IND vs ENG: ইংল্যান্ডের বাজবলে বেসামাল ভারতীয় দল (IND vs ENG)। গতকাল মাত্র দেড় সেশনে ২২৫ রান স্কোরবোর্ডে তুলে ফেলেছিলো তারা। জ্বলে উঠেছিলেন দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট। তাঁদের ধুন্ধুমার ব্যাটিং-এ বেশ পিছিয়ে ছিলো টিম ইন্ডিয়া। আজ তাদের উপর চাপ আরও বাড়ালেন অলি পোপ, জো রুট’রা। প্রথম সাফল্যের জন্য অপেক্ষা করতে হয় দীর্ঘক্ষণ। পোপ ফেরার পর রুটের সাথে জুটি গড়েন অধিনায়ক স্টোকস (Ben Stokes)। বুমরাহ-সিরাজ’রা যাবতীয় অভিজ্ঞতা উজাড় করে দিয়েও রুখতে পারেন নি তাঁদের। দেখতে দেখতে টেস্ট কেরিয়ারের ৩৮তম শতরানের গণ্ডী পেরিয়ে গেলেন রুট (Joe Root)। আজ অনবদ্য ১৫০ রানের ইনিংস খেলে সর্বকালের সেরাদের তালিকায় আরও খানিকটা এগিয়ে গেলেন তিনি। স্টোকসকে থামানোর মন্ত্র এখনও খুঁজে পায় নি ভারত। তৃতীয় দিনের শেষে ৭ উইকেটের বিনিময়ে তাদের স্কোরবোর্ডে ৫৪৪ রান।
Read More: আরও এক কুকীর্তি ফাঁস, ক্রিকেটের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ যশ দয়ালের !!
শিখর থেকে এক ধাপ দূরে রুট-

ইংল্যান্ড জার্সিতে তিন নম্বর জার্সিতে ব্যাটিং করতে নেমেছিলেন অলি পোপ (Ollie Pope)। গতকাল অপরাজিত ছিলেন ২০ রানে। আজ সকালে বুমরাহ-সিরাজ-কম্বোজদের বিরুদ্ধে দারুণ প্রতিরোধ গড়ে তুলতে দেখা গেলো তাঁকে। ১২৮ বলে ৭১ করেন তিনি। শেষমেশ ৭৭তম ওভারে তাঁকে ফিরিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। জো রুটের সাথে মিলে ১৪৪ ইংল্যান্ড স্কোরবোর্ডে যোগ করেন পোপ। এরপর মাত্র ৩ করে সাজঘরের পথ ধরেন হ্যারি ব্রুক। তবে জোড়া উইকেটের কোনো প্রভাব পড়ে নি ইংল্যান্ড ইনিংসে। স্টোকসকে সাথে নিয়ে নতুন করে প্রতিরোধের পাহাড় গড়ে তোলেন জো রুট। ভারত তাঁর বরাবরের প্রিয় প্রতিপক্ষ (IND vs ENG)। চলতি সিরিজেও এর আগে একটি শতরান করেছিলেন তিনি। আজ ফের পেরোলেন তিন অঙ্কের মাইলস্টোন। এই নিয়ে টেস্ট কেরিয়ারে ৩৮টি শতকের মালিক হলেন রুট।
শতকের পরেও থামে নি রুটের (Joe Root) রানের খিদে। শেষমেশ ১৫০ রানের মাথায় রবীন্দ্র জাদেজার বলে স্টাম্পড হন তিনি। ম্যাঞ্চেস্টারে নয়া রেকর্ড গড়লেন তিনি। আজকের ইনিংসের পর ১৫৭ টেস্টে তাঁর রানসংখ্যা দাঁড়ালো ১৩৪০৯। এক ধাক্কায় রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস ও রিকি পটিং-কে টপকে টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন ইংল্যান্ড তারকা। তাঁর সামনে এখন কেবল শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ভারতের নক্ষত্রকে ছুঁতে রুটের প্রয়োজন আর ২৫১২ রান। যে ছন্দে রয়েছেন তিনি, তাতে আগামী দুই-তিন বছরের মধ্যে সেই শৃঙ্গ জয়ের সম্ভাবনা উড়িয়ে দিতে পারছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা। রুট ফেরার পর খানিক অক্সিজেন পেয়েছিলো ভারত। অল্প সময়ের মধ্যেই জেইমি স্মিথ (৯) ও ক্রিস ওকস’কে (৩) আউট করেন জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ।
ব্যাট হাতেও উজ্জ্বল স্টোকস-

ম্যাঞ্চেস্টারে বল হাতে অনবদ্য পারফর্ম্যান্স করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। আট বছর পর ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। আজ ব্যাট হাতেও অনবদ্য ইনিংস তাঁর। রুটের সাথে জুটি বেঁধে ইংল্যান্ডের বড় রানের লিড নিশ্চিত করেন তারকা অলরাউন্ডার। পায়ে টান লাগায় অবসৃত হয়ে ফিরেছিলেন সাজঘরে। ওকস আউট হওয়ায় দিনের শেষলগ্নে ফের মাঠে নামতে হয় তাঁকে। ‘আহত’ স্টোকসের (Ben Stokes) জন্য শর্ট বলের প্রশ্ন সাজিয়েছিলেন মহম্মদ সিরাজ’রা। কিন্তু বিশেষ লাভ হয় নি। দিনের শেষে ১৩৪ বল খেলে ৭৭ করে অপরাজিতই রয়েছেন তিনি। চতুর্থ দিনের সকালে নিঃসন্দেহে কেরিয়ারের ১৪তম টেস্ট শতরানটির দিকে নজর থাকবে তাঁর। প্রত্যাবর্তন ম্যাচে ইংল্যান্ডকে ব্যাট হাতে ভরসা দিচ্ছেন লিয়ান ডসন’ও। ২১ করে অপরাজিত রয়েছেন তিনি,। তৃতীয় দিনের শেষে ‘থ্রি লায়ন্স’রা এগিয়ে ১৮৬ রানে।