IND vs ENG: আজ থেকে শুরু হলো ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) টি-২০ সিরিজ। কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো টিম ইন্ডিয়া। শিশিরের সমস্যার কথা মাথায় রেখে রান তাড়া করাই সঠিক বলে মনে করেছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। মহম্মদ শামির প্রত্যাবর্তনের দিকে তাকিয়ে ছিলেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু ‘ঘরের মাঠে’ খেলার সুযোগ পেলেন না বাংলার পেসার। তাঁর অনুপস্থিতি অবশ্য বড়সড় কোনো প্রভাব ফেলে নি দলের পারফর্ম্যান্সে। চেনা ইডেনে স্পিনের ঘূর্ণিতে ইংল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। যোগ্য সঙ্গত অক্ষর, বিষ্ণোইদেরও। নতুন বলে আজকের ম্যাচে নজর কাড়েন পেসার আর্শদীপ সিং। উইকেট পেয়েছেন হার্দিক’ও। বেথেল, ডাকেট, ব্রুকদের ব্যর্থতার মাঝে একমাত্র ব্যতিক্রম জস বাটলার। তাঁর লড়াকু অর্ধশতকের সৌজন্যেই স্কোরবোর্ডে শেষমেশ ১৩২ রান তুলতে পারে ইংল্যান্ড।
Read More: IND vs ENG 1st T20i: ইডেনে ইতিহাস আর্শদীপ সিং-এর, নাম তুললেন রেকর্ড বইতে !!
প্রতিরোধ গড়তে ব্যর্থ ইংল্যান্ড-
গত বছর কলকাতা নাইট রাইডার্সের (KKR) জার্সিতে আইপিএল খেলেছেন ফিল সল্ট (Phil Salt)। ইডেনের বাইশ গজের সাথে পরিচয় রয়েছে তাঁর। কিন্তু তা সত্ত্বেও আজ ভারতের বিরুদ্ধে বিশেষ সুবিধা করতে পারলেন না ইংল্যান্ডের ওপেনার। প্রথম ওভারেই তাঁকে সাজঘরে ফেরত পাঠান আর্শদীপ সিং (Arshdeep Singh)। বাউন্স সামলাতে গিয়ে দিশাহারা হয়ে পড়েছিলেন সল্ট। তাঁর ব্যাটের কোণায় লেগে বল আকাশে উঠে যায়। উইকেটের পিছনে সহজ ক্যাচ দস্তানাবন্দী করতে কোনো সমস্যাই হয় নি সঞ্জু স্যামসনের (Sanju Samson)। আরেক ওপেনার বেন ডাকেটকেও আউট করেন আর্শদীপ। রিঙ্কু সিং-এর হাতে ধরা পড়েন তিনি। প্রথম স্পেলের জোড়া সাফল্য বাম হাতি পেসারের মুকুটে যোগ করলো নয়া পালক। যুজবেন্দ্র চাহালকে টপকে ভারতের সফলতম টি-২০ বোলার হয়ে রেকর্ড বইতে নাম তুলে ফেললেন তিনি।
চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন হ্যারি ব্রুক (Harry Brook)। ইংল্যান্ড সহ-অধিনায়কের জন্যও আজকের অভিজ্ঞতা বিশেষ সুখকর হলো না। ১৪ বল খেলে ১৭ রান করে আউট হন তিনি। বরুণ চক্রবর্তীর (Varun Chakravarthy) ঘূর্ণিতে পরাস্ত হলেন ২৪ বর্ষীয় তরুণ। পাঁচে নামা লিয়াম লিভিংস্টোনকেও (Liam Livingstone) ‘ঘোল’ খাওয়ালেন তামিলনাড়ুর স্পিনার। ২বলে শূন্য করে বোল্ড হন তিনিও। বল হাতে শুরুটা আজ ভালো হয় নি হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)। কিন্তু জেকব বেথেলকে ফিরিয়ে ছন্দে ফেরেন তিনিও। তরুণ তুর্কি গত কয়েক মাসে একাধিকবার হেডলাইন কেড়ে নিয়েছেন সংবাদপত্রের। কিন্তু ভারতের মাটিতে শুরুটা আশাপ্রদ হলো না তাঁর। আগাগোড়া নড়বড়ে দেখাচ্ছিলো তাঁকে। শেষমেশ ১৪ বলে ৭ করে ক্যাচ তুলে দেন অভিষেক শর্মা’র (Abhishek Sharma) হাতে।
একা কুম্ভ হয়ে লড়াই বাটলারের-
ব্যাটিং নয়, বরং বোলিং-এ অধিক জোর দিয়েছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। পাঁচ বিশেষজ্ঞ বোলারকে জায়গা দিয়েছিলেন একাদশে। আজ ইডেনে ব্যাকফায়ার করলো সেই স্ট্র্যাটেজিই। পর্যাপ্ত ব্যাটারের অভাবে ভুগতে হলো ইংল্যান্ডকে। ছয়ে নামা জেমি ওভারটনকে দ্রুত আউট করেন অক্ষর প্যাটেল। এক প্রান্ত আগলে রেখে দলের স্কোরবোর্ডকে সচল রেখেছিলেন অধিনায়ক বাটলার (Jos Buttler)। কিন্তু ১৭তম ওভারে প্রতিরোধ ভাঙে তাঁরও। বরুণ চক্রবর্তীর বলে ৬৮ করে আউট হন তিনি। ২৩ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে নজর কাড়লেন বরুণ (Varun Chakravarthy)। আগুনে ছন্দে থাকা ভারতীয় বোলিং-এর বিরুদ্ধে এরপর আর বেশী কিছু করে ওঠা সম্ভব হয় নি ইংল্যান্ডের লোয়ার অর্ডারের পক্ষে। জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসনরাও দ্রুত ফেরেন সাজঘরে। ইনিংসের শেষ বলে রান আউট হন মার্ক উড। ১৩২ রানে অল-আউট হয় ইংল্যান্ড।