ind-vs-eng-2025-5th-test-day-3-report

IND vs ENG: রুদ্ধশ্বাস পরিণতির দিকে এগোচ্ছে ওভাল টেস্ট (IND vs ENG)। গতকাল দিনের শেষে ২ উইকেটের বিনিময়ে টিম ইন্ডিয়ার স্কোর ছিলো ৭৫ রান। ক্রিজে ছিলেন যশস্বী জয়সওয়াল ও আকাশ দীপ। আজ সকালে সেই জুটি ভাঙতে রীতিমত কালঘাম ছুটলো ইংল্যান্ডের। অপ্রত্যাশিত অর্ধশতক করে ভারতকে শক্ত ভিতের উপর দাঁড় করার আকাশ দীপ। সিরিজের শুরুটা শতরান দিয়ে করেছিলেন যশস্বী (Yashasvi Jaiswal)। শেষটাও করলেন শতক দিয়েই। অধিনায়ক শুভমান রান পান নি। ব্যর্থ করুণ’ও। কিন্তু লোয়ার অর্ডারে জ্বলে উঠতে দেখা গেলো জাদেজা, ওয়াশিংটনদের। তাঁদের সৌজন্যেই ৩৯৬তে পৌঁছায় ‘মেন ইন ব্লু।’ চতুর্থ ইনিংসে রুটদের (Joe Root) জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৭৪ রানের। কৃষ্ণা, আকাশ দীপদের বিরুদ্ধে দারুণ প্রতিরোধ গড়ে তুলেছিলেন দুই ওপেনার। তবে দিনের একদম শেষ ডেলিভারিতে ক্রলিকে আউট করে ভারতকে লড়াইতে ফেরালেন সিরাজ।

Read More: এশিয়া কাপ থেকে বাদ পড়লেন জসপ্রীত বুমরাহ, সামনে এলো বিস্ফোরক তথ্য !!

দুর্দান্ত প্রতিরোধ আকাশ-যশস্বীর-

Yashasvi Jaiswal and Akash Deep | IND vs ENG | Image: Getty Images
Yashasvi Jaiswal and Akash Deep | IND vs ENG | Image: Getty Images

গতকাল যখন আউট হন সাই সুদর্শন, খেলা শেষ হতে তখন মিনিটকয়েক বাকি। অধিনায়ক শুভমান নিজে ব্যাট করতে না নেমে চার নম্বরে পাঠিয়েছিলেন আকাশ দীপ’কে (Akash Deep)। লর্ডসে নাইটওয়াচম্যান হিসেবে সাফল্য পান নি বাংলার তারকা। স্টোকসের বলে বোল্ড হয়ে বিপদ বাড়িয়েছিলেন ভারতের। ওভালে সেই ভুল আর করেন নি তিনি। ২ বলে ৪ করে অপরাজিত ছিলেন গতকাল। আজ সকালেও ভরসা যোগান ব্যাট হাতে। অ্যাটকিনসন, ওভারটনদের বিরুদ্ধে বেশ সপ্রতিভ দেখাচ্ছিলো তাঁকে। অন-ড্রাইভ, কাট, এমনকি হুকের মত শট’ও খেলেন তিনি। ব্রিসবেনে ৩২ রানের কার্যকরী ইনিংস খেলে ফলো-অন বাঁচিয়েছিলেন। আজ ওভালে তাঁর ব্যাট থেকে এলো অসাধারণ অর্ধশতক। শেষমেশ ৬৬ রান করে থামেন তিনি। ওভারটনের বলের বাড়তি বাউন্সে পরাস্ত হন আকাশ।

লাঞ্চের বিরতির ঠিক আগে তৃতীয় উইকেট খুইয়েছিলো টিম ইন্ডিয়া। মাঠে নামেন শুভমান (Shubman Gill)। একঝাঁক রেকর্ড গড়ার সুযোগ ছিলো তাঁর সামনে। কিন্তু সিরিজের শেষ ইনিংসে হতাশই করলেন তিনি। দ্বিতীয় সেশনের শুরুতে ১১ করে লেগ বিফোর হন ভারত অধিনায়ক। ৭৫.৪০ গড়ে ৭৫৪ রান করে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে (IND vs ENG) ইতি টানলেন বছর ২৫-এর তরুণ। ছয়ে নেমে আরও একবার ব্যর্থ করুণ নায়ার। ১৭ করে ক্যাচ দিয়ে বসেন উইকেটরক্ষক জেইমি স্মিথের হাতে। অপরপ্রান্তে উইকেট পড়লেও দুরন্ত ছন্দে ব্যাটিং করছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ম্যাঞ্চেস্টারে দ্বিতীয় ইনিংসে শূন্য করেছিলেন তিনি। ওভালেও প্রথম ইনিংসে ফিরেছিলেন ২ করে। অন্ধকার আজ কাটিয়ে উঠলেন তিনি। ১১৮ রানের ঝলমলে ইনিংস খেলে ভারতকে দিশা দেখালেন মুম্বইয়ের তরুণ তুর্কি। আটে নেমেছিলেন ধ্রুব জুরেল। ৩৪ রান স্কোরবোর্ডে যোগ করেন তিনিও।

রবিবার ৯ উইকেট চাই ভারতের-

Washington Sundar | IND vs ENG | Image: Getty Images
Washington Sundar | IND vs ENG | Image: Getty Images

ওভালে আরও একবার বড় ভূমিকা নিলো ভারতের লোয়ার অর্ডার। ৫৩ করেন রবীন্দ্র জাদেজা। ধুন্ধুমার ইনিংস ওয়াশিংটনেরও (Washington Sundar)। ৪ টি বাউন্ডারি ও ৪টি ছক্কার সাহায্যে ৪৬ বলে ৫৩ রানের ইনিংস খেলেন তিনি। দুই অলরাউন্ডারের অর্ধশতক ৩৭৩ রানের লিড এনে দিয়েছিলো টিম ইন্ডিয়াকে। রান তাড়া করতে নেমে বেন ডাকেট খানিক আক্রমণের পথে হাঁটলেও রক্ষণেই আস্থা রেখেছিলেন জ্যাক ক্রলি। আজ কোনো উইকেট না হারিয়েই সাজঘরে ফেরার লক্ষ্য ছিলো তাঁদের। কিন্তু বাধ সাধলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। দিনের শেষ ডেলিভারিতে তিনি ছিটকে দেন ক্রলির অফস্টাম্প। শর্ট বলের অপেক্ষায় ছিলেন দীর্ঘদেহী ডান হাতি। দুরন্ত ইয়র্কারে বাজিমাত করে যান হায়দ্রাবাদের পেসার। আপাতত ইংল্যান্ডের স্কোরবোর্ড বলছে ৫০/১। জয়ের জন্য ভারতের চাই ৯ উইকেট, আর ইংল্যান্ডের ৩২৪ রান। কোন দিকে ঝুঁকবে দাঁড়িপাল্লা? সম্ভবত জানা যাবে রবিবারই।

Also Read: IND vs ENG 5th Test: “শেষটা ভালো হলো না…” সাজঘরে শুভমান, অধিনায়কের পারফর্ম্যান্সের হতাশ নেটদুনিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *