IND vs ENG: ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম দিনের শেষে ৪ উইকেটের বিনিময়ে ভারতের ঝুলিতে ছিলো ২৬৪ রান। দ্বিতীয় দিনের শুরুতেই ধাক্কা খায় ‘মেন ইন ব্লু।’ ফেরেন জাদেজা। শার্দুলের সাথে জুটিতে এরপর তাদের কিছুটা এগিয়ে নিয়ে যান ওয়াশিংটন সুন্দর। মুম্বইয়ের অলরাউন্ডার ৪১ রান করে সাজঘরে ফেরার পর মাঠে নামেন ঋষভ পন্থ (Rishabh Pant)। গতকাল ক্রিস ওকসের বলে ডান পায়ের মেটাটার্সাল হাড় ভেঙেছিলো তাঁর। আজ দৌড়তে পারছিলেন না। ফুটওয়ার্কও ছিলো নড়বড়ে। কিন্তু তা সত্ত্বেও করেন অর্ধশতরান। ৫৪ করে তিনি ফেরার পরেই অবশ্য ধসে পড়ে ভারতীয় ব্যাটিং। রানের মুখ দেখে নি লোয়ার অর্ডার। শেষমেশ ইনিংস থামে ৩৫৮তে। জবাবে ব্যাট করতে নেমে ধুন্ধুমার ক্রলি ও ডাকেট। তাঁদের দাপটেই স্কোরবোর্ডে ২ উইকেটের বিনিময়ে ২২৫ নিয়ে শেষ করলো ইংল্যান্ড (IND vs ENG)।
Read More: গলছে বরফ, ভারত-পাকসহ মোট আট দল’কে নিয়ে আয়োজিত হচ্ছে এশিয়া কাপ !!
আক্রমণেই আস্থা রাখলো ইংল্যান্ড-

‘ধুন্ধুমার’ বাজবল ছেড়ে লর্ডসে সংযমী ক্রিকেটকে হাতিয়ার করেছিলো ইংল্যান্ড। কোচ ব্রেন্ডন ম্যাকালান কি শেষমেশ স্ট্র্যাটেজি বদলালেন? প্রশ্ন করেছিলেন অনেকে। সেই বদল যে সাময়িক ছিলো তা আজ ওল্ড ট্র্যাফোর্ডের বাইশ গজে দেখিয়ে দিলেন জ্যাক ক্রলি, বেন ডাকেটরা (Ben Duckett)। ভারত ব্যাটিং করার সময় মেঘলা ছিলো আবহাওয়া। বৃষ্টির জন্য নির্দিষ্ট সময়ের বেশ খানিকটা আগেই মধ্যাহ্নভোজের বিরতি ঘোষণা করতে হয় আম্পায়ারদের। কিন্তু ইংল্যান্ড ইনিংসের শুরু থেকেই দেখা গেলো ঝলমলে রোদ। ব্যাটিং সহায়ক পরিস্থিতির সম্পূর্ণ উপযোগ করলেন দুই ওপেনার। জসপ্রীত বুমরাহ’র হাতে নতুন বল তুলে দিয়েছিলেন ভারত অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। রান আটকাতে পারেন নি বিশ্বের সেরা ফাস্ট বোলারও। অভিষেককারী অংশুলকেও একটা সময় দেখাচ্ছিলো বেশ দিশাহারা।
কাট, পুল, ড্রাইভের মত শটে একের পর এক বাউন্ডারি ছিনিয়ে নিচ্ছিলেন ডাকেট ও ক্রলি (Zak Crawley)। সিরাজ ও শার্দুল’কে আক্রমণে এনেও বিশেষ সাফল্যের মুখ দেখেন নি অধিনায়ক শুভমান। ২৯ ওভারের মধ্যে ১৫০-এর গণ্ডী পেরিয়ে যায় ইংল্যান্ড। পেস অস্ত্রে কাজ না হওয়ায় শেষমেশ স্পিনের দিকে তাকাতেই হয় টিম ইন্ডিয়া’কে। ৩২তম ওভারে প্রথম উইকেট খোয়ায় ইংল্যান্ড। রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) শিকার হয়ে সাজঘরে ফেরেন জ্যাক ক্রলি। ১১৩ বলে খেলেন ৮৪ রানের ইনিংস। ১৬৬ রানের মাথায় ভাঙে ওপেনিং জুটি। আগ্রাসন জারি ছিলো বেন ডাকেটের ব্যাটে। তবে ৩৯তম ওভারে কাট মারতে গিয়ে ভুল করে বসেন বাম হাতি ওপেনার। তাঁর ব্যাট ছুঁয়ে বল জমা পড়ে উইকেটরক্ষক ধ্রুব জুরেলের দস্তানায়। ১০০ বলে ৯৪ করে থামতে হয় তাঁকে। আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম উইকেট পান অংশুল কম্বোজ।
ইতিহাসের সামনে দাঁড়িয়ে রুট-

তিন নম্বরে নেমেছিলেন অলি পোপ (Ollie Pope)। দিনের শেষে ২০ করে অপরাজিত তিনি। অপর প্রান্তে রয়েছেন জো রুট (Joe Root)। তাঁর ঝুলিতে আপাতত ১১ রান। ম্যাঞ্চেস্টার টেস্টের (IND vs ENG) তৃতীয় দিন তাঁর জন্য স্মরণীয় হয়ে থাকতে পারে। আর মাত্র ২০ রান করতে পারলে তিনি ছাপিয়ে যাবেন ভারতের রাহুল দ্রাবিড় ও দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিসকেও। সর্বোচ্চ রান শিকারীদের তালিকায় জায়গা করে নিতে পারেন তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে থাকা পন্টিং আপাতত তাঁর থেকে ১০৮ রানে এগিয়ে। খানিক দূরত্ব থাকলেও ম্যাঞ্চেস্টারেই সেই রেকর্ড স্পর্শ করা বা ছাপিয়ে যাওয়া যে রুটের পক্ষে অসাধ্য কিছু নয় সে ব্যাপারে নিশ্চিত ক্রিকেটজনতা। দ্বিতীয় দিনের শেষে ভারতের চেয়ে ১৩৩ রানে পিছিয়ে ইংল্যান্ড। আগামীকাল লক্ষ্য থাকবে যত দ্রুত সম্ভব এই ব্যবধান মুছে লিড ছিনিয়ে নেওয়ার।