ind-vs-eng-2025-2nd-t20i-match-preview

IND vs ENG: ইডেনের বাইশ গজে ধুন্ধুমার সূচনা হয়েছে ভারত বনাম ইংল্যান্ড টি-২০ সিরিজের (IND vs ENG)। প্রথম ম্যাচে প্রতিপক্ষকে রীতিমত খড়কুটোর মত উড়িয়েই দিয়েছে ‘মেন ইন ব্লু।’ ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া ১৩৩ রানের লক্ষ্য ৪৩ বল বাকি থাকা অবস্থাতেই তাড়া করে নিয়েছে সঞ্জু স্যামসন (Sanju Samson), অভিষেক শর্মাদের ব্যাটিং বিক্রমের সৌজন্যে। শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচটি রয়েছে চেন্নাইয়ের চেপকে। একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে মহম্মদ শামি’র (Mohammed Shami)। পিচের কথা ভেবে তিন স্পিনারের ছক অটুট রাখতে পারেন কোচ গম্ভীর। বাদ দেওয়া হতে পারে নীতিশ কুমার রেড্ডিকে। অন্যদিকে একাদশ নির্বাচন নিয়ে চিন্তায় ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাকালাম’ও। চেন্নাইতে আদিল রশিদের সাথে বাড়তি স্পিনার হিসেবে খেলানো হতে পারে রেহান আহমেদকে (Rehan Ahmed)। হাত ঘোরাতে হবে লিয়াম লিভিংস্টোনকেও। সম্ভবত বাদ পড়তে পারেন গাস অ্যাটকিনসন।

Read More: গম্ভীরের কেরিয়ার বাঁচাতে পরম বন্ধু উপহার দিলেন মোক্ষম অস্ত্র, কুপোকাত বিপক্ষ দল !!

IND vs ENG ম্যাচের সময়সূচি-

দ্বিতীয় টি-২০ ম্যাচ

তারিখ- ২৫/০১/২০২৫

ভেন্যু- এম এ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই

সময়- সন্ধ্যে ৭টা (ভারতীয় সময়)

MA Chidambaram Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

MA Chidambaram Stadium, Chennai | IND vs ENG | Image: Getty Images
MA Chidambaram Stadium, Chennai | Image: Getty Images

ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচটি আয়োজিত হতে চলেছে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। ইডেনে গত বুধবার স্পিন সামলাতে বেশ সমস্যায় পড়েছে ইংল্যান্ড। শনিবারও তাঁদের জন্য অপেক্ষা করে থাকতে পারে ঘূর্ণি পিচই। চেপকে সাধারণত কার্যকরী ভূমিকা নেন স্পিনাররা। আসন্ন ম্যাচেও তার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা কম। পরিসংখ্যান বলছে যে এই মাঠে ইতিপূর্বে আয়োজিত ৯টি আন্তর্জাতিক টি-২০’র মধ্যে ৬টিতে প্রথম ব্যাটিং করে জয় এসেছে। মাত্র ২টিতে সাফল্য এসেছে রান তাড়া করে। প্রথম ইনিংসে গড় স্কোর থাকে ১৫০। দ্বিতীয় ইনিংসে তা কমে দাঁড়ায় ১২২। তবুও শিশিরের বিষয়টি মাথায় রেখে এখানে টসজয়ী অধিনায়ক সম্ভবত প্রথমে বোলিং-এর সিদ্ধান্তই নেবেই। ব্যাটিং-এর আমন্ত্রণ জানাবেন প্রতিপক্ষকে।

Chennai Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Chennai Weather Forecast | Image: Twitter
Chennai Weather Forecast | Image: Twitter

কলকাতায় ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজের প্রথম ম্যাচটিতে কোনো রকম বাধা সৃষ্টি করে নি প্রকৃতি। চেন্নাইতে দ্বিতীয় ম্যাচের দিনও আবহাওয়া মনোরম থাকবে বলেই আশা বিশেষজ্ঞদের। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাত্র ১০ শতাংশ। যা বড় কোনো বাধা হয়ে দাঁড়াবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদ্‌’রা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। শনিবার চেন্নাইয়ের বাতাসে আপেক্ষিক আর্দ্রতা হতে পারে ৬৯ শতাংশ। যা খানিক অস্বস্তির কারণ হতে পারে ক্রিকেটারদের। এছাড়া ম্যাচ চলাকালীন ১৬ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইতে পারে বলে জানা গিয়েছে।

IND vs ENG হেড টু হেড পরিসংখ্যান-

IND vs ENG | Image: Getty Images
IND vs ENG | Image: Getty Images

টি-২০’র ময়দানে ২৫টি ম্যাচে মাঠে নেমেছে ভারত ও ইংল্যান্ড (IND vs ENG)। এর মধ্যে জয়-পরাজয়ের নিরিখে সামান্য এগিয়ে ‘মেন ইন ব্লু।’ তারা জিতেছে ১৪টি ম্যাচ। পক্ষান্তরে ইংল্যান্ডের জয়ের সংখ্যা ১১। ঘরের মাঠে ভারতীয় দল জয় পেয়েছে ৭টি ম্যাচে। অ্যাওয়ে গ্রাউন্ডে জয়ের সংখ্যা ৪। আর বাকি ৩টি সাফল্য এসেছে নিরপেক্ষ ভেন্যুতে। ইংল্যান্ড নিজেদের দেশে জয় পেয়েছে ৫টি ম্যাচে। ভারতকে তারা ভারতের মাটিতে হারিয়েছে ৫ বার। আর নিরপেক্ষ ভেন্যুতে জয়ের সংখ্যা ১।

IND vs ENG লাইভ স্ট্রিমিং-

ভারত ও ইংল্যান্ড (IND vs ENG) টি-২০ সিরিজের ম্যাচগুলি সরাসরি সম্প্রসারিত হবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে। এছাড়া ডিজনি+হটস্টারেও লাইভ স্ট্রিমিং হবে খেলাগুলির।

দুই দলের সম্ভাব্য একাদশ-

IND vs ENG | Image: Getty Images
IND vs ENG | Image: Getty Images

ভারত (IND)-

অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী।

ইংল্যান্ড (ENG)-

ফিল সল্ট (উইকেটরক্ষক), বেন ডাকেট, জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, জেকব বেথেল, লিয়াম লিভিংস্টোন, জেইমি ওভারটন, জোফ্রা আর্চার, রেহান আহমেদ, আদিল রশিদ, মার্ক উড।

Also Read: CT 2025: আইসিসি’র চাপে পিছু হটছে বিসিসিআই, জার্সিতে লিখতেই হচ্ছে ‘পাকিস্তান’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *