IND vs ENG: গত বৃহস্পতিবার নাগপুরে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া (IND vs ENG)। তিন ম্যাচের সিরিজে আপাতত তারা এগিয়ে ১-০ ফলে। রবিবার কটকে আর একটি মাত্র জয় পেলেই সিরিজ হাতের মুঠোয় চলে আসবে রোহিত শর্মা, শুভমান গিলদের। সেই লক্ষ্য সামনে রেখেই মাঠে নামছে ‘মেন ইন ব্লু।’ চোটের জন্য জামথায় খেলতে পারেন নি বিরাট কোহলি। দ্বিতীয় ম্যাচে ফিরছেন তিনি। যা স্বস্তি বাড়াচ্ছে কোচ গৌতম গম্ভীরের। এছাড়াও ছন্দে থাকা শ্রেয়স, অক্ষর বা হর্ষিত রাণাদের উপরেও বাজি ধরছে টিম ইন্ডিয়া। পক্ষান্তরে ইংল্যান্ডের ভাগ্যে চলতি ভারত সফরে জুটেছে শুধুই হতাশা। টি-২০ সিরিজে ৪-১ হারের পর পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে অস্তিত্ব টিকিটে রাখার জন্য কটকে জয় অত্যন্ত জরুরী তাদের জন্য। নিঃসন্দেহে সর্বস্ব দিয়েই সাফল্য ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবেন ব্রুক, বেথেল, আর্চাররা।
Read More: বিরাটের প্রত্যাবর্তনে শ্রেয়স আইয়ার নয় বরং বাদ পড়বেন এই ‘ফ্লপ’ ক্রিকেটার, প্রথম ম্যাচে করেছেন ডাহা ফেল !!
IND vs ENG ম্যাচের সময়সূচি-
দ্বিতীয় একদিনের ম্যাচ
তারিখ- ০৯/০২/২০২৫
ভেন্যু- বারাবাটি স্টেডিয়াম, কটক
সময়- দুপুর ১টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
Barabati Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-
কটকের বারবাটি স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচটি। ব্যাটারদের পাশাপাশি এই মাঠের বাইশ গজে সাহায্য থাকে বোলারদের জন্যও। ইনিংসের গোড়াতে নতুন বল ব্যবহার করে স্যুইং আদায় করে নিতে পারেন পেসাররা। এছাড়া খেলা যত গড়ায় ততই কার্যকরী হওয়ার সম্ভাবনা স্পিনারদেরও। পরিসংখ্যান বলছে যে এখানে প্রথম ইনিংসের গড় স্কোর ২২৯, দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে তা ২০১। এখানে আয়োজিত ২৭টি আন্তর্জাতিক একদিনের ম্যাচের মধ্যে ১১টিতে প্রথম ব্যাটিং করা দল জয় পেয়েছে। ১৬টিতে জয় এসেছে রান তাড়া করে। রবিবার টসজয়ী অধিনায়ক রান তাড়া করার সিদ্ধান্তই নিতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Cuttack Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-
রবিবার ওড়িশার কটকে ভারতের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড (IND vs ENG)। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের বিশেষ সম্ভাবনা নেই সেদিন। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩১ ডিগ্রী সেলিসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। রবিবার দিন কটকের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫২ শতাংশ থাকতে পারে। যা ম্যাচ চলাকালীন খানিক অস্বস্তিতে ফেলতে পারে ক্রিকেটারদের। এছাড়াও খেলার দিন ৬ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বায়ু প্রবাহিত হতে পারে বলে জানা গিয়েছে।
IND vs ENG হেড টু হেড পরিসংখ্যান-
ভারত ও ইংল্যান্ড (IND vs ENG) পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে সম্মুখসমরে নেমেছে ১০৮ বার। এর মধ্যে ৫৯টি ম্যাচে জিতেছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের জয়ের সংখ্যা ৪৪। বাকি পাঁচ ম্যাচের মধ্যে ৩টি অমীমাংসিত থেকেছে, আর ২টি টাই হয়েছে। ভারত ঘরের মাঠে জয় পেয়েছে ৩৫টি ম্যাচে। অ্যাওয়ে ভেন্যুতে জিতেছে ১৮ বার। আর ৬ বার জিতেছে নিরপেক্ষ ভেন্যুতে। পক্ষান্তরে ইংল্যান্ডের ৪৪ জয়ের মধ্যে ১৭টি এসেছে ভারতের মাটিতে। ৪ বার নিরপেক্ষ মাঠে জয় পেয়েছে তারা। আর ঘরের মাঠে জিতেছে ২৩টি ম্যাচ।
IND vs ENG লাইভ স্ট্রিমিং-
ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজের প্রতিটি ওডিআই ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টসের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে। এছাড়া ডিজনি+হটস্টারের অ্যাপ ও ওয়েবসাইটেও দেখা যাবে খেলা।
দুই দলের সম্ভাব্য একাদশ-
ভারত (IND)-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রাণা, মহম্মদ শামি, কুলদীপ যাদব।
ইংল্যান্ড (ENG)-
ফিল সল্ট (উইকেটরক্ষক), বেন ডাকেট, হ্যারি ব্রুক, জো রুট, জস বাটলার (অধিনায়ক), জেকব বেথেল, লিয়াম লিভিংস্টোন, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, আদিল রশিদ, সাকিব মাহমুদ।