IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের (IND vs ENG) প্রথম একদিনের ম্যাচে দাপুটে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। রবিবার কটকে দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজ হাতের মুঠোয় ধরতে পারেন রোহিত শর্মা’রা। সেই লক্ষ্য সামনে রেখেই মাঠে নামছে ‘মেন ইন ব্লু।’ প্রথম ম্যাচে চোটের কারণে খেলেন নি বিরাট কোহলি (Virat Kohli)। সম্পূর্ণ ফিট হয়ে আজ মাঠে ফিরেছেন তিনি। মহাতারকাকে একাদশে জায়গা করে দিতে রিজার্ভ বেঞ্চে বসতে হয়েছে তরুণ তুর্কি যশস্বী জয়সওয়ালকে। অভিষেক হচ্ছে বরুণ চক্রবর্তীর’ও। নাগপুরে ব্যাট হাতে শুরুটা ভালো করলেও পরে অল্প সময়ের ব্যবধানে বেশ কিছু উইকেট হারিয়ে চাপে পড়েছিলো ইংল্যান্ড। আজ তাদের মিডল অর্ডারের দিকে বিশেষ নজর থাকবে। ঘুরে দাঁড়াতে হলে রানের মধ্যে ফিরতে হবে হ্যারি ব্রুক (Harry Brook), জো রুট, লিয়াম লিভিংস্টোনদের। একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে ইংল্যান্ড।
Read More: বিরাটের প্রত্যাবর্তনে শ্রেয়স আইয়ার নয় বরং বাদ পড়বেন এই ‘ফ্লপ’ ক্রিকেটার, প্রথম ম্যাচে করেছেন ডাহা ফেল !!
IND vs ENG ম্যাচের সময়সূচি-
দ্বিতীয় একদিনের ম্যাচ
তারিখ- ০৯/০২/২০২৫
ভেন্যু- বারাবাটি স্টেডিয়াম, কটক
সময়- দুপুর ১টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
Barabati Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-
![IND vs ENG 2nd ODI Toss Report in Bengali: টসে জিতলো ইংল্যান্ড, কটকে একাদশে জোড়া পরিবর্তন টিম ইন্ডিয়ার !! 2 Barabati Stadium, Cuttack | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2025/02/Cuttack.png)
কটকের বারাবাটি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড (IND vs ENG)। সাধারণত এই মাঠে ব্যাট ও বলের মধ্যে সুস্থ প্রতিযোগিতা দেখা যায়। ইনিংসের শুরুতে নতুন বলকে কাজে লাগিয়ে স্যুইং আদায় করতে পারেন পেসাররা। ম্যাচ যত গড়ায় ততই কার্যকরী হয়ে ওঠেন স্পিনাররা। বারাবাটি স্টেডিয়ামে প্রথম ইনিংসের গড় স্কোর ২২৯। দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে তা ২০১। এখনও অবধি ২৭টি আন্তজার্তিক একদিনের ম্যাচ এই মাঠে আয়োজিত হয়েছে। এর মধ্যে ১১টিতে প্রথম ব্যাটিং করে জয় এসেছে। রান তাড়া করতে নেমে জয়ের সংখ্যা ১৬। বসন্তের শুরুতে পূর্ব ভারতে শিশির বড়সড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। ব্যাটিং বা বোলিং-এর সিদ্ধান্ত নেওয়ার আগে টসজয়ী অধিনায়ক মাথায় রাখতে পারেন বিষয়টি।
Cuttack Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-
![IND vs ENG 2nd ODI Toss Report in Bengali: টসে জিতলো ইংল্যান্ড, কটকে একাদশে জোড়া পরিবর্তন টিম ইন্ডিয়ার !! 3 Cuttack Weather Forecast | Image: Twitter](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2025/02/Cuttack-Weather.png)
নাগপুরে সিরিজের প্রথম একদিনের ম্যাচে আবহাওয়া বাধা হয়ে দাঁড়ায় নি। আজ কটকেও প্রকৃতির রোষের মুখে ক্রিকেটকে পড়তে হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে। কটকে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করার সম্ভাবনা। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫২ শতাংশ থাকার সম্ভাবনা। যা ক্রিকেটারদের জন্য ঈষৎ অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। এছাড়া ম্যাচ চলাকালীন ৬ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে হাওয়া বইবার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদ্রা।
IND vs ENG হেড টু হেড পরিসংখ্যান-
![IND vs ENG 2nd ODI Toss Report in Bengali: টসে জিতলো ইংল্যান্ড, কটকে একাদশে জোড়া পরিবর্তন টিম ইন্ডিয়ার !! 4 IND vs ENG | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2025/02/Harshit-vs-Broo.png)
পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে ভারত ও ইংল্যান্ড মুখোমুখি হয়েছে ১০৮টি ম্যাচে। পাল্লা ভারী ‘মেন ইন ব্লু’র। তারা জিতেছে ৫৯টি ম্যাচ। পক্ষান্তরে ইংল্যান্ডের জয়ের সংখ্যা ৪৪। বাকি ম্যাচগুলির মধ্যে ৩টি অমীমাংসিত থেকেছে, এবং ২টি টাই হয়েছে। ভারত ঘরের মাঠে জিতেছে ৩৫টি ম্যাচ। ইংল্যান্ডের মাঠে তাদের সাফল্যের সংখ্যা ১৮। ছয়টি ম্যাচ তারা জিতেছে নিরপেক্ষ ভেন্যুতে। ইংল্যান্ড ভারতের বিরুদ্ধে নিজেদের দেশের মাঠে জিতেছে ২৩টি ম্যাচ। অ্যাওয়ে গ্রাউন্ডে জিতেছে ১৭টি ম্যাচ। আর নিরপেক্ষ ভেন্যুতে বাজিমাত করেছে ৪টি খেলায়।
টসের পর দুই অধিনায়কের মন্তব্য-
![IND vs ENG 2nd ODI Toss Report in Bengali: টসে জিতলো ইংল্যান্ড, কটকে একাদশে জোড়া পরিবর্তন টিম ইন্ডিয়ার !! 5 Rohit Sharma and Jos Buttler | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2025/02/Rohit-Buttler.png)
রোহিত শর্মা (IND)-
প্রথম ম্যাচের পারফর্ম্যান্স ভালো হয়েছিলো। বেশ কিছুদিন মাঠ থেকে দূরে থাকলেও দলের এনার্জি বেশ ভালো ছিলো। দুই উইকেট হারানোর পরেও শ্রেয়স যে মানসিকতা দেখিয়েছে তা তারিফযোগ্য। ও নিজের মানসিকতা নিয়ে গর্ব করে। শুভমান ও অক্ষরের অবদানও ভুললে চলবে না। কৃষ্ণমৃত্তিকার পিচ। হয়ত একটু মন্থর হবে। আমার তো তেমনটাই মনে হয়। দুটো পরিবর্তন রয়েছে। যশস্বীর বদলে খেলবে বিরাট আর কুলদীপকে বিশ্রাম দেওয়া হয়েছে। অভিষেক করছে বরুণ চক্রবর্তী।
জস বাটলার (ENG)-
আমরা প্রথম ব্যাটিং করবো। সঠিক দিকেই এগোচ্ছি। আরেকটু বেশী সময় যদি ভালো খেলতে পারি তাহলে আজ সাফল্যের আশা করাই যায়। কৃষ্ণমৃত্তিকার পিচ একটু শুকনো লাগছে। তবেই ভালোই হবে হয়ত। তিনটে বদল রয়েছে। মার্ক উড, গাস অ্যাটকিনসন ও জেইমি ওভারটন সুযোগ পেয়েছে একাদশে।
দুই দলের প্রথম একাদশ-
![IND vs ENG 2nd ODI Toss Report in Bengali: টসে জিতলো ইংল্যান্ড, কটকে একাদশে জোড়া পরিবর্তন টিম ইন্ডিয়ার !! 6 IND vs ENG | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2025/02/1738850215603.jpg)
ভারত (IND)-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রাণা, মহম্মদ শামি,বরুণ চক্রবর্তী।
ইংল্যান্ড (ENG)-
ফিল সল্ট (উইকেটরক্ষক), বেন ডাকেট, হ্যারি ব্রুক, জো রুট, জস বাটলার (অধিনায়ক),লিয়াম লিভিংস্টোন, জেইমি ওভারটন, গাস অ্যাটকিনসন, আদিল রশিদ, সাকিব মাহমুদ, মার্ক উড।
দ্বিতীয় ওডিআই, টস রিপোর্ট-
টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।