ind-vs-eng-2025-1st-odi-stats-review

IND vs ENG: টি-২০’র পর একদিনের ক্রিকেটেও ভারতের জয়যাত্রা অব্যাহত। সিরিজের (IND vs ENG) প্রথম ম্যাচে নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ৪ উইকেটের ব্যবধানে সাফল্য ছিনিয়ে নিলো রোহিত শর্মা’র দল। টসে জিতে প্রথম ব্যাটিং বেছে নিয়েছিলো ইংল্যান্ড। ফিল সল্টের ৪৩, জস বাটলার ও জেকব বেথেলের জোড়া অর্ধশতক সত্ত্বেও ২৪৮-এর বেশী এগোতে পারে নি তারা। সম্পূর্ণ ৫০ ওভার ব্যাটিং করাও সম্ভব হয় নি তাদের পক্ষে। রান তাড়া করতে নেমে চাপে পড়েছিলো ‘মেন ইন ব্লু’ও। দুই ওপেনার যশস্বী (Yashasvi Jaiswal) ও রোহিত দ্রুত সাজঘরে ফেরেন। কিন্তু এরপর ইনিংসের হাল ধরেন শ্রেয়স আইয়ার ও শুভমান গিল। পাঁচে নেমে ৫২ রানের ইনিংস খেলেন অক্ষর প্যাটেলও। শেষমেশ ১১ ওভার ২ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। তিন ম্যাচের সিরিজে এগিয়ে যায় ১-০ ফলে।

Read More: IND vs ENG 1st ODI: “ঘুরে দাঁড়িয়েছে দল…” নাগপুরে বড় জয় ভারতের, শ্রেয়স-শুভমানদের শুভেচ্ছায় ভরালো নেটদুনিয়া !!

দেখে নিন ম্যাচের উল্লেখযোগ্য রেকর্ডসমূহ-

১) নাগপুরের মাঠে নজির গড়লেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) ওডিআই ম্যাচে সর্বোচ্চ সংখ্যক উইকেটের মালিক হলেন তিনি। পিছনে ফেললেন অ্যান্ডারসন-ফ্লিনটফদের।

Ravindra Jadeja | IND vs ENG | Image: Getty Images
Ravindra Jadeja | IND vs ENG | Image: Getty Images
  • ৪১ উইকেট- রবীন্দ্র জাদেজা*
  • ৪০ উইকেট- জেমস অ্যান্ডারসন
  • ৩৭ উইকেট- অ্যান্ড্রু ফ্লিনটফ
  • ৩৬ উইকেট- হরভজন সিং
  • ৩৫ উইকেট- জাভাগাল শ্রীনাথ/রবিচন্দ্রণ অশ্বিন

২) প্রথম ভারতীয় বোলার হিসেবে তিন ফর্ম্যাটেই অভিষেক ম্যাচে ৩ বা তার বেশী সংখ্যক উইকেট নিলেন হর্ষিত রাণা (Harshit Rana)। গড়লেন নয়া রেকর্ড।

Harshit Rana | IND vs ENG | Image: Getty Images
Harshit Rana | IND vs ENG | Image: Getty Images
  • টেস্ট- ৩/৪৭ বনাম অস্ট্রেলিয়া, পার্‌থ, ২০২৪
  • টি-২০- ৩/৩৩ বনাম ইংল্যান্ড, পুনে, ২০২৫
  • ওডিআই- ৩/৫৩ বনাম ইংল্যান্ড, নাগপুর, ২০২৫*

৩) রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) বিরুদ্ধে জো রুটের (Joe Root) দুর্বলতা আরও একবার এলো প্রকাশ্যে। এই নিয়ে চার বার ইংল্যান্ড তারকাকে সাজঘরের রাস্তা দেখালেন ভারতীয় অলরাউন্ডার। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে একমাত্র ট্রেন্ট বোল্ট এর থেকে বেশী বার জো রুটকে আউট করেছেন। রুট বনাম জাদেজা দ্বৈরথের সম্পূর্ণ পরিসংখ্যান রইলো নীচে-

  • ১০ ইনিংস
  • ১৩৩ বল
  • ১১৫ রান
  • গড়- ২৮.৭৫
  • স্ট্রাইক রেট ৮৬.৪৬
  • আউট- চার বার

৪) একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়ে ফেললেন হর্ষিত রাণা (Harshit Rana)। প্রথম ভারতীয় বোলার হিসেবে (যত অবধি পরিসংখ্যান পাওয়া যায়) একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে এক ওভারে ২৬ রান খরচ করলেন তিনি। তাঁর চেয়ে বেশী রান এক ওভারে আগে খরচ করেন নি কেউই। ইংল্যান্ড ইনিংসের ষষ্ঠ ওভারে হর্ষিতের বিরুদ্ধে তিনটি ছক্কা ও দুটি চার মারেন ফিল সল্ট (Phil Salt)।

Rohit Sharma | IND vs ENG | Image: Getty Images
Rohit Sharma | IND vs ENG | Image: Getty Images

৫) ২০২৪-২৫ মরসুমে খারাপ ফর্ম অব্যাহত রোহিত শর্মা’র (Rohit Sharma)। আজ ৪ রান করে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক। চলতি মরসুমে ষোলো ইনিংসে তাঁর রান সংখ্যা যথাক্রমে ৬, ৫, ২৩, ৮, ২, ৫২, ০, ৮, ১৮, ১১, ৩, ৬, ১০, ৩, ৯, ২। মোট রান ১৬৬। গড় ১০.৩৭।

৬) আজ ডান হাঁটুর চোটের জন্য মাঠে নামতে পারেন নি বিরাট কোহলি (Virat Kohli)। ১৭ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে এই নিয়ে মাত্র দ্বিতীয় বার চোটের জন্য কোনো ম্যাচ থেকে সরে দাঁড়াতে হলো তাঁকে।

Also Read: IND vs ENG: জয়ের প্রক্রিয়া বজায় থাকলো টিম ইন্ডিয়ার, ইংল্যান্ডকে ৪ উইকেটে পরাস্ত করলো রোহিত বাহিনী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *