IND vs ENG, 1st Test: টিম ইন্ডিয়াকে খোলাখুলি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলো ইংল্যান্ড, টেস্টের এক দিনের আগেই একাদশ ঘোষণা স্টোকসদের !! 1

IND vs ENG: শেষ ১২ বছরে কোনো সফরকারী দল ভারত থেকে টেস্ট সিরিজ জিতে নিয়ে যেতে পারে নি। এই ধারা ২০২৪-এ এসে বদলাতে মরিয়া ইংল্যান্ড দল। ২০১২ সালে অ্যালিস্টার কুক-এর (Alastair Cook) নেতৃত্বাধীন ইংল্যান্ডই শেষ ভারতের মাটিতে এসে ভারতকে হারিয়েছিলো। সেই সাফল্য থেকেই এবার অনুপ্রেরণা খুঁজছে বেন স্টোকসের (Ben Stokes) দল। উপমহাদেশের পরিবেশ, পরিস্থিতিকে মাথায় রেখে সংযুক্ত আরব আমিরশাহীতে বিশেষ প্রস্তুতি শিবির করেছে তারা। জোর দিয়েছে নিজেদের স্পিন আক্রমণের উপরে।

গত কয়েক মাসে টেস্টেও দ্রুত গতির ক্রিকেট খেলে শোরগোল ফেলেছে ইংল্যান্ড। কোচ ম্যাকালামের (Brendon McCullum) ডাক নামের সাথে মিলিয়ে রুট (Joe Root), বেয়ারেস্টোদের (Jonny Bairstow) এই স্ট্র্যাটেজিকে বলা হচ্ছে ‘বাজবল।’ হায়দ্রাবাদে সিরিজের প্রথম টেস্টে ভারতের উপর এই ‘বাজবলের’ স্টিভ রোলার চালিয়ে দেওয়ার সংকল্প নিয়েই মাঠে নামছে ইংল্যান্ড। খেলা শুরুর আগে তারা যে গুটিয়ে নেই, তা বুঝিয়ে দিলো স্টোকস বাহিনী। টসের প্রায় ২৪ ঘন্টা আগেই প্রকাশ করে দিলো প্রথম একাদশ।

Read More: “কার কত দম বোঝা যাবে….”, ব্যাজবল নিয়ে ইংল্যান্ডকে খোলাখুলি চ্যালেঞ্জ রবিচন্দ্রন অশ্বিনের !!

 শক্তিশালী ব্যাটিং ভরসা যোগাচ্ছে ইংল্যান্ডকে-

Joe Root | IND vs ENG | Image: Getty Images
Joe Root | IND vs ENG | Image: Getty Images

 

গত কয়েক মাসে যে প্রতিআক্রমণ নির্ভর টেস্ট ক্রিকেট ইংল্যান্ড খেলে এসেছে, তা ভারতের মাটিতে কতটা সফল হবে, তার উপর অনেকখানি দাঁড়িয়ে রয়েছে আসন্ন সিরিজে তাদের সাফল্য-ব্যর্থতা। আগ্রাসনের নীতি থেকে যে সরতে রাজী নন তাঁরা, তা প্রথম টেস্টের একাদশ প্রকাশ করে বুঝিয়ে দিয়েছে ইংল্যান্ড। হায়দ্রাবাদে তাদের হয়ে ওপেন করতে দেখা যাবে জ্যাক ক্রলি’কে (Jack Crawley)। সঙ্গী হচ্ছেন বেন ডাকেট (Ben Duckett)। দুজনেই সাম্প্রতিক অতীতে একাধিক ভালো ইনিংস খেলেছেন। ভারতের বিরুদ্ধে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে তাঁদের। তিনে ইংল্যান্ডের হয়ে থাকছেন অলি পোপ (Ollie Pope)। প্রতিভাবান তরুণের ব্যাটেও রানের প্রত্যাশা থাকবে ইংল্যান্ড সমর্থকদের।

চার নম্বরে দেখা যাবে ইংল্যান্ড ব্যাটিং-এর স্তম্ভ জো রুট’কে (Joe Root)। ভারতের বিরুদ্ধে বরাবর সফল তিনি। ফের একবার উপমহাদেশের মাটিতে বড় ইনিংস খেলার লক্ষ্য থাকবে তাঁর। পাঁচে থাকছেন জনি বেয়ারেস্টো (Jonny Bairstow)। বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেই তাঁকে একাদশে রেখেছেন কোচ ব্রেন্ডন ম্যাকালাম (Brendon McCullum)। ছয় নম্বরে ব্যাট হাতে দেখা যাবে অধিনায়ক বেন স্টোকসকে (Ben Stokes)। বহুবার কঠিন পরিস্থিতিতে ইংল্যান্ডের ত্রাতা হয়ে দেখা দিয়েছেন তিনি। আসন্ন সিরিজেও নির্ণায়ক ভূমিকা নিতে পারেন তারকা অলরাউন্ডার। সাত ব্যাটার ও চার বোলারের ফর্মূলা বেছে নিয়েছে ইংল্যান্ড। স্টোকসের পরে ব্যাট হাতে দেখা যাবে বেন ফোকস’কে (Ben Foakes)। দস্তানা হাতে স্টাম্পের পিছনে দাঁড়াবেন তিনিই।

স্পিন চতুর্ভুজ নিয়ে মাঠে ইংল্যান্ড-

Tom Hartley | IND vs ENG | Image: Getty Images
Tom Hartley | Image: Getty Images

ভারতের মাঠে খেলা। পিচে যে টার্ন থাকবে, তা ম্যাচ শুরুর আগে থেকেই অনুমান করতে পারছে ইংল্যান্ড। দিনকয়েক আগে এক সাক্ষাৎকারে জনি বেয়ারেস্টো (Jonny Baistow) জানিয়েছিলেন যে প্রথম দিন থেকে বল ঘুরতে পারে, এই প্রত্যাশা নিয়েই ভারতে পা রাখবেন তাঁরা। তবে স্বাগতিক দেশকে ‘হোম অ্যাডভান্টেজ’-এর একচেটিয়া সুবিধা দিতে রাজী নন কোচ ব্রেন্ডন ম্যাকালাম। মাসখানেক আগে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ECB) তরফ থেকে যে স্কোয়াড ঘোষণা করা হয়েছিলো, সেখানে জায়গা পেয়েছিলেন একঝাঁক স্পিনার। হায়দ্রাবাদের ম্যাচের জন্য যে একাদশ ঘোষণা করেছেন স্টোকস’রা, সেখানেও আধিক্য স্পিনারদেরই।

ভারত সম্ভবত আগামীকাল মাঠে নামাতে চলেছে অক্ষর-জাদেজা-অশ্বিন ত্রয়ীকে। তার পালটা হিসেবে ইংল্যান্ড’ও নিজেদের একাদশে একসাথে তিন বিশেষজ্ঞ’কে খেলানোর কথা ঘোষণা করেছে। রয়েছেন জ্যাক লিচ (Jack Leach)। সাথে প্রতিভাবান তরুণ রেহান আহমেদকেও (Rahan Ahmed) সুযোগ দিয়েছেন কোচ ম্যাকালাম। পাক বংশোদ্ভূত স্পিনার শোয়েব বশির ভিসা সমস্যার মুখে পড়েছিলেন। খেলা হচ্ছে না তাঁর। বদলে ইংল্যান্ডের তৃতীয় স্পিনার হিসেবে হায়দ্রাবাদে অভিষেক হচ্ছে ল্যাঙ্কাশায়ারের টম হার্টলির (Tom Hartley)। লিচ-রেহান-হার্টলির পাশাপাশি ইংল্যান্ডের চতুর্থ স্পিন বিকল্প হতে পারেন জো রুট (Joe Root)। ভারতের পিচে আগে সফল হয়েছেন তিনি। একমাত্র বিশেষজ্ঞ পেসার হিসেবে একাদশে রয়েছেন মার্ক উড (Mark Wood)। জেমস অ্যান্ডারসন, অলি রবিনসনদের জায়গা হয়েছে রিজার্ভ বেঞ্চে।

এক নজরে প্রথম টেস্টে ইংল্যান্ড একাদশ-

জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারেস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস, জ্যাক লিচ, রেহান আহমেদ, মার্ক উড, টম হার্টলি।.

Also Read: IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে বিরাটের বদলে দলে এন্ট্রি নিলেন এই ম্যাচ উইনার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *