ind-vs-eng-2025-4th-test-match-report

IND vs ENG: দ্বিতীয় ইনিংসের শুরুতেই টিম ইন্ডিয়াকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন ক্রিস ওকস। যশস্বী জয়সওয়াল ও সাই সুদর্শন যখন সাজঘরে ফেরেন তখন স্কোরবোর্ডে শূন্য রান। ৩১১ রানে পিছিয়ে থাকা ভারতীয় শিবিরে তখন জাঁকিয়ে বসেছিলো ইনিংসে হারের আশঙ্কা। কিন্তু এরপর প্রতিরোধের পাহাড় গড়ে তুলেছিলেন কে এল রাহুল ও শুভমান গিল। চতুর্থ দিনের শেষে ভারত ২ উইকেট হারিয়েই পৌঁছে গিয়েছিলো ১৭৪ রানে। শেষ দিনে টেস্ট (IND vs ENG) বাঁচানোর লড়াইটা কঠিন হলেও অসম্ভব যে নয় তার আভাস মিলেছিলো তখনই। আজ সকালে রাহুল বেশীদূর এগোতে না পারলেও শতরান করেন শুভমান। অধিনায়ক আউট হওয়ার পর ঢাল হয়ে দাঁড়ায় ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা। দুই অলরাউন্ডারের জোড়া শতরানে ঈপ্সিত লক্ষ্যে পৌঁছে যায় ‘মেন ইন ব্লু।’ জয় না এলেও সম্মানের ড্র ছিনিয়ে নেয় তারা।

Read More: “আগে তাড়াতে হবে…” ইংল্যান্ডে ভারতীয় দলের প্রদর্শন দেখে মেজাজ হারালেন যোগরাজ সিং, কোচ গম্ভীরকে নিলেন একহাত !!

অসামান্য ব্যাটিং ভারতীয় ত্রয়ীর-

Ravindra Jadeja and Washington Sundar | IND vs ENG | Image: Getty Images
Ravindra Jadeja and Washington Sundar | IND vs ENG | Image: Getty Images

চতুর্থ দিনের শেষে ৮৭ করে অপরাজিত ছিলেন কে এল রাহুল (KL Rahul)। আজ প্রথম সেশনেই তাঁকে ফেরান বেন স্টোকস। চোট নিয়েও নাগাড়ে বোলিং করে গেলেন তিনি। ৯০ রানে থামেন ভারতীয় ওপেনার। ঋষভ পন্থ চোট নিয়েও নেমেছিলেন প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে তাঁর বদলে পাঁচ নম্বরে ওয়াশিংটন সুন্দরকে নামিয়েছিলো টিম ইন্ডিয়া। কোচ গম্ভীরের আস্থার মান রাখলেন তামিলনাড়ুর তরুণ অলরাউন্ডার। ডসন, আর্চার, ওকসদের বিরুদ্ধে দলকে নির্ভরতা যোগালেন তিনি। মধ্যাহ্নভোজের বিরতির আগেই শতরানের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন শুভমান গিল (Shubman Gill)। লিডস ও এজবাস্টনের সাফল্যের পর লর্ডসে ‘ল অফ অ্যাভারেজ’-এর শিকার হয়েছিলেন ভারত অধিনায়ক। রান পান নি ম্যাঞ্চচেস্টারের প্রথম ইনিংসেও। দ্বিতীয় ইনিংসে ফের অনবদ্য তিনি। আজ ১০৩ করে তিনি ফেরেন জোফ্রা আর্চারের বলে।

অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রান করার নিরিখে স্যার ডন ব্র্যাডম্যান ও সুনীল গাওস্করের মত দুই কিংবদন্তিতে ছুঁয়ে ফেলেছেন শুভমান (Shubman Gill)। এক সিরিজে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান করার ক্ষেত্রেও তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। ওভালে সাফল্য পেলে দু’টি রেকর্ড’ই নিজের করে নিতে পারেন তিনি। চতুর্থ উইকেট পড়েছিলো ২২২ রানের মাথায়। তখনও ৮৯ রানে পিছিয়ে ছিলো ভারত। ব্যাটিং ধস নামলে ঘোরালো হয়ে উঠতে পারত পরিস্থিতি। কিন্তু তা হতে দেন নি জাদেজা ও ওয়াশিংটন। স্বপ্নের ফর্মে রয়েছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। চলতি সিরিজে তাঁর গড় ১০০-র বেশী। এর আগে এজবাস্টন, লর্ডসে বড় ইনিংস খেললেও পান নি শতরান। আজ সেই আক্ষেপও মিটিয়ে ফেললেন তিনি। অপরাজিত রইলেন ১০৭ করে। মাইলস্টোন ছুঁলেন ওয়াশিংটন’ও। ১০১ করে অপরাজিত রইলেন তিনি।

বেঁচে রইলো সিরিজের উত্তেজনা-

Ben Stokes and Ravindra Jadeja | IND vs ENG | Image: Getty Images
Ben Stokes and Ravindra Jadeja | IND vs ENG | Image: Getty Images

৪ উইকেটের বিনিময়ে ভারতের স্কোরবোর্ডে যখন ৪২৫, তখন ম্যাচ ড্রয়ের সিদ্ধান্তে সম্মতি দেয় দুই শিবির (IND vs ENG)। খাতায়-কলমে ফলাফল অমীমাংসিত হলেও একটা সময়ে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ভারতীয় শিবির সম্ভবত এই ফলাফলকে দেখবে নৈতিক জয় হিসেবেই। আপাতত ২-১ ফলেই পিছিয়ে রইলো তারা। বেঁচে রইলো ওভালে ম্যাচ জিতে সিরিজ (IND vs ENG) ড্র করার আশা। তবে ৩১ জুলাই মাঠে নামার আগে একাদশ নির্বাচনের ক্ষেত্রে বিস্তর পারমুটেশন কম্বিনেশন করতে হবে টিম ইন্ডিয়াকে। অংশুল কম্বোজ বাদ পড়বেন তা নিশ্চিত। ওয়ার্কলোডের জন্য খেলবেন না বুমরাহ’ও। মহম্মদ সিরাজের সাথে  আকাশ দীপ ও আর্শদীপ-দু’জনকেই খেলাবে ভারত? নাকি এক পেসারকে বাইরে রেখে জায়গা দেবে কুলদীপ যাদবকে? আগামী কয়েকদিনের মধ্যে সেই জিগস্‌ পাজ্‌ল-এর সমাধান করতেই হবে কোচ গম্ভীরকে।

Also Read: “কিছুদিন আগেও আমাদের…” গিল-গম্ভীর’কে তীব্র আক্রমণ বিরাট কোহলির দাদা’র !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *