের ক্রিকেটে জো রুটের (Joe Root) পারফর্ম্যান্সের গ্রাফ ক্রমেই নীচের দিকে নেমেছে। ব্যাটিং গড় নেমে গিয়েছে ৫০-এর নীচে। মাঝেমধ্যেই পঞ্চাশ ওভারের ফর্ম্যাট থেকে বিরতিও নিয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে ভারতের বিরুদ্ধে ফেরানো হয়েছে তাঁকে। গত বৃহস্পতিবার নাগপুরে রান না পেলেও আজ আশা জাগালেন তিনি। ঠাণ্ডা মাথায় স্পিন সামলালেন। হ্যারি ব্রুক ৩১ রান করে আউট হওয়ার পরেও জুটি গড়লেন জস বাটলারের (Jos Buttler) সাথে। আজকের ম্যাচে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহ রুট’ই। ৭২ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৬৯ রান করেন তিনি। জাদেজাকে (Ravindra Jadeja) কভারের উপর দিয়ে চিপ করতে গিয়ে ধরা পড়েন কোহলির হাতে। ছন্দেই রয়েছেন জস বাটলার। টি-২০ সিরিজে চমৎকার খেলেছিলেন। আজও কার্যকরী ৩৪ রান আসে তাঁর ব্যাট থেকে।
ক্যামিও লিভিংস্টোনের, ঝড় তুললেন আদিল-
![IND vs ENG 2nd ODI: চমৎকার অর্ধশতক রুট ও ডাকেটের, কটকে প্রথমে ব্যাট করে ৩০৪ তুললো ইংল্যান্ড !! 3 Liam Livingstone | IND vs ENG | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2025/02/Livingstone.png)
বাটলার ও রুট আউট হওয়ার পর ছোটোখাটো ধস নেমেছিলো ইংল্যান্ড ব্যাটিং-এ। জেমি ওভারটন, গাস অ্যাটকিনসনরা দশের গণ্ডীও পেরোতে পারেন নি। কিন্তু তারা ঘুরে দাঁড়ায় লিয়াম লিভিংস্টোনের (Liam Livingstone) ব্যাটে। শেষ ওভারে রান-আউট হওয়ার আগে ৩২ বলে ৪১ রানের চমৎকার ক্যামিও খেলেন তিনি। ঝড় তুলেছিলেন আদিল রশিদ’ও। মাত্র ৫ বলে ১৪ রান করেন তারকা লেগ স্পিনার। শেষমেশ যদিও রান-আউট হন তিনিও। আজও নির্ধারিত ৫০ ওভার খেলতে পারলো না ইংল্যান্ড। এক বল বাকি থাকতেই গুটিয়ে যায় তারা। সিরিজের (IND vs ENG) দ্বিতীয় ম্যাচে জাদেজা ৩টি উইকেট পেয়েছেন। একটি করে সাফল্য শামি, হার্দিক, হর্ষিত, বরুণদের। কটকের কৃষ্ণমৃত্তিকার উইকেটে বলে পড়ে খানিক মন্থর হতে পারে। রোহিত-কোহলিদের ফর্মের যে দশা তাতে ৩০৫ তাড়া করা বিশেষ সহজ হবে না বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।