ind-vs-eng-2025-3rd-odi-stats-review

IND vs ENG: নাগপুর ও কটকের পর আহমেদাবাদেও ভারতের বিরুদ্ধে নূন্যতম প্রতিরোধটুকু গড়ে তুলতে পারলো না ইংল্যান্ড (IND vs ENG)। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন জস বাটলার। দ্বিতীয় ওভারেই রোহিতকে ফিরিয়ে শুরুটাও ভালো করেছিলেন মার্ক উড। কিন্তু এরপর শুভমান গিল ও বিরাট কোহলির আক্রমণাত্মক ব্যাটিং-এ ধীরে ধীরে ম্যাচ থেকে হারিয়ে যায় তারা। ১১২ করেন শুভমান। কোহলির সংগ্রহ ৫২ রান। চার নম্বরে ব্যাট করতে নেমে ৭৮ করেন শ্রেয়স আইয়ারও। ৩৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ঝড় তুলেছিলেন ফিল সল্ট ও বেন ডাকেটের জুটি। কিন্তু দশ ওভারের মধ্যেই তাঁদের ফেরান আর্শদীপ সিং। মিডল অর্ডারের ব্যর্থতায় এরপর আর ঘুরে দাঁড়ানো সক্ষম হয় নি ইংল্যান্ডের পক্ষে। ১৫.৪ ওভার বাকি থাকতেই ২১৪ রানে গুটিয়ে যায় তারা। ১৪২ রানে জয় ছিনিয়ে নেয় ভারতীয় শিবির।

Read More: IND vs ENG 3rd ODI: “একচ্ছত্র দাপট ভারতের…” হোয়াইটওয়াশ হলো ইংল্যান্ড, রোহিত বাহিনীকে শুভেচ্ছা নেটজনতার !!

এক নজরে দেখুন নয়া রেকর্ডসমূহ-

১) একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেবে ২৫০০ রান সম্পূর্ণ করলেন শুভমান গিল। মাত্র ৫০টি ইনিংসে এই মাইলস্টোন স্পর্শ করলেন তিনি। পিছনে ফেললেন দক্ষিণ আফ্রিকার হাসিম আমলাকে। প্রোটিয়া কিংবদন্তি ২৫০০ রান সম্পূর্ণ করেছিলেন ৫৩টি ওডিআই ইনিংসে।

Shubman Gill and Shreyas Iyer | IND v ENG | Image: Getty Images
Shubman Gill and Shreyas Iyer | IND v ENG | Image: Getty Images

২) প্রথম পঞ্চাশ ওডিআই ইনিংস শেষে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন শুভমান গিল। দেখুন সম্পূর্ণ তালিকা-

  • ২৫৮৭ রান- শুভমান গিল (ভারত)*
  • ২৪৮৬ রান- হাসিম আমলা (দক্ষিণ আফ্রিকা)
  • ২৩৮৬ রান- ইমাম উল হক (পাকিস্তান)
  • ২২৬২ রান- ফখর জামান (পাকিস্তান)
  • ২২৪৭ রান- শে হোপ (ওয়েস্ট ইন্ডিজ)
Shubman Gill | IND v ENG | Image: Getty Images
Shubman Gill | IND v ENG | Image: Getty Images

৩) ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তিন ম্যাচেই পঞ্চাশের অধিক স্কোর করেছেন শুভমান গিল। সপ্তম ভারতীয় হিসেবে তিন ম্যাচের সিরিজের সবক’টি খেলায় অর্ধশতক পেরোনোর নজির গড়লেন তিনি। দেখুন তালিকা-

  • কৃষ্ণমাচারি শ্রীকান্ত বনাম শ্রীলঙ্কা (১৯৮২)
  • দিলীপ ভেঙ্গসরকার বনাম শ্রীলঙ্কা (১৯৮৫)
  • মহম্মদ আজহারউদ্দিন বনাম শ্রীলঙ্কা (১৯৯৩)
  • মহেন্দ্র সিং ধোনি বনাম অস্ট্রেলিয়া (২০১৯)
  • শ্রেয়স আইয়ার বনাম নিউজিল্যান্ড (২০২০)
  • ঈশান কিষণ বনাম ওয়েস্ট ইন্ডিজ (২০২৩)
  • শুভমান গিল বনাম ইংল্যান্ড (২০২৫)*

৪) ভারতের মাটিতে একদিনের ক্রিকেটে জস বাটলারের ব্যর্থতা অব্যাহত। ব্যাটিং অর্ডারের প্রথম সাতে যাঁরা খেলেন তাঁদের মধ্যে ভারতে দ্বিতীয় সর্বনিম্ন গড় তাঁর। দেখুন তালিকা-

  • ১৩.৫২-গাই হুইটল (জিম্বাবুয়ে)
  • ১৬.৪৭- জস বাটলার* (ইংল্যান্ড)
  • ২০.১৬- অ্যান্ড্রু ফ্লিনটফ (ইংল্যান্ড)
  • ২৩.৩৮- মহম্মদ নবি (আফগানিস্তান)
  • ২৩.৫০- ডোয়েন ব্র্যাভো (ওয়েস্ট ইন্ডিজ)

৫) আজ তৃতীয় লেগস্পিনার হিসেবে ভারতের মাঠে ভারতের বিরুদ্ধে এক ইনিংসে ৪ উইকেট নিলেন আদিল রশিদ। সম্পূর্ণ তালিকা নিম্নরূপ-

  • ৪/৪৯- ব্র্যাড হগ (অস্ট্রেলিয়া), নাগপুর, ২০০৭
  • ৪.৪৫- অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া), চেন্নাই, ২০২৩
  • ৪.৬৪- আদিল রশিদ (ইংল্যান্ড), আহমেদাবাদে, ২০২৫*

৬) টানা চারটি একদিনের ম্যাচে ইংল্যান্ডের জার্সিতে পঞ্চাশ বা তার বেশী রানের জুটি গড়লেন ফিল সল্ট ও বেন ডাকেট। চতুর্থ জুটি হিসেবে এই রেকর্ড গড়লেন তাঁরা-

  • গ্রেম ফ্লাওয়ার-ক্রিস টাভারে (১৯৮৩)
  • জেসন রয়-জনি বেয়ারেস্টো (২০১৯)
  • ফিল সল্ট-উইল জ্যাকস (২০২৩)
  • ফিল সল্ট-বেন ডাকেট (২০২৪-২৫)*

৭) ভারত সফরের মাঝপথে ইংল্যান্ড দলে যোগ দিয়েছেন টম ব্যান্টন। আজ মাঠে নেমে ৪১ বলে ৩৮ রান করেন তিনি। এর আগে ২০২০ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে শেষবার লিস্ট-এ ক্রিকেটে মাঠে নেমেছিলেন ডান হাতি ব্যাটার।

Tom Banton | IND vs ENG | Image: Getty Images
Tom Banton | IND vs ENG | Image: Getty Images

৮) আহমেদাবাদের স্কোরবোর্ডে দ্বিতীয় সর্বোচ্চ রান তুললো টিম ইন্ডিয়া। অক্ষত রইলো দেড় দশক আগে দক্ষিণ আফ্রিকার গড়া রেকর্ড।

  • ৩৬৫/২ দক্ষিণ আফ্রিকা বনাম ভারত, ২০১০
  • ৩৫৬/১০ ভারত বনাম ইংল্যান্ড, ২০২৫*
  • ৩২৫/৫ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, ২০০২
  • ৩২৪/৪ ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত, ২০০২
  • ৩১৯/৭ পাকিস্তান বনাম ভারত, ২০০৭

৯) টেস্ট ও টি-২০’র পর আজ আহমেদাবাদে ওয়ান ডে ফর্ম্যাটেও শতরান করলেন শুভমান গিল। এক ভেন্যুতে তিন ফর্ম্যাটেই শতকের মাইলস্টোন স্পর্শ করা পঞ্চম ক্রিকেটার হলেন তিনি। সম্পূর্ণ তালিকা নিম্নরূপ-

  • ফাফ দু প্লেসি (দক্ষিণ আফ্রিকা)- ওয়ান্ডারার্স, জোহানেসবার্গ
  • ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- অ্যাডিলেড ওভাল
  • বাবর আজম (পাকিস্তান)- ন্যাশনাল স্টেডিয়াম, করাচী
  • ক্যুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)- সুপারস্পোর্ট পার্ক, সেঞ্চুরিয়ন
  • শুভমান গিল (ভারত)- আহমেদাবাদ*

১০) ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে বুধবার জয় ছিনিয়ে নিলো টিম ইন্ডিয়া।

IND vs ENG | Image: Getty Images
IND vs ENG | Image: Getty Images
  • ১৫৮ রান, রাজকোট, ২০০৮
  • ১৪২ রান, আহমেদাবাদ, ২০২৫*
  • ১৩৩ রান, কার্ডিফ, ২০১৪
  • ১২৭ রান, কোচি, ২০১৩
  • ১২৬ রান, হায়দ্রাবাদ, ২০১১

Also Read: IND vs ENG 3rd ODI Highlights: হুড়মুড়িয়ে ভাঙলো ইংল্যান্ডের ব্যাটিং অর্ডার, ১৪২ রানে জিতে বাটলারদের হোয়াইটওয়াশ ভারতের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *