IND vs ENG: টেস্টে ভারতের সাম্প্রতিক ফর্ম হতাশাজনক হলেও টি-২০তে আগুনে ছন্দে রয়েছে তারা। ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের (IND vs ENG) মাঠে সেই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য নিয়েই নামছে সূর্যকুমার যাদবের দল। আজ অর্থাৎ ২২ তারিখ কলকাতার ইডেন গার্ডেন্সে রয়েছে প্রথম ম্যাচটি। কুড়ি-বিশের দ্বিতীয় দ্বৈরথ আগামী ২৫ তারিখ চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। তৃতীয় ম্যাচটি রয়েছে ২৮ তারিখ সৌরাষ্ট্রের রাজকোটে। চার নম্বর ম্যাচটি ৩১ তারিখ আয়োজিত হতে চলেছে পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (MCA) স্টেডিয়ামে। সিরিজের শেষ ম্যাচটি রয়েছে ২ তারিখ। ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামকে। এই টি-২০ সিরিজের জন্য দল নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে নির্বাচকদের। চ্যাম্পিয়ন্স ট্রফি, চোট-আঘাত, ওয়ার্কলোডের কারণে বাদ দিতে হয়েছে বেশ কয়েকজন তারকাকে।
Read More: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নির্বাসিত তারকা স্পিনার, ঘোর সঙ্কটে দল !!
টি-২০তে নেই রিয়ান-শুভমান-
আপাতত টিম ইন্ডিয়ার (Team India) মূল ফোকাসে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। আইসিসি’র মেগা টুর্নামেন্টের কথা মাথায় রেখে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ (IND vs ENG) থেকে বাদ দেওয়া হয়েছে শুভমান গিলকে (Shubman Gill)। সম্প্রতি অস্ট্রেলিয়ার মাঠে বর্ডার-গাওস্কর ট্রফিতে হতাশাজনক পারফর্ম্যান্স করেছেন তিনি। ৩ টেস্টে তাঁর ব্যাট থেকে ১৮.৬৬ গড়ে এসেছে মাত্র ৯৩ রান। একবারও অর্ধশতকের গণ্ডী পেরোতে পারেন নি তিনি। অফ ফর্মের অন্ধকার দূর করতে তাঁকে আন্তর্জাতিক টি-২০’র বদলে ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছে বিসিসিআই। ২৩ তারিখ থেকে চিন্নাস্বামীতে কর্ণাটকের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে পাঞ্জাবের প্রতিনিধিত্ব করতে চলেছেন শুভমান (Shubman Gill)। জাতীয় দলের নীল জার্সিতে ফিরবেন ইংল্যান্ডের বিরুদ্ধেই একদিনের ম্যাচে।
শুভমানের মতই টি-২০ সিরিজ (IND vs ENG) থেকে বাদ পড়েছেন রিয়ান পরাগ (Riyan Parag)। অসমের তরুণ অলরাউন্ডারের না থাকা যদিও প্রশ্ন জাগিয়েছে ক্রিকেটজনতার মনে। গত বছর জিম্বাবুয়ের বিরুদ্ধে (IND vs ZIM) আন্তর্জাতিক অভিষেক হয় তাঁর। দ্রুত কোচ গম্ভীরের (Gautam Gambhir) অত্যন্ত পছন্দের ক্রিকেটার হয়ে উঠেছিলেন তিনি। টি-২০’র পর শ্রীলঙ্কার মাঠে রিয়ানকে (Riyan Parag) ওডিআইতেও সুযোগ দেওয়া হয়। ঘরের মাঠে এরপর বাংলাদেশের বিরুদ্ধেও খেলেছেন তিনি। আচমকা ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) কেন বাদ পড়লেন তিনি, তা নিয়ে এখনও নিশ্চিত নন বিশেষজ্ঞরা। এছাড়াও গত কয়েকটি টি-২০ সিরিজে নিয়মিত সুযোগ পাওয়া আবেশ খান, মুকেশ কুমার বা খলিল আহমেদের মত তারকাও নেই ইংল্যান্ডের বিপক্ষে (IND vs ENG)। প্রত্যেকেই অবশ্য খেলবেন ঘরোয়া ক্রিকেট।
বাদ সিরাজ, বিশ্রামে বুমরাহ, ফিরছেন শামি-
হায়দ্রাবাদের মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) ছেঁটে ফেলেছে বিসিসিআই। টি-২০ ও ওডিআই দুই ফর্ম্যাটেই অনুপস্থিত তিনি। জস বাটলারদের (Jos Buttler) বিরুদ্ধে কুড়ি-বিশের ক্রিকেট খেলতে দেখা যাবে না জসপ্রীত বুমরাহকেও (Jasprit Bumrah) । অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন পিঠের পেশীতে টান ধরেছিলো তাঁর। সেই থেকে মাঠের বাইরেই রয়েছেন তিনি। বিসিসিআই সূত্রে খবর যে এখনও সম্পূর্ণ সুস্থ নন দেশের এক নম্বর পেস তারকা। তাই কোনো ঝুঁকি না নিয়ে তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। কেবল টি-২০ নয়, একদিনের সিরিজেও মাঠে দেখা যাবে না বুমরাহকে। তিনি সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) ফিরতে পারেন বোলিং রান-আপে। বুমরাহ বা সিরাজ না থাকলেও মহম্মদ শামিকে (Mohammed Shami) পাচ্ছে ভারত। গোড়ালির চোট সারিয়ে দীর্ঘ সময় পর তিনি ফিরছেন মাঠে।
IND vs ENG সিরিজের স্কোয়াড-
সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), হর্ষিত রাণা, আর্শদীপ সিং, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুড়েল (উইকেটরক্ষক)