IND vs ENG: নাগপুর ও কটকে পরপর দুই ম্যাচে দাপুটে জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। নিশ্চিত করেছে সিরিজ জয়। আহমেদাবাদের তৃতীয় ম্যাচটিকেও হাল্কাভাবে নিতে রাজী নন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। চ্যাম্পিয়নস ট্রফির আগে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য সামনে রেখেই এগোতে চাইছেন তাঁরা। বুধবারের ম্যাচে প্রথম একাদশে কিছু রদবদল করতে পারেন কোচ গৌতম গম্ভীর। কে এল রাহুলকে রিজার্ভ বেঞ্চে পাঠিয়ে উইকেটরক্ষক হিসেবে সুযোগ দেওয়া হতে পারে ঋষভ পন্থকে। একাদশে নিজের জায়গা হয়ত ফিরে পাচ্ছেন কুলদীপ যাদব, ডাক পেতে পারেন আর্শদীপ সিং-ও। অন্যদিকে ইংল্যান্ডের সামনে আহমেদাবাদের ম্যাচ কার্যত মুখরক্ষার লড়াই। টি-২০ সিরিজে ৪-১ পর্যুদস্ত হয়েছে তারা। ওয়ান ডে’তে অন্তত একটি ম্যাচ জিতে খানিক আত্মবিশ্বাস ফিরে পাওয়াই লক্ষ্য জস বাটলার, জো রুটদের। তারা একাদশে ফেরাতে পারে জোফ্রা আর্চারকে।
Read More: ইংল্যান্ডের বিরুদ্ধে পরিষ্কার হলো ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশ, X ফ্যাক্টরকে বসিয়ে খেলবে ম্যাচ !!
IND vs ENG ম্যাচের সময়সূচি-
তৃতীয় একদিনের ম্যাচ
তারিখ- ১২/০২/২০২৫
ভেন্যু- নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ
সময়- দুপুর ১টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
Narendra Modi Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-
![IND vs ENG 3rd ODI Preview: ক্লিন স্যুইপ-এর লক্ষ্য নিয়ে মাঠে নামছে ভারত, আহমেদাবাদে সান্ত্বনা পুরষ্কারের খোঁজে টিম ইংল্যান্ড !! 2 Narendra Modi Stadium, Ahmedabad | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2023/01/narendra-modi-stadium.jpg)
আহমেদাবাদের মোতেরা বা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড। সাধারণত এই মাঠে বাইশ গজ খানিক মন্থর হয়। কার্যকরী হন স্পিনাররা। বুধবারও তেমনটাই দেখা যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখানে সাধারণত ওয়ান ডে’তে বিরাট স্কোর কমই দেখা যায়। আহমেদাবাদে প্রথম ইনিংসের গড় স্কোর ২৩৭, দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে তা কমে দাঁড়ায় ২০৮-এ। এখনও অবধি ৩৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এই মাঠে আয়োজিত হয়েছে। তার মধ্যে ১৯টিতে প্রথম ব্যাটিং করে জয় এসেছে। আর ১৭টিতে সাফল্য মিলেছে রান তাড়া করে। চলতি সিরিজে এখনও অবধি দুই ম্যাচেই পরে ব্যাট করে এসেছে জয়। সেই কথা মাথায় রেখে টসজয়ী অধিনায়ক প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিতে পারেন।
Ahmedabad Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-
![IND vs ENG 3rd ODI Preview: ক্লিন স্যুইপ-এর লক্ষ্য নিয়ে মাঠে নামছে ভারত, আহমেদাবাদে সান্ত্বনা পুরষ্কারের খোঁজে টিম ইংল্যান্ড !! 3 Ahmedabad Weather Forecast | Image: Twitter](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2025/02/Ahmedabad-Weather.png)
স্বস্তির খবর শুনিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। বুধবার অর্থাৎ ভারত বনাম ইংল্যান্ড সিরিজের শেষ ম্যাচের দিন কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই আহমেদাবাদে। আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩১ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৩৬ শতাংশ থাকার সম্ভাবনা। এছাড়া ম্যাচের সময় ১৩ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
IND vs ENG হেড টু হেড পরিসংখ্যান-
![IND vs ENG 3rd ODI Preview: ক্লিন স্যুইপ-এর লক্ষ্য নিয়ে মাঠে নামছে ভারত, আহমেদাবাদে সান্ত্বনা পুরষ্কারের খোঁজে টিম ইংল্যান্ড !! 4 IND vs ENG | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2024/12/india-vs-england-1st-ODI.webp)
ওয়ান ডে ক্রিকেটের ময়দানে ১০৮ বার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত। এর মধ্যে জয়-পরাজয়ের নিরিখে বেশ খানিকটা এগিয়ে রয়েছে ‘মেন ইন ব্লু’ই। তারা জিতেছে ৫৯ ম্যাচ। পক্ষান্তরে ইংল্যান্ডের জয়ের সংখ্যা ৪৪। বাকি ৫টি ম্যাচের মধ্যে ৩টি থেকেছে অমীমাংসিত আর ২টি টাই হয়েছে। ঘরের মাঠে টিম ইন্ডিয়া জিতেছে ৩৫টি ম্যাচ। অ্যাওয়ে ভেন্যুতে তাদের জয়ের সংখ্যা ১৮। আর ৬ বার জিতেছে নিরপেক্ষ মাঠে। অন্যদিকে ইংল্যান্ডের হোমগ্রাউন্ডে জয়ের সংখ্যা ২৩। ভারতকে তারা ভারতের মাঠে হারিয়েছে ১৭ বার। আর ৪ বার জিতেছে নিরপেক্ষ মাঠে।
IND vs ENG লাইভ স্ট্রিমিং-
ভারত বনাম ইংল্যান্ড ওয়ান ডে সিরিজের প্রত্যেকটি ম্যাচ স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে। এছাড়া ডিজনি+হটস্টারের অ্যাপ ও ওয়েবসাইটে দেখা যাবে লাইভ স্ট্রিমিং-ও।
দুই দলের সম্ভাব্য একাদশ-
![IND vs ENG 3rd ODI Preview: ক্লিন স্যুইপ-এর লক্ষ্য নিয়ে মাঠে নামছে ভারত, আহমেদাবাদে সান্ত্বনা পুরষ্কারের খোঁজে টিম ইংল্যান্ড !! 5 IND vs ENG | Image: Twitter](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2025/02/IND-ENG.jpg)
ভারত (IND)-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রাণা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব।
ইংল্যান্ড (ENG)-
ফিল সল্ট (উইকেটরক্ষক), বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, ব্রাইডন কার্স, জেমি ওভারটন, জোফ্রা আর্চার, মার্ক উড, আদিল রশিদ।