IND vs ENG: লিডস, এজবাস্টনের পর আজ থেকে লর্ডসে সম্মুখসমরে ভারত ও ইংল্যান্ড (IND vs ENG)। প্রথম দু’টি টেস্টে টসের ফলাফল গিয়েছিলো ইংল্যান্ডের পক্ষে। তারই পুনরাবৃত্তি দেখা গেলো তৃতীয় ম্যাচেও। তবে এর আগে দুবারই প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন বেন স্টোকস। আজ প্রথম ব্যাটিং বেছে নেন তিনি। জসপ্রীত বুমরাহ’র প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী ছিলেন ভারতীয় সমর্থকেরা। কিন্তু প্রথম স্পেলে বিশেষ সুবিধা করতে পারেন নি তিনি। বরং টিম ইন্ডিয়াকে জোড়া সাফল্য এনে দেন মিডিয়াম পেসার নীতিশ কুমার রেড্ডি। প্রথম সেশনে দু’টি উইকেট তোলেন তিনি। দ্বিতীয় সেশনে একপেশে দাপট ইংল্যান্ডের। চা পানের বিরতির পর বুমরাহ ও জাদেজা দু’টি সাফল্য পেলেও বিশেষ চাপে পড়ে নি স্বাগতিক দেশ। জো রুট ও বেন স্টোকসের লম্বা জুটির সৌজন্যে আজ দিনের শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটের বিনিময়ে ২৫১।
Read More: IND vs ENG 3rd Test: মাঠ ছাড়লেন ‘আহত’ ঋষভ, লর্ডস টেস্টে আশঙ্কার কালো মেঘ ভারতীয় শিবিরে !!
প্রথম সেশনে সফল নীতিশ-

আক্রমণ নয় বরং আজ ইনিংসের শুরুতে রক্ষণের দিকেই মন দিয়েছিলেন ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট। নতুন বলে জসপ্রীত বুমরাহ বা আকাশ দীপদের কোনো রকম সুযোগ দিতে রাজী ছিলেন না তাঁরা। ভারতীয় পেস তারকাদের বেশ কয়েকটি ডেলিভারি তাঁদের ব্যাটের একদম পাশ দিয়ে উড়ে গিয়ে জমা পড়ে উইকেটরক্ষক ঋষভ পন্থের দস্তানায়। কিন্তু ভাগ্যের সঙ্গ না মেলায় প্রথম স্পেলে উইকেটশূন্য থাকতে হয় দু’জনকেই। সেরা দুই পেস অস্ত্র সাফল্য এনে দিতে না পারলেও ১৪তম ওভারে অধিনায়ক শুভমান গিলের মুখে হাসি ফোটান নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। প্রথমেই ডাকেট’কে আউট করেন তিনি। ৪০ বলে ২৩ করে সাজঘরে ফেরেন বাম হাতি ব্যাটার। ঐ ওভারের শেষ বলে ফেরান ক্রলিকেও। দু’টি ক্যাচই ধরেন উইকেটরক্ষক ঋষভ। ৪৩ বলে ১৮ করে শেষমেশ থামতে হয় তাঁকে।
ঋষভের চোট চিন্তা বাড়িয়েছে ভারতের-

দ্বিতীয় সেশনে সাফল্যের মুখ দেখেন নি ভারতীয় বোলাররা। তাঁদের যাবতীয় আক্রমণ দুর্দান্ত দক্ষতার সাথে সামলান জো রুট ও অলি পোপ। ‘মেন ইন ব্লু’ টিম ম্যানেজমেন্টের চিন্তা বাড়িয়েছিলো ঋষভ পন্থের চোট। ৩৪তম ওভারের প্রথম বলটিতে নিয়ন্ত্রণ রাখতে পারেন নি জসপ্রীত বুমরাহ। অনেকখানিক লেগসাইডে ছিলো তা। অলি পোপের ফ্লিক করার চেষ্টা করেও ব্যর্থ হন। স্টাম্পের পিছনে দাঁড়ানো পন্থ (Rishabh Pant) শরীর ছুঁড়ে বলের গতিরোধ করতে চেয়েছিলেন। কিন্তু তা সম্পূর্ণরূপে দস্তানাবন্দী করতে পারেন নি তিনি। আঘাত পান বাম হাতের তর্জনিতে। সঙ্গে সঙ্গেই দস্তানা খুলে আঙুল চেপে ধরেন তিনি। ছুটে আসতে হয় ফিজিও’কে। মাঠেই চলে শুশ্রূষা। তাতেও সুস্থ হন নি ঋষভ। ৩৫তম ওভার শুরু হওয়ার আগে মাঠ ছাড়েন তিনি। আজ আর তাঁকে দেখা যায় নি স্টাম্পের পিছনে। উইকেটকিপিং-এর দায়িত্ব সামলেছেন ধ্রুব জুরেল।
রুটকে রুখতে হিমশিম ভারতীয় দল-

তৃতীয় সেশনে অবশেষে ইংল্যান্ডের প্রতিরোধ ভাঙতে সক্ষম হয় ইংল্যান্ড। ৪৪ রানের মাথায় রবীন্দ্র জাদেজার বলে উইকেট ছুঁড়ে আসেন অলি পোপ। দারুণ মুন্সীয়ানার সাথে ক্যাচ ধরেন জুরেল। আজ বিশেষ সাফল্য পান নি হ্যারি ব্রুক’ও (১১)। প্রথম দুই সেশনে হতাশ করার পর একটি অসামান্য ডেলিভারিতে তাঁকে বোল্ড করেন জসপ্রীত বুমরাহ। কিন্তু এরপর দারুণ ভাবে ইংল্যান্ডকে ম্যাচে ফেরান জো রুট ও বেন স্টোকস। এই সপ্তাহেই আইসিসি টেস্ট র্যাঙ্কিং-এ শীর্ষস্থান খুইয়েছেন রুট (Joe Root)। তা পুনরুদ্ধার করতে তিনি যে মরিয়া তার প্রমাণ মিললো তাঁর ব্যাটিং থেকে। লর্ডসে অসামান্য এক ইনিংস খেললেন তিনি। দিনের শেষে ৯৯তে অপরাজিত রয়েছেন ইংল্যান্ড কিংবদন্তি। দ্বিতীয় দিনের সকালেই চাইবেন ৩৭তম শতকের মাইলফলক ছুঁতে। ৩৯ করে তাঁর সঙ্গে অপরাজিত রয়েছেন স্টোকস’ও। দু’জনে স্কোরবোর্ডে যোগ করেছেন ৭৯ রান।