IND vs ENG: এজবাস্টন টেস্টের তৃতীয় দিনেও দাপট ধরে রাখলো টিম ইন্ডিয়া (Team India)। গতকাল ৩ উইকেট খুইয়ে ৭৭ রান তুলেছিলো ইংল্যান্ড। আজ প্রথম সেশনেই জোড়া উইকেট তুলে ভারতকে অনেকখানি এগিয়ে দিয়েছিলেন মহম্মদ সিরাজ। ইংল্যান্ডকে ফলো-অন করানোর স্বপ্ন দেখতে শুরু করেছিলেন সমর্থকেরা (IND vs ENG)। কিন্তু রুখে দাঁড়ান হ্যারি ব্রুক (Harry Brook) ও জেইমি স্মিথ। দুই তরুণের ধ্বংসযজ্ঞ লড়াইতে ফেরায় ইংল্যান্ডকে। শতকের মাইলস্টোন পেরোন তাঁরা। শেষমেশ তৃতীয় সেশনে ম্যাচে ফেরে মেন ইন ব্লু। জ্বলে ওঠেন বাংলার আকাশ দীপ ও হায়দ্রাবাদের মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। পরপর উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে ৪০৭ রানে গুটিয়ে দেন তাঁরা। ১৮০ রানের লিড পায় ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে তাদের ঝুলিতে ১ উইকেটের বিনিময়ে ৬৪। ক্রিজে রয়েছেন কে এল রাহুল ও করুণ নায়ার।
Read More: দুর্দান্ত প্রত্যাবর্তন টিম ইন্ডিয়ার, ইংল্যান্ডকে ৪০৭ রানেই দিলো আটকে !!
ছয় উইকেট সিরাজের, সফল আকাশ’ও-

বাড়তি বাউন্সকে কাজে লাগিয়ে প্রথম সেশনে সাফল্য ছিনিয়ে নিয়েছিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। পরপর দুই ডেলিভারিতে রুট ও স্টোকসকে সাজঘরের পথ দেখান তিনি। দু’জনই ধরা পড়েন ঋষভ পন্থের নিরাপদ দস্তানায়। ৮৪ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে বসা ইংল্যান্ড এরপর ঘুরে দাঁড়ায় এজবাস্টনের বাইশ গজে। প্রথম টেস্টে (IND vs ENG) ৯৯ রানের চমৎকার ইনিংস খেলেছিলেন হ্যারি ব্রুক। আজও বেশ সাবলীল দেখালো তাঁকে। অপর প্রান্তে জ্বলে ওঠেন জেইমি স্মিথ’ও (Jamie Smith)। প্রসিদ্ধ কৃষ্ণাকে নিয়ে রীতিমত ছেলেখেলা করেন ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার। এক ওভারে চারটি বাউন্ডারি ও একটি ছক্কা-সহ ছিনিয়ে নেন ২৩ রান। ঝড়ের গতিতে মধ্যাহ্নভোজের আগেই শতক ছুঁয়ে ফেলেন তিনি। দ্বিতীয় সেশনে তিন অঙ্কের মাইলস্টোন স্পর্শ করেন ব্রুক’ও। চা পানের বিরতির আগে কোনো সাফল্যই পায় নি ‘মেন ইন ব্লু।’
পরিস্থিতি বদলায় তৃতীয় সেশনে। ব্যক্তিগত ১৫৮ রানের মাথায় আকাশ দীপের (Akash Deep) ইনস্যুইং-এ পরাস্ত হয়ে বোল্ড হন হ্যারি ব্রুক (Harry Brook)। ভাঙন ধরে ৩০২ রানের জুটিতে। এরপর বেশী দূর এগোতে পারেন নি ক্রিস ওকস। আকাশ দীপের বলেই প্রথম স্লিপে তিনি ধরা পড়েন করুণ নায়ারের হাতে। ৫ রান করে সাজঘরে ফেরেন ইংল্যান্ড অলরাউন্ডার। বাকি কাজটা দ্রুত সারেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। তাঁর দুরন্ত দু’টি ডেলিভারিতে লেগ বিফোর হন ব্রাইডন কার্স ও জশ টাং। খাতা খোলার সুযোগ পান নি দু’জনেই। এরপর শোয়েব বশিরকে আউট করতেও বেশী বেগ পেতে হয় নি হায়দ্রাবাদের পেসারকে। ইংল্যান্ডের এগারো নম্বর ব্যাটারকে দাঁড় করিয়ে রেখে অফস্টাম্পের বেল ছিটকে দেয় সিরাজের ইনস্যুইং। জেইমি স্মিথ’কে রোখার মন্ত্র অবশ্য খুঁজে পায় নি ভারত। ১৮৪ করে অপরাজিত থাকেন তিনি।
চালকের আসনে টিম ইন্ডিয়া-

ভারত থেমেছিলো ৫৮৭ রানে। জবাবে ইংল্যান্ড আটকে গিয়েছে ৪০৭-এ। ১৮০ রানে এগিয়ে থাকা ‘মেন ইন ব্লু’ যে এজবাস্টনে জয় ছাড়া আর কিছুই ভাবছে না তা স্পষ্ট দ্বিতীয় ইনিংসে তাঁদের ব্যাটিং থেকেই। ওয়ান ডে’র ঢঙে ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে দেখা গেলো দুই ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও কে এল রাহুলকে। একের পর এক কাট, পুল বা ড্রাইভ ছিটকে বেরোলো তাঁদের ব্যাট থেকে। জশ টাং-এর বলে লেগ বিফোর হওয়ার আগে ২২ বলে ২৮-এর ঝোড়ো ইনিংস খেলে যান যশস্বী। দ্রুততম ভারতীয় হিসেবে টেস্টে ২০০০ রানের মাইলস্টোন পেরোলেন মুম্বইয়ের তরুণ। প্রথম ইনিংসের ব্যর্থতা ঝেড়ে সপ্রতিভ রাহুল’ও। দিনের শেষে তিনি অপরাজিত ৩৮ বলে ২৮ করে। রয়েছেন করুণ নায়ার। তাঁর সংগ্রহ আপাতত ৭ রান। ২৪৪ রানে এগিয়ে রয়েছে ভারতীয় দল।