IND vs ENG 1st T20i Preview: ক্রিকেটের নন্দনকাননে মুখোমুখি ভারত-ইংল্যান্ড, ধুন্ধুমার দ্বৈরথের প্রতীক্ষায় ফুটছে কলকাতা !! 1

IND vs ENG: টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক অতীতে মুখ থুবড়ে পড়েছে টিম ইন্ডিয়া। ঘরের মাঠে তারা হেরেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। অস্ট্রেলিয়া সফরেও জুটেছে ১-৩ হার। টি-২০তে আবার ছবিটা উলটো। দুর্ধর্ষ ছন্দে রয়েছে দল। গত জুনে টি-২০ বিশ্বকাপ জয়ের পর তারা হারিয়েছে জিম্বাবুয়েকে। শ্রীলঙ্কা সফরে গিয়ে হোয়াইটওয়াশ করেছে প্রতিপক্ষকে। ঘরের মাঠে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশকে। এমনকি দক্ষিণ আফ্রিকার মত কঠিন প্রতিপক্ষকে তাদের ঘরের মাঠে হারিয়ে জিতে নিয়েছে সিরিজ। নয়া বছরে ইংল্যান্ডের বিরুদ্ধেও (IND vs ENG) সেই ছন্দ বজায় রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন সূর্যকুমার যাদবরা। এই সিরিজে জিতলে পায়ের তলার মাটি খানিক শক্ত হবে কোচ গম্ভীরের। অন্যদিকে এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইংল্যান্ডের কাছেও। পাকিস্তানের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আগে উপমহাদেশের পরিবেশে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টায় থাকবেন জস বাটলাররা।

Read More: গম্ভীর নয়, টিম ইন্ডিয়ার ব্যর্থতার নেপথ্যে আসল ‘ভিলেন’ অজিত আগরকার !!

IND vs ENG ম্যাচের সময়সূচি-

প্রথম টি-২০ ম্যাচ

তারিখ- ২২/০১/২০২৫

ভেন্যু- ইডেন গার্ডেন্স, কলকাতা

সময়- সন্ধ্যে ৭টা (ভারতীয় সময়)

Eden Gardens Pitch Report (পিচ রিপোর্ট)-

Eden Garden, Kolkata | IND vs ENG | Image: Getty Images
Eden Garden, Kolkata | Image: Getty Images

ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে বুধবার মুখোমুখি ভারত ও ইংল্যান্ড (IND vs ENG)। গত কয়েক বছরে ইডেনে টি-২০ ক্রিকেটের জন্য ব্যাটিং সহায়ক পিচই প্রস্তুত করা হয়েছে। আসন্ন ম্যাচেও তার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। ছোটো বাউন্ডারি ও দ্রুতগতির আউটফিল্ডকে কাজে লাগিয়ে রানের ইমারত গড়তেই পারেন দুই দেশের ব্যাটাররা। পরিসংখ্যান বলছে যে ইডেনে প্রথম ইনিংসের গড় রান ১৫৫, দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে তা কমে দাঁড়ায় ১৩৭-এ। কিন্তু বুধবার এর চেয়ে বেশী রান ওঠার ব্যাপারে আশাবাদী ক্রিকেটজনতা। এখনও অবধি ইডেন গার্ডেন্সে ১২টি আন্তর্জাতিক টি-২০ আয়োজিত হয়েছে। এর মধ্যে ৫টিতে জয় পেয়েছে প্রথমে ব্যাটিং করা দল। আর ৭টি ম্যাচে জয় এসেছে রান তাড়া করে। শিশির নির্ণায়ক ভূমিকা নিতে পারে ম্যাচে। তাই রান তাড়া করার সিদ্ধান্তুই সম্ভবত নেবেন টসজয়ী অধিনায়ক।

Kolkata Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Kolkata Weather Forecast | Image: Twitter
Kolkata Weather Forecast | Image: Twitter

২০২৩-এর বিশ্বকাপের পর ফের একবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে কলকাতায়। ‘সিটি অফ জয়’ আয়োজন করতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজের প্রথম টি-২০টি। বুধবার কলকাতা শহরের আবহাওয়া মনোরম থাকার পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। জানা গিয়েছে যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রী সেলিসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ১৬ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৫১ শতাংশের আশেপাশে। ম্যাচ চলাকালীন ১০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ু প্রবাহিত হতে পারে। আকাশ পরিষ্কার থাকার পূর্বাভাস রয়েছে বুধবার। নেই বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রকৃতির কোনো বাধা ছাড়াই ধুন্ধুমার ক্রিকেটীয় যুদ্ধ উপভোগ করতে পারবেন কলকাতাবাসী।

IND vs ENG, হেড টু হেড পরিসংখ্যান-

IND vs ENG | Image: Getty Images
IND vs ENG | Image: Getty Images

ভারত ও ইংল্যান্ড (IND vs ENG) ইতিপূর্বে ২৪টি টি-২০ ম্যাচে মাঠে নেমেছে একে অপরের বিরুদ্ধে। সামান্য এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। তারা জিতেছে ১৩টি ম্যাচ। পক্ষান্তরে ইংল্যান্ড শিবির জয় পেয়েছে ১১টি ম্যাচে। ঘরের মাঠে ‘মেন ইন ব্লু’র জয়ের সংখ্যা ৬। তারা ইংল্যান্ডকে ইংল্যান্ডের মাঠে হারিয়েছে ৪ বার। ৩ বার ভারত জিতেছে নিরপেক্ষ ভেন্যুতে। ইংল্যান্ড নিজেদের হোমগ্রাউন্ডে জিতেছে ৫টি ম্যাচ। প্রতিপক্ষের ঘরের মাঠে তাদের জয়ের সংখ্যা ৫। নিরপেক্ষ ভেন্যুতে জয় এসেছে ১টি ম্যাচে।

IND vs ENG, লাইভ স্ট্রিমিং-

ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজের ম্যাচগুলি সরাসরি স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে সম্প্রচারিত হবে। অনলাইন স্ট্রিমিং হবে ডিজনি+হটস্টারে।

দুই দলের সম্ভাব্য একাদশ-

IND vs ENG | Image: Getty Images
IND vs ENG | Image: Getty Images

ভারত (IND)-

অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, মহম্মদ শামি, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।

ইংল্যান্ড (ENG)-

জস বাটলার (অধিনায়ক/উইকেটরক্ষক), ফিল সল্ট, বেন ডাকেট, জেকব বেথেল, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, মার্ক উড, আদিল রশিদ।

Also Read: CT 2025: ভাগ্য খুলছে সঞ্জু স্যামসনের, চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে নিচ্ছেন ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *