IND vs ENG: গত বুধবার একপেশে ম্যাচে ইংল্যান্ডকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছিলো ভারতীয় দল। শনিবার চেন্নাইয়ের বাইশ গজে পরীক্ষা ততটা সহজ হলো না। জয় এলো বটে, তবে তার জন্য বিস্তর কাঠখড় পোড়াতে হলো ‘মেন ইন ব্লু’কে। চোটের কারণে আজ বাদ পড়েছিলেন রিঙ্কু সিং ও নীতিশ কুমার রেড্ডি। তাঁদের বদলি হিসেবে একাদশে জায়গা করে নিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর ও ধ্রুব জুড়েল। স্ট্র্যাটেজিতে অবশ্য বিশেষ পরিবর্তন করেন নি কোচ গৌতম গম্ভীর। টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্তই নেয় ভারত। ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৬৫ করে ইংল্যান্ড। রান তাড়া করতে নেমে পরপর উইকেট হারিয়ে একটা সময় বেশ চাপে ছিলো টিম ইন্ডিয়া। খাদের কিনার থেকে দলকে উদ্ধার করেন তিলক বর্মা। তাঁর অনবদ্য ইনিংসের সৌজন্যেই ৪ বল বাকি থাকতে জিতলো ভারতীয় শিবির।
Read More: IND vs ENG 2nd T20i: “আর্চারকে ধুয়ে দিয়েছে…” ইংল্যান্ডের পেস অস্ত্রকে ভোঁতা করলেন তিলক, হইচই সমাজমাধ্যমে !!
ব্যর্থ ওপেনাররা, সূর্যের অফ ফর্ম চলছেই-
ইডেনের ঝড় তুলেছিলেন অভিষেক শর্মা। ৩৪ বলে ৭৯ রান করে দলকে দুর্দান্ত জয় এনে দিয়েছিলেন তিনি। কিন্তু আজ সেই ছন্দ ধরে রাখতে পারলেন না বাম হাতি ওপেনার। তিনটি বাউন্ডারি হাঁকিয়ে শুরুটা ভালো করেছিলেন, কিন্তু মার্ক উডের বলে লেগ বিফোর হয়ে সাজঘরে ফেরেন তিনি। ৬ বলে অভিষেকের সংগ্রহ আজ মাত্র ১২ রান। ব্যর্থ সঞ্জু স্যামসন’ও। আজ চেপকে ৭ বল খেলে ৫-এর বেশী করতে পারেন নি তিনি। জোফ্রা আর্চারের দ্রুত গতির ডেলিভারিতে পুল শট মারতে চেষ্টা করেছিলেন। ব্যাটের উপরের দিকে লাগে বল। সহজ ক্যাচ তালুবন্দী করতে বিশেষ সমস্যায় পড়তে হয় নি ব্রাইডন কার্সকে। অধিনায়ক সূর্যকুমার যাদবের অফ ফর্ম কাটলো না আজও। ইডেনে শূন্য করে আউট হয়েছিলেন। আজ ১২ করেন ৭ বল খেলে। ৫৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসেছিলো ভারত।
ভারতকে লড়াইতে রাখেন তিলক-সুন্দর-
ধ্রুব জুড়েল, হার্দিক পান্ডিয়ারাও আজ চূড়ান্ত ব্যর্থ। যথাক্রমে ৪ ও ৭ রান করে আউট হন দুজনে। একটা সময় ভারতীয় সমর্থকদের মধ্যে জাঁকিয়ে বসেছিলো হারের আতঙ্ক। ত্রাতার ভূমিকা নেন তিলক বর্মা ও ওয়াশিংটন সুন্দর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোড়া শতরান করে আইসিসি র্যাঙ্কিং-এ তিন নম্বরে উঠে এসেছেন তিলক। তিনি যে লম্বা রেসের ঘোড়া তা আজ প্রমাণ করলেন হায়দ্রাবাদের তরুণ। চাপের মুখে মাথা ঠাণ্ডা রেখে স্কোরবোর্ডকে সচল রেখে গেলেন তিনি। আক্রমণ শানালেন প্রতিপক্ষের সেরা পেসার জোফ্রা আর্চারের বিরুদ্ধে। ক্যারিবিয়ানজাত পেসারের দুটি ওভার থেকে যথাক্রমে ১৫ ও ১৯ রান ছিনিয়ে নেন তিনি। অপরপ্রান্তে কার্যকরী ইনিংস খেলেন ওয়াশিংটন’ও। ১৩ বলে ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৬ করেন তিনি। ৩৮ রানের জুটি গড়েন দুই দক্ষিণ ভারতীয় তরুণ।
আগ্রাসী তিলক জেতালেন ভারতকে-
ব্রাইডন কার্সের বলে যখন আউট হন ওয়াশিংটন সুন্দর, তখন ভারতের স্কোরবোর্ডে ১১৬ রান। তখনও প্রয়োজন ছিলো ৫০ রান। অক্ষর প্যাটেল (৭), আর্শদীপ সিং-রা (৫) বেশীদূর এগোতে পারেন নি। বাকি পথটা কার্যত একাই দলকে টেনে নিয়ে গেলেন তিলক বর্মা। আজ ইংল্যান্ডের বিরুদ্ধে ধৈর্য্যের দুর্দান্ত পরীক্ষা দিলেন তিনি। উইকেট বাঁচানোর লক্ষ্যে বহু সিঙ্গল নেন নি তিনি। ভরসা করেছেন কেবলমাত্র বড় শটের উপর। শেষমেশ কাজে এলো সেই স্ট্র্যাটেজিই। ২০তম ওভারের দ্বিতীয় বলে জেইমি ওভারটনকে কভার অঞ্চল দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে ভারতীয় দলকে দুর্দান্ত জয় এনে দেন তিনি। ৫৫ বলে ৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে তিলকের ৭২* রানের ইনিংসটিকে কুর্নিশ ক্রিকেটদুনিয়ার। নয় নম্বরে নেমে দুই বাউন্ডারির সাহায্যে ৯* করেন রবি বিষ্ণোইও। আজকের জয়ে যথেষ্ট অবদান তাঁরও।