IND vs ENG: মর্ণিং শোজ দ্য ডে, অর্থাৎ কিনা দিনের শুরুটা দেখে গোটা দিনটা কেমন যাবে তা আন্দাজ করা যায়। বহুল ব্যবহৃত এই প্রবাদবাক্যটি ক্রিকেটের ক্ষেত্রে সবসময় যে খাটে না তা ফের একবার প্রমাণিত হলো আজ। প্রথম দিনের শেষে ওভালে (IND vs ENG) ভারতের স্কোরবোর্ডে ছিলো ৬ উইকেটের বিনিময়ে ২০৪ রান। লড়ছিলেন করুণ নায়ার ও ওয়াশিংটন সুন্দর। দ্বিতীয় দিনের শুরুটা মোটেই ভালো হয় নি তাদের। ২২৪-এই গুটিয়ে যায় ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড যে গতিতে শুরু করেছিলো তাতে মনে হচ্ছিলো ৫০০ বা ৬০০ উঠলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। কিন্তু ম্যাচের মোড় ঘোরে লাঞ্চের পরেই। ছন্দে ফেরেন প্রসিদ্ধ-সিরাজরা। বিনা উইকেটে ৯২ তুলে ফেলা ইংল্যান্ড গুটিয়ে যায় ২৪৭ রানের মধ্যে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতের স্কোর আপাতত ৭৫/২।
Read More: ভারত-ইংল্যান্ড ম্যাচ পাক জার্সি পরায় ঘাড়ধাক্কা সমর্থককে? সামনে এলো প্রকৃত তথ্য !!
ভরসা যোগালো ভারতীয় বোলিং-

ঝড়ের গতিতে ইনিংস শুরু করেছিলেন ইংল্যান্ডের দুই ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলি (Zak Crawley)। কাট, পুল বা ড্রাইভের পাশাপাশি রিভার্স স্কুপের মত শট’ও অস্ত্রাগার থেকে বের করতে দেখা গেলো তাঁদের। একটা সময় ওভার প্রতি রান-রেট পেরিয়ে গিয়েছিলো ৭-এর গণ্ডী। কোথায় গিয়ে থামবে ইংল্যান্ড? রীতিমত আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন ভারতীয় সমর্থকেরা। শেষমেশ তাঁদের মুখে হাসি ফোটে ১৩তম ওভারে। আকাশ দীপের (Akash Deep) বলে রিভার্স স্কুপ মারতে গিয়েই ভুল করে বসেন ডাকেট। স্টাম্পের পিছনে তাঁর ক্যাচ দস্তানাবন্দী করতে কোনো ভুল করেন নি ধ্রুব জুরেল। ৩৮ বলে ৪৩ করে আউট হন তিনি। দ্বিতীয় সেশনে বদলে যায় ম্যাচের গতিপথ। ৬৪ রানের মাথায় জ্যাক ক্রলি’কে আউট করেন প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna)। অধিনায়ক পোপ’কে ফেরান মহম্মদ সিরাজ। ২২ করেন তিনি।
এজবাস্টনে খেলেন নি জসপ্রীত বুমরাহ। তাঁর অনুপস্থিতি বুঝতে দেন নি মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও আকাশ দীপ। আজও জ্বলে উঠতে দেখা গেলো সিরাজকে। পোপের পাশাপাশি জো রুট (১৯) ও জেকব বেথেলের (৬) উইকেটও তুলে নেন তিনি। একা কুম্ভ হয়ে লড়াই চালাচ্ছিলেন হ্যারি ব্রুক। ৫৩ রানের মাথায় সিরাজের শিকার হন তিনিও। পাঁচ উইকেট নেবেন সিরাজ, ম্যাচের আগে জানিয়েছিলেন ডেল স্টেইন। প্রোটিয়া কিংবদন্তির ভবিষ্যদ্বাণী সত্যি হলো না ঠিকই, কিন্তু ৮৬ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে দক্ষতার প্রমাণ নিঃসন্দেহে দিলেন হায়দ্রাবাদের পেসার। জ্বলে ওঠেন প্রসিদ্ধ কৃষ্ণাও (Prasidh Krishna)। জেইমি স্মিথ, জেইমি ওভারটন, গাস অ্যাটকিনসনদের আউট করনে তিনি। ৬২ রানের বিনিময়ে তাঁর নামের পাশেও ৪ উইকেট। ওকস ব্যাটিং করতে না পারায় ২৪৭-এই যবনিকা পড়ে ইংল্যান্ড ইনিংসে।
যশস্বীর ব্যাটে স্বপ্ন দেখছে টিম ইন্ডিয়া-

২৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়া (IND vs ENG)। বাইশ গজে ঝড় তোলেন যশস্বী জয়সওয়াল। দ্রুত প্রতিপক্ষের সাথে ব্যবধান মুছে ফেলেন তিনি। যশস্বী যখন আক্রমণাত্মক ব্যাটিং করছেন, তখন অপরপ্রান্তে উইকেট আঁকড়ে ব্যাটিং-এর চেষ্টায় ছিলেন কে এল রাহুল। কিন্তু দশম ওভারে ভুল করে বসেন তিনি। জশ টাং-এর বল তাঁর ব্যাটের কোণ ছুঁয়ে প্রথম স্লিপে জমা পড়ে জো রুটের হাতে। তিন নম্বরে নেমে ফের একবার ব্যর্থ সাই সুদর্শন। ২৯ বল খেলে ১১ করে লেগ বিফোর হন গাস অ্যাটকিনসনের বলে। শেষবেলায় নাইটওয়াচম্যান হিসেবে নামানো হয়েছিলো আকাশ দীপ’কে। দিনের শেষে ২ বলে ৪ করে অপরাজিত রয়েছেন তিনি। ইতিমধ্যেই অর্ধশতক পেরিয়েছেন যশস্বীও। অপরাজিত রয়েছেন ৪৯ বলে ৫১ করে। ৫২ রানে এগিয়ে থেকে মাঠ ছেড়েছে ‘মেন ইন ব্লু।’