ind-vs-eng-2025-5th-t20i-match-preview

IND vs ENG: ২-০ এগিয়ে যাওয়ার পর রাজকোটের হার সাময়িক চিন্তা বাড়িয়েছিলো টিম ইন্ডিয়ার। পুনেতে কোনো অঘটন ঘটলে সমস্যা বাড়তে পারত সূর্যকুমার যাদবদের জন্য। কিন্তু শেষমেশ তেমন কিছু ঘটে নি। ১৫ রানের ব্যবধানে চতুর্থ টি-২০  জিতে সিরিজ ইতিমধ্যেই হাতের মুঠোয় ধরেছে ‘মেন ইন ব্লু।’ খাতায়-কলমে রবিবারের ম্যাচটি তাই হয়ে দাঁড়িয়েছে নিয়মরক্ষার। তবুও প্রতিপক্ষকে হাল্কাভাবে অবশ্য নিতে রাজী নয় ভারত। শক্তিশালী একাদশই মাঠে নামাবে তারা। গত ম্যাচে মাথায় বল লাগায় ফিল্ডিং করেন নি শিবম দুবে। মুম্বইতে সিরিজের শেষ মাঠে তাঁকে সম্ভবত খেলানো হবে না। বদলে প্রথম একাদশে থাকবেন হর্ষিত রাণা (Harshit Rana)। বাকি দল অপরিবর্তিত থাকারই সম্ভাবনা। ভারতের সামনে যেখানে ব্যবধান বাড়ানোর লড়াই, সেখানে ইংল্যান্ডের চ্যালেঞ্জ ব্যবধান কমানোর। পুনেতে লড়েও হারতে হয়েছে তাদের। মুম্বইতে ভারতকে হারিয়ে স্বান্ত্বনা খুঁজতে চাইবেন বাটলাররা।

Read More: ব্যাটিং-এর পর দস্তানা হাতেও ব্যর্থ সঞ্জু স্যামসন, টিম ইন্ডিয়া থেকে বাদ পড়া কেবল সময়ের অপেক্ষা !!

IND vs ENG ম্যাচের সময়সূচি-

পঞ্চম টি-২০ ম্যাচ

তারিখ- ০২/০২/২০২৪

ভেন্যু- ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই

সময়- সন্ধ্যে ৭টা (ভারতীয় সময়)

Wankhede Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

Wankhede Stadium, Mumbai | Image: Getty Images
Wankhede Stadium, Mumbai | Image: Getty Images

ইডেন, চেপক, রাজকোট ও পুনের পর ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) টি-২০ সিরিজের আসর বসতে চলেছে মুম্বইয়ের ‘আইকনিক’ ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এই মাঠের লাল মাটির পিচ সাধারণত ব্যাটিং সহায়কই হয়ে থাকে। আইপিএল হোক বা আন্তর্জাতিক ম্যাচ-রানের রংমশাল চোখে পড়ে প্রায়ই। এবারও যে ব্যাটিং স্বর্গরাজ্যই দুই দলের জন্য প্রস্তুত থাকবে তা আশা করাই যায়। ম্যাচ খানিক গড়ানোর পর স্পিনারদের জন্য খানিক সাহায্য থাকে বাইশ গজে, যা নির্ণায়ক ভূমিকা নিতে পারে রবিবার। ওয়াংখেড়েতে আজ অবধি ১২টি আন্তর্জাতিক টি-২০ আয়োজিত হয়েছে। প্রথম ব্যাটিং করে জয়ের সংখ্যা ৫, রান তাড়া করে জয় এসেছে ৭ বার। প্রথম ইনিংসে এখানে গড় স্কোর ১৭২, দ্বিতীয় ইনিংসে ১৬১। শিশিরের সমস্যার কথা মাথায় রেখে টসজয়ী অধিনায়ক প্রথম বোলিং সেরে নিতে চাইবেন।

Mumbai Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Mumbai Weather Forecast | Image: Twitter
Mumbai Weather Forecast | Image: Twitter

ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) টি-২০ সিরিজের প্রথম চারটি ম্যাচে বিন্দুমাত্র সমস্যা সৃষ্টি করে নি আবহাওয়া। মুম্বইতে অন্তিম ম্যাচটিও প্রকৃতির রোষানলে পড়বে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে রবিবার অর্থাৎ ম্যাচের দিন আকাশ আংশিক মেঘলা থাকবে ঠিকই তবে বৃষ্টির সম্ভাবনা নেই। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৯ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৩ ডিগ্রী সেলসিয়াস। বাণিজ্যনগরীর বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৪০ শতাংশ হতে পারে বলে জানা গিয়েছে। এছাড়া খেলা চলাকালীন বায়প্রবাহের গতিবেগ হতে পারে ১৪ কিলোমিটার প্রতি ঘন্টা।

IND vs ENG হেড টু হেড পরিসংখ্যান-

IND vs ENG | Image: Getty Images
IND vs ENG | Image: Getty Images

ভারত ও ইংল্যান্ড (IND vs ENG) ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে মুখোমুখি হয়েছে ২৮ বার। এর মধ্যে ১৬টি ম্যাচে জিতেছে টিম ইন্ডিয়া। বাকি ১২টিতে জয় পেয়েছে ইংল্যান্ড। ভারতের ১৬ সাফল্যের মধ্যে ৯টি এসেছে দেশের মাঠে। ইংল্যান্ডকে তারা ইংল্যান্ডের মাঠে ধরাশায়ী করেছে ৪ বার। য়ার নিরপেক্ষ ভেন্যুতে ভারতের জয়ের সংখ্যা ৩। পক্ষান্তরে ইংল্যান্ড দেশের মাঠে জিতেছে ৫টি ম্যাচ। ভারতের মাঠে তাদের সংখ্যা ৬। আর নিরপেক্ষ মাঠে একবার ‘মেন ইন ব্লু’কে পরাজিত করেছে ‘থ্রি লায়ন্স।’

IND vs ENG লাইভ স্ট্রিমিং-

ভারত বনাম ইংল্যান্ড টি-২০ সিরিজের ম্যাচগুলি সরাসরি সম্প্রাচারিত হবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে। এছাড়া খেলা দেখা যাবে ডিজনি+হটস্টারের অ্যাপ ও ওয়েবসাইটে।

দুই দলের সম্ভাব্য একাদশ-

IND vs ENG | Image: Getty Images
IND vs ENG | Image: Getty Images

ভারত (IND)-

সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, হর্ষিত রাণা, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং।

ইংল্যান্ড (ENG)-

ফিল সল্ট (উইকেটরক্ষক), বেন ডাকেট, জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জেকব বেথেল, জেমি ওভারটন, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, সাকিব মাহমুদ, আদিল রশিদ।

Also Read: IND vs ENG 4th T20i: জোচ্চুরি করে জিতেছে ভারত, ম্যাচ শেষে গম্ভীর-সূর্যকুমারদের দিকে আঙুল তুললেন জস বাটলার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *