ind-vs-eng-2025-5th-test-day-1-report

IND vs ENG: চলতি সিরিজের প্রথম চারটি টেস্টে টসের মুদ্রা পড়েছিলো টিম ইন্ডিয়ার বিপক্ষে। পঞ্চম টেস্টেও দেখা গেলো সেই একই দৃশ্য। আন্তর্জাতিক ক্রিকেটে এই নিয়ে টানা ১৫টি টস হারলো ‘মেন ইন ব্লু।’ লন্ডনের আকাশ আজ সকাল থেকেই ছিলো মেঘাচ্ছন্ন। বৃষ্টিও হচ্ছিলো মাঝেমধ্যেই। ফলে টস জয়ের পর বোলিং বেছে নিতে এক মুহূর্তও দেরী করেন নি পোপ (Ollie Pope)। স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় নতুন বলের ফায়দা তুলতেও দেরী করেন নি তাঁর দলের পেসাররা। যশস্বী, রাহুল, শুভমান-বড় রান পান নি কেউই। তৃতীয় সেশনে আরও তিনটি উইকেট হারায় ভারত। ফেরেন সাই সুদর্শন, ধ্রুব জুরেল ও জাদেজা। এরপর ইনিংসের হাল ধরেন করুণ নায়ার ও ওয়াশিংটন সুন্দর। তাঁদের জুটির সৌজন্যে ৬ উইকেটের বিনিময়ে ২০৪ তুলে আজকের মত খেলায় ইতি টানলো ‘মেন ইন ব্লু।’

Read More: বৈভব‌-অর্জুনের অভিষেক, ২১ তারিখ থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজের জন্য প্রকাশ্যে ভারতীয় দল !!

বিধ্বস্ত টিম ইন্ডিয়ার টপ-অর্ডার-

Sai Sudharsan | IND vs ENG | Image: Getty Images
Sai Sudharsan | IND vs ENG | Image: Getty Images

চারজন প্রথম সারির বোলারকে ছাড়াই ওভালে নেমেছে ইংল্যান্ড। খেলছেন না স্টোকস, আর্চার, কার্স ও ডসন। কিন্তু তা সত্ত্বেও চতুর্থ ওভারের প্রথম বলেই গাস অ্যাটকিনসনের শিকার হন যশস্বী জয়সওয়াল। ওল্ড ট্র্যাফোর্ডে (IND vs ENG) দ্বিতীয় ইনিংসে খাতা খুলতে পারেন নি মুম্বইয়ের বাম হাতি। আজ ৯ বল খেলে করলেন ২। তাঁর অফ ফর্ম চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে। সাজঘরে ফেরার পর তরুণ ওপেনারের সাথে বেশ কিছুক্ষণ কথা বলেন কোচ গৌতম গম্ভীর। ‘ল অফ অ্যাভারেজের’ শিকার হলেন কে এল রাহুল’ও (KL Rahul)। ১৪ করে আজ থামতে হলো কর্ণাটকের ব্যাটারকে। ক্রিস ওকসের বল ছিটকে দেয় তাঁর স্টাম্প। দৃপ্ত ছন্দেই এগোচ্ছিলেন শুভমান গিল। কিন্তু দুর্ভাগ্য তাড়া করলো তাঁকে। রান-আউট হয়ে মাঠ ছাড়তে হয় ভারত অধিনায়ক’কে। ২১ করে আজ থামলেন তিনি।

বড় রান না পেলেও নয়া রেকর্ড গড়ে ফেললেন শুভমান। গত ম্যাচের শেষে চলতি সিরিজে তাঁর নামের পাশে ছিলো ৭২২ রান। আজকের ২১ রানের পর তিনি পৌঁছলেন ৭৪৩-এ। ভারতীয় অধিনায়ক হিসেবে কোনো টেস্ট সিরিজে (IND vs ENG) সর্বোচ্চ রানের নজির গড়ে ফেললেন পাঞ্জাবের তরুণ। পিছনে ফেললেন সুনীল গাওস্করকে। তিন নম্বরে আজ ব্যাট করতে নেমেছিলেন সাই সুদর্শন। এক প্রান্ত আঁকড়ে রেখে ব্যাটিং করে চলেছিলেন তিনি। কিন্তু তৃতীয় সেশনের গোড়াতে ভুল করে বসেন বাম হাতি ব্যাটার। তাঁর ব্যাট ছুঁয়ে বল জমা পড়ে জেইমি স্মিথের দস্তানায়। ১০৮ বলে ৩৮ করে আউট হন তিনি। রান পান নি রবীন্দ্র জাদেজা। ৯ করেন তিনি। পন্থের বিকল্প হিসেবে নামা ধ্রুব জুরেলও ব্যর্থ ব্যাট হাতে। ১৯ করেই ফিরতে হয় তাঁকে। যথাক্রমে জশ টাং ও গাস অ্যাটকিনসন আউট করেন দু’জনকে।

ভরসার মুখ করুণ ও ওয়াশিংটন-

Karun Nair | IND vs ENG | Image: Getty Images
Karun Nair | IND vs ENG | Image: Getty Images

ঋষভ পন্থ ছিটকে যাওয়ায় ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে যে শূন্যতা তৈরি হয়েছিলো তা পূরণ করতে করুণ নায়ারকে ফের সুযোগ দেওয়া হয়েছে ওভালে। আজ দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় দলকে ভরসা যোগালেন তিনিই। কখনও সাই, কখনও জুরেল আবার কখনও ওয়াশিংটনকে সাথে নিয়ে সচল রাখেন স্কোরবোর্ড। দিনের শেষে তিনি অপরাজিত রয়েছেন ৫২ রান করে। প্রতিপক্ষকে বিশেষ সুযোগ দেন নি তিনি। একটি লেগ বিফোরের আবেদন তাঁর বিরুদ্ধে করেছিলো ইংল্যান্ড। কিন্তু তা নাকচ করেন আম্পায়ার কুমার ধর্মসেনা। অপর প্রান্তে রয়েছেন ওয়াশিংটন সুন্দর। তাঁর ঝুলিতে ১৯ রান। ওল্ড ট্র্যাফোর্ডের শতকের পর চাইবেন ওভালে আরও একটি কার্যকরী ইনিংস খেলতে। আগামীকাল করুণ ও ওয়াশিংটনের লক্ষ্য থাকবে ভারতকে অন্তত ৩০০ অবধি পৌঁছে দেওয়ার।

Also Read: IND vs ENG: পঞ্চম টেস্টেও পেলেন না সুযোগ, ট্যুরিস্ট হয়েই ইংল্যান্ড সফর কাটলো এই তিন ক্রিকেটারের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *