ind-vs-eng-2025-3rd-test-day-2-report

IND vs ENG: হাড্ডাহাড্ডি লড়াই লর্ডস টেস্টের (IND vs ENG) দ্বিতীয় দিনে। গতকাল খানিক এগিয়ে গিয়েছিলো স্বাগতিক দেশ ইংল্যান্ড। আজ দৌড়ে ফিরলো ‘মেন ইন ব্লু।’ দিনের শুরুতেই পরপর উইকেট তুলে নিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। ২৬০/৪ থেকে মাত্র সাত বলের মধ্যে ২৭১/৭ হয়ে গিয়েছিলো ইংল্যান্ড। কিন্তু এরপর প্রতিরোধ গড়ে তোলেন জেইমি স্মিথ। অনবদ্য ফর্মে রয়েছেন তরুণ উইকেটরক্ষক-ব্যাটার। আজও অর্ধশতক এলো তাঁর ব্যাটে। কার্যকরী ভূমিকা নিলেন ব্রাইডন কার্স’ও। শেষমেশ ৩৮৭তে থামে ইংল্যান্ডের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে বেশীদূর এগোতে পারেন নি ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল। আশা জাগিয়েও শেষমেশ ইনিংস দীর্ঘায়িত করতে পারেন নি করুণ নায়ার’ও। তৃতীয় সেশনে অধিনায়ক শুভমানকেও খুইয়েছে ভারত। তবে ঋষভ পন্থকে সঙ্গে নিয়ে লড়ে যাচ্ছেন কে এল রাহুল (KL Rahul)। দিনের শেষে স্কোরবোর্ডে ১৪৫/৩।

Read More: শচীন কন্যা সারাকে মন দিলেন শুভমান গিল, খবর কনফার্ম করলেন রবীন্দ্র জাদেজা !!

লর্ডসেও দেখা গেলো বুমরাহ বিক্রম-

Jasprit Bumrah Picked Up Another Fifer | IND vs ENG | Image: Getty Images
Jasprit Bumrah Picked Up Another Fifer | IND vs ENG | Image: Getty Images

গতকাল উইকেটের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিলো জসপ্রীত বুমরাহ’কে (Jasprit Bumrah)। দিনের শেষ পর্বে বোল্ড করেছিলেন হ্যারি ব্রুক’কে,। দ্বিতীয় দিনে অবশ্য নতুন বল হাতে শুরুতেই জ্বলে উঠলেন তিনি। এক অসামান্য ডেলিভারিতে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের (Ben Stokes) স্টাম্প ছিটকে দেন বিশ্বের এক নম্বর পেসার। ৪৪ করেন আউট হন তারকা অলরাউন্ডার। আজ দিনের প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে কেরিয়ারের ৩৭তম টেস্ট শতক সম্পূর্ণ করেছিলেন জো রুট (Joe Root)। ছাপিয়ে গিয়েছিলেন রাহুল দ্রাবিড় ও স্টিভ স্মিথ’কে। বুমরাহ’র সৌজন্যে বেশীক্ষণ ক্রিজে অবশ্য টিকতে পারেন নি তিনিও। ১০৪ করে থামতে হয় তাঁকে। এরপর ক্রিস ওকসকেও সাজঘরের রাস্তা দেখিয়েছিলেন ভারতীয় পেস তারকা। দ্রুত তিন উইকেট খুইয়ে ধুঁক্তে থাকা ইংল্যান্ডের হয়ে ঢাল হয়ে দাঁড়ান জেইমি স্মিথ। সঙ্গী হিসেবে পান ব্রাইডন কার্স’কে।

ব্যক্তিগত ৫ রানের মাথায় মহম্মদ সিরাজের বলে জেইমি স্মিথের (Jamie Smith) সহজ ক্যাচ স্লিপে হাতছাড়া করেছিলেন কে এল রাহুল। তার ফল আজ ভুগতে হলো ভারতীয় দল’কে। ৫৬ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেললেন ইংল্যান্ড উইকেটরক্ষক-ব্যাটার। অর্ধশতক ব্রাইডন কার্সের’ও। ৫৬ করেন তিনি। দু’জনের জুটিতে ওঠে ৮৪ রান। শেষমেশ স্মিথ’কে ফিরিয়ে পার্টনারশিপ ভাঙেন মহম্মদ সিরাজ। সদ্যপ্রয়াত ফুটবল তারকা দিয়োগো জোটা’কে উইকেট উৎসর্গ করতে দেখা গেলো হায়দ্রাবাদের পেসারকে। কার্সকেও ফেরান তিনিই। তবে লর্ডসে লাইমলাইট কেড়ে নিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। এজবাস্টনে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে খেলেন নি তিনি। তৃতীয় টেস্টে (IND vs ENG) মাঠে নেমেই ফের ছিনিয়ে নিলেন ফাইফার। SENA দেশে এই নিয়ে ১৩ বার ইনিংসে পাঁচ উইকেট নিলেন তিনি। ছাপিয়ে গেলেন কপিল দেব’কে।

ভারতের হয়ে লড়ছেন রাহুল-

KL Rahul | IND vs ENG | Image: Getty Images
KL Rahul | IND vs ENG | Image: Getty Images

তিনটি বাউন্ডারি হাঁকিয়ে শুরুটা আশাব্যঞ্জক করেছিলেন যশস্বী জয়সওয়াল। কিন্তু জোফ্রা আর্চারের বাড়তি গতি বিপদে ফেললো তাঁকে। দ্বিতীয় স্লিপে হ্যারি ব্রুকের হাতে ক্যাচ দিয়ে বসেন তরুণ ওপেনার। ৮ বলে ১৩ করেই থামতে হলো তাঁকে। তিনে নেমেছিলেন করুণ নায়ার (Karun Nair)। তাঁর ব্যাট থেকে এখনও রানের অপেক্ষায় ভারতীয় সমর্থকেরা। আজ এগোচ্ছিলেন ভালোই। কিন্তু স্টোকসের পাতা ফাঁদে পা দিয়ে বসেন কর্ণাটকের ব্যাটার। ৬২ বলে করেন ৪০। গত ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৪৩০ রান করেছিলেন শুভমান গিল (Shubman Gill)। আজ ‘ল অফ অ্যাভারেজের’ শিকার ভারত অধিনায়ক’ও। ক্রিস ওকসের বলে মাত্র ১৬ করে আউট হন তিনি। ৩ উইকেট খোয়ালেও লড়াইতে রয়েছে টিম ইন্ডিয়া। সৌজন্যে কে এল রাহুল (KL Rahul)। ১১৩ বলে ৫৩ করে অপরাজিত তিনি। সঙ্গে রয়েছেন পন্থ। ৩৩ বলে ভারতীয় সহ-অধিনায়কের সংগ্রহ ১৯।

Also Read: IND vs ENG 3rd Test: কাটছে না বল বিতর্ক, আম্পায়ারের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ালেন অধিনায়ক শুভমান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *