IND vs ENG 3rd Test Toss Report in Bengali: লর্ডসে টসে জিতলো ইংল্যান্ড, পেস শক্তি বাড়িয়ে মাঠে নামছে দুই শিবিরই !! 1

IND vs ENG: দুই টেস্টের পর ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজে ফলাফল এখন ১-১। লিডসে বাজিমাত করেছিলো বেন স্টোকসের দল। এজবাস্টনে সেই ধাক্কা সামলে উঠেছে ‘মেন ইন ব্লু।’ অধিনায়ক শুভমান ও পেস তারকা আকাশ দীপের দাপটে ছিনিয়ে নিয়েছে ঐতিহাসিক জয়। লর্ডসের তৃতীয় টেস্টে কি হবে ফলাফল সেদিকে এখন নজর রয়েছে সকলের। রানের মধ্যে রয়েছেন যশস্বী, শুভমান, কে এল রাহুল-রা। তৃতীয় টেস্টেও আকাশছোঁয়া প্রত্যাশা থাকবে তাঁদের কাছে। লর্ডসে ভারতীয় একাদশে প্রত্যাবর্তন হয়েছে জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah)। অফ ফর্মে থাকা প্রসিদ্ধ কৃষ্ণাকে ছেঁটে ফেলেছে টিম ম্যানেজমেন্ট। পেস ব্যাটারিতে রদবদল করেছে ইংল্যান্ড’ও। চার বছরের বিরতির পর তাদের হয়ে টেস্ট খেলতে মাঠে নামছেন জোফ্রা আর্চার (Jofra Archer)। তাঁর পাশাপাশি সাফল্যের  ফর্মে থাকা হ্যারি ব্রুক ও জেইমি স্মিথের ব্যাটের দিকেও তাকিয়ে থাকবে ইংল্যান্ড।

Read More: IND vs ENG: লর্ডসের আকাশে মেঘের আনাগোনা, তৃতীয় টেস্টের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে এলো বড়ো আপডেট !!

IND vs ENG ম্যাচের সময়সূচি-

তৃতীয় টেস্ট ম্যাচ

তারিখ- ১০-১৪ জুলাই, ২০২৫

ভেন্যু- লর্ডস ক্রিকেট গ্রাউন্ড, লন্ডন

সময়- দুপুর ৩ টে ৩০ মিনিট (ভারতীয় সময়)

Lord’s Cricket Ground Pitch Report (পিচ রিপোর্ট)-

Lords Cricket Ground | IND vs ENG | Image: Getty Images
Lords Cricket Ground | Image: Getty Images

চলতি ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজে বারবারই চর্চার কেন্দ্রে থেকেছে পিচ। লিডস ও এজবাস্টনে প্রথম দু’টি টেস্টে ব্যাটিং সহায়ক পিচ দেখা গিয়েছিলো। কিন্তু লর্ডসে ভিন্ন চরিত্রের বাইশ গজে চেয়েছেন ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাকালাম। গতি,বাউন্স ও ল্যাটারাল মুভমেন্টের পক্ষে সওয়াল করেছেন তিনি। তেমন পিচই তৃতীয় টেস্টে অপেক্ষা করে থাকতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সংবাদমাধ্যম সূত্রে যে সব ছবি এখনও অবধি সামনে এসেছে সেখানেও লর্ডসের উইকেটে সবুজ আভা চোখ এড়ায় নি। এই পিচে ব্যাটিং চ্যালেঞ্জিং হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়া ঐতিহাসিক এই ভেন্যু’র ২.৫ মিটারের ঢাল’ও সমস্যায় ফেলতে পারে ব্যাটারদের।

পরিসংখ্যান বলছে যে লর্ডসে ইতিপূর্বে আয়োজিত ১৪৮টি টেস্টের মধ্যে প্রথম ব্যাটিং করতে নামা দল জিতেছে ৫৩টি। আর পরে ব্যাটিং করা দল জিতেছে ৪৪টি ম্যাচ। বাকি ৫১টি ম্যাচে কোনো ফলাফল পাওয়া যায় নি। এখানে প্রথম ইনিংসের গড় স্কোর থাকে ৩০৯। দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে তা ২৯৮। তৃতীয় ইনিংসে গড় রান করে দাঁড়ায় ২৫৬। আর চতুর্থ ইনিংসে তা আরও কমে হয় ১৫৯। অর্থাৎ টসে জিতে প্রথমে ব্যাটিং করতে এখানে বাড়তি সুবিধা পাওয়া যেতে পারে। সাম্প্রতিক বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালে অবশ্য লর্ডসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান তাড়া করতে নেমে জয় পেয়েছিলো দক্ষিণ আফ্রিকা।

London Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

London Weather Forecast | Image: Twitter
London Weather Forecast | Image: Twitter

এখনও পর্যন্ত ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজে বড়সড় বাধা সৃষ্টি করে নি আবহাওয়া। তৃতীয় টেস্টের ক্ষেত্রেও তেমনটা হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার থেকে সোমবার, অর্থাৎ ম্যাচের পাঁচ দিনের মধ্যে একদিনও ভারী বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ ও ম্যাচের শেষ দুই দিন অর্থাৎ রবিবার ও সোমবার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। ঐ তিনদিন বৃষ্টির সম্ভাবনা থাকছে যথাক্রমে ৫, ২০ ও ১৫ শতাংশ। ম্যাচের ক্ষেত্রে তা বড় বাধা সৃষ্টি করবে না বলেই মত আবহাওয়াবিদদের। শুক্র ও শনিবার আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। পাঁচ দিন লন্ডনের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ঘোরাফেরা করতে পারে ৩৭ থেকে ৪৪ শতাংশের মধ্যে।

IND vs ENG, হেড টু হেড পরিসংখ্যান-

IND vs ENG | Image: Getty Images
IND vs ENG | Image: Getty Images
  • মোট ম্যাচ- ১৩৬
  • ভারতের জয়- ৩৫ (হোম- ২৬, অ্যাওয়ে- ৯)
  • ইংল্যান্ডের জয়- ৫১ (হোম- ৩৬, অ্যাওয়ে- ১৫)
  • ড্র- ৫০
  • শেষ ম্যাচে ফলাফল- ভারত ৩৩৬ রানের ব্যবধানে জয়ী।

টসের পর দুই অধিনায়কের মন্তব্য-

Ben Stokes and Shubman Gill | IND vs ENG | Image: Getty Images
Ben Stokes and Shubman Gill | IND vs ENG | Image: Getty Images

শুভমান গিল-

কি করব তা নিয়ে খানিক দ্বিধাগ্রস্ত ছিলাম। হয়ত বোলিং-ই করতাম। প্রথম সেশনে বোলারদের জন্য সাহায্য থাকবে। (সাফল্যে) দলের সকলের অবদান রয়েছে। তা নিয়েই সাজঘরে আলোচনা করেছি আমরা। বোলাররা বেশ আত্মবিশ্বাসী। ২০ উইকেট নেওয়া সহজ ছিলো না ঐ (এজবাস্টন) পিচে। তরতাজা অনুভব করছি। একজন ব্যাটার হিসেবে আপনি মাঠেই থাকতে পছন্দ করেন। আমাদের দলে একটি বদল রয়েছে। প্রসিদ্ধের (কৃষ্ণা) বদলে (জসপ্রীত) বুমরাহ খেলছে।

বেন স্টোকস-

আমরা প্রথম ব্যাটিং করব। সাধারণত প্রথম ঘন্টায় এখানে বোলাররাই সুবিধা পেয়ে থাকেন। আমাদের মনোভাব ঠিকই রয়েছে। এই সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। প্রতিদ্বন্দ্বীতা থেকে আমরা কখনোই পিছু হটব না। শরীর ঠিক রয়েছে। দ্রুত ঘুরে দাঁড়াতে হবে। আমরা তরতাজা ও মাঠে নামতে মুখিয়ে রয়েছি। সকলেই লর্ডসে খেলতে পছন্দ করেন। এই সুযোগটাকে উপভোগ করতে হবে। একটি বদল রয়েছে দলে। জশ টাং-এর বদলে জোফ্রা আর্চার খেলছে।

দুই দলের প্রথম একাদশ-

ভারত (IND)-

যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, করুণ নায়ার, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

ইংল্যান্ড (ENG)-

জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেইমি স্মিথ, ক্রিস ওকস, ব্রাইডন কার্ড, জোফ্রা আর্চার, শোয়েব বশির।

IND vs ENG, টস রিপোর্ট-

টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিলো ইংল্যান্ড।

Also Read: ৬,৬,৬,৪,৪,৪.. রঞ্জিতে অর্জুন তেন্ডুলকরের রানের সুনামি, ব্যাট হাতে জ্বলে উঠলেন শচীন পুত্র !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *