ind-vs-eng-2025-1st-odi-match-preview

IND vs ENG: ইংল্যান্ডকে টি-২০ সিরিজে ৪-১ ফলে পর্যুদস্ত করেছে টিম ইন্ডিয়া (IND vs ENG)। কুড়ি-বিশের পর এবার পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে একে অপরের মুখোমুখি হতে চলেছে দুই দল। চ্যাম্পিয়ন্স ট্রফির আর বাকি মাত্র দিনকয়েক। তার আগে এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দুই পক্ষের জন্যই। কোচ গম্ভীরের কাছে সুযোগ থাকছে নিজের পরিকল্পনা ঘষেমেজে নেওয়ার। নাগপুরে মাঠে ফিরতে চলেছেন কোহলি (Virat Kohli), রোহিত, শুভমানরা। অস্ট্রেলিয়া সফরের ব্যর্থতাকে পিছনে ফেলে সাদা বলের খেলায় তাঁরা জ্বলে উঠতে পারেন কিনা নজর থাকবে সেইদিকে। অন্যদিকে টি-২০তে লাগাতার হারে ইংল্যান্ড শিবিরের মনোবল এখন প্রায় তলানিতে। সেই প্রতিকূলতাকে অতিক্রম করে ঘুরে দাঁড়ানোর সংকল্প নিচ্ছেন ব্রুক, বাটলার (Jos Buttler), লিভিংস্টোনরা। দলের সাথে যোগ দিয়েছেন জো রুট। তারকা ব্যাটারের প্রত্যাবর্তন খানিক চাঙ্গা করতে পারে ২০১৯-এর বিশ্ব চ্যাম্পিয়নদের।

Read More: CT 2025: মাঠে বসে ভারত-পাক দ্বৈরথ দেখা দুর্বিষহ করে তুললো ICC, টিকিটের দাম জানলে মাথায় পড়বে বাজ !!

IND vs ENG ম্যাচের সময়সূচি-

প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ

তারিখ- ০৬/০২/২০২৫

ভেন্যু- বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, নাগপুর

সময়- দুপুর ১টা ৩০ মিনিট (ভারতীয় সময়)

VCA Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

VCA Stadium, Napur | Image: Twitter
VCA Stadium, Napur | Image: Twitter

নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া (IND vs ENG)। সাধারণত ওডিআই ক্রিকেটে এই মাঠে ব্যাটিং বান্ধব বাইশ গজই চোখে পড়ে। বৃহস্পতিবারও তেমনটাই দেখা যাবে বলে মনে করছে ক্রিকেটমহল। এখানে এখনও অবধি ১১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হয়েছে। তার মধ্যে মাত্র ৩টিতে জয় এসেছে প্রথম ব্যাটিং করে। বাকি ৮টি ম্যাচেই রান তাড়া করতে নামা দল জয় পেয়েছে। নাগপুরে প্রথম ইনিংসে গড় স্কোর থাকে ২৬০, দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে তা কমে দাঁড়ায় ২৩৬। শিশিরের বিষয়টি মাথায় রেখে বৃহস্পতিবার টসজয়ী অধিনায়ক প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিতে পারেন।

Nagpur Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Nagpur Weather Forecast | Image: Twitter
Nagpur Weather Forecast | Image: Twitter

মহারাষ্ট্রের নাগপুরে বৃহস্পতিবার সম্মুখসমরে ভারত ও ইংল্যান্ড (IND vs ENG)। আবহাওয়া সংক্রান্ত কোনো রকম প্রতিকূলতা ছাড়াই টি-২০ সিরিজ সম্পূর্ণ হয়েছে। প্রথম একদিনের ম্যাচেও বাধা হয়ে দাঁড়াবে না প্রকৃতি, মনে করছেন বিশেষজ্ঞরা। আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ১৮ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৩৮ শতাংশ হতে পারে। এছাড়া ম্যাচ চলাকালীন ১৪ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ুও প্রবাহিত হতে পারে।

IND vs ENG হেড টু হেড-

IND vs ENG | Image: Getty Images
IND vs ENG | Image: Getty Images

ভারত ও ইংল্যান্ড (IND vs ENG) পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে একে অপরের মুখোমুখি হয়েছে ১০৭টি ম্যাচে। পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে ‘মেন ইন ব্লু’ই। ৫৭টি ম্যাচ জিতেছে তারা। পক্ষান্তরে ইংল্যান্ড জিতেছে ৪৪টি ম্যাচ। ৩টি ম্যাচ থেকে অমীমাংসিত। দু’টি টাই হয়েছে। ভারত ঘরের মাঠে জয় পেয়েছে ৩৪টি ম্যাচে। অ্যাওয়ে ভেন্যুতে তাদের জয়ের সংখ্যা ১৮। নিরপেক্ষ মাঠে জিতেছে ৬টি ম্যাচ। অন্যদিকে ইংল্যান্ডের ৪৪টি জয়ের মধ্যে ২৩টি এসেছে হোমগ্রাউন্ডে। ভারতের মাঠে তারা জিতেছে ১৭টি ম্যাচ। আর নিরপেক্ষ ভেন্যুতে জিতেছে ৪টি।

IND vs ENG লাইভ স্ট্রিমিং-

ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) একদিনের সিরিজের ম্যাচগুলি সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে। এছাড়া ডিজনি+হটস্টার অ্যাপ ও ওয়েবসাইটেও সরাসরি দেখা যাবে খেলা।

দুই দলের সম্ভাব্য একাদশ-

IND vs ENG | Image: Getty Images
IND vs ENG | Image: Getty Images

ভারত (IND)-

শুভমান গিল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি, আর্শদীপ সিং।

ইংল্যান্ড-

বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটরক্ষক), জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জেইমি ওভারটন, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।

Also Read: ইংল্যান্ডের বিরুদ্ধে  ODI সিরিজের দল ঘোষণা ভারতের, সুযোগ পেলেন ৫ ব্যাটার, ৪ অলরাউন্ডার, ২ উইকেটরক্ষক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *