IND vs ENG: আনন্দের শহরে ফিরছে ক্রিকেট। আগামীকাল কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড (IND vs ENG)। সিরিজের প্রথম টি-২০তে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে দুই শিবিরই। সম্প্রতি টেস্ট ক্রিকেটে মুখ থুবড়ে পড়েছে ‘মেন ইন ব্লু।’ হারতে হয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। কিন্তু টি-২০তে দুর্দান্ত ছন্দে তারা। ঘরের মাঠে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে তারা। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন দল সিরিজ জিতেছে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও। সেই দাপট ধরে রাখাই চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার (Team India) জন্য। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে ভারতে পা রেখেছে ইংল্যান্ড (IND vs ENG)। উপমহাদেশের মাঠে সাফল্যের স্বাদ পেতে মরিয়া বাটলাররা। খেলার একদিন আগে থেকেই তাঁরা শুরু করে দিলেন মনস্তাত্বিক যুদ্ধ।
Read More: CT 2025: “খেতাবের দাবীদার ভারত…” চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভবিষ্যদ্বাণী সৌরভের, চিন্তিত নন তারকাদের অফ ফর্ম নিয়ে !!
ইডেনে ফিরছেন সল্ট, সহ-অধিনায়ক ব্রুক-
ম্যাচ শুরুর একদিন আগেই প্রথম টি-২০’র জন্য একাদশ ঘোষণা করে দিলেন ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাকালাম (Brendon McCullum)। ওপেনার হিসেবে আগামীকাল দেখা যাবে ফিল সল্ট (Phil Salt) ও বেন ডাকেট’কে (Ben Duckett)। ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএল (IPL) খেলেছেন সল্ট। দুরন্ত পারফর্ম করে হয়ে উঠেছিলেন ইডেনের ঘরের ছেলে। আগামীকালের ম্যাচ ‘হোমকামিং’ হতে পারে তাঁর জন্য। ব্যাটিং অর্ডারের তিন নম্বরে রয়েছেন অধিনায়ক জস বাটলার (Jos Buttler)। কলকাতার মাঠ পয়া তাঁর জন্যও। গত মরসুমে রাজস্থান রয়্যালসের জার্সিতে ইডেনের বাইশ গজেই এক অতিমানবীয় ইনিংস খেলেছিলেন তিনি। সেই শতরানের স্মৃতি নিশ্চয়ই উজ্জ্বল থাকবে তাঁর মনে। সেই দিনের ফর্ম যদি আগামীকালের ম্যাচে বজায় রাখেন তিনি, তাহলে নিঃসন্দেহে চাপ বাড়বে টিম ইন্ডিয়ার (IND vs ENG)।
ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড (IND vs ENG) দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন হ্যারি ব্রুক (Harry Brook)। ক্রিকেটের নন্দনকানন ‘স্পেশ্যাল’ তাঁর কাছেও। ২০২৩-এর আইপিএলে এখানে তিন অঙ্কের মাইলস্টোন স্পর্শ করেছিলেন তিনিও। ‘থ্রি লায়ন্স’-এর ব্যাটিং অর্ডারে চার নম্বরে দেখা যাবে তাঁকে। পাঁচে রাখা হয়েছে লিয়াম লিভিংস্টোন’কে (Liam Livingstone)। ধুন্ধুমার ব্যাটার হিসেবে একাই ম্যাচের মোড় ঘোরানোর সক্ষমতা রাখেন তিনি। প্রয়োজনে স্পিনার হিসেবেও হতে পারেন কার্যকরী। ইডেনের ৬৩ হাজার জনতা আগামীকাল তাকিয়ে থাকবেন জেকব বেথেলের (Jacob Bethell) দিকে। অল্প দিনের মধ্যেই ইংল্যান্ড দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে উঠেছেন তিনি। তরুণ তুর্কির দিকে চোখ থাকবে আরসিবি সমর্থকদেরও। আসন্ন আইপিএলে বেঙ্গালুরুর জার্সি গায়েই যে মাঠে নামতে চলেছেন তিনি।
চার পেসার ও এক স্পিনারের ছক ইংল্যান্ডের-
নাইট রাইডার্সের ক্রিকেটার ও কোচ হিসেবে অনেকগুলো মরসুম ইডেনে কাটিয়েছেন ম্যাকালাম। পরিবেশ, পরিস্থিতি ও পিচের চরিত্র সম্পর্কে অবগত তিনি। ভারতের বিরুদ্ধে (IND vs ENG) প্রথম টি-২০তে চার জন পেসার ও একজন স্পিনারকে প্রথম একাদশে রেখেছেন তিনি। সুযোগ পেয়েছেন জেমি ওভারটন (Jamie Overton)। দীর্ঘদেহী পেসার বাড়তি বাউন্স আদায় করে চাপে ফেলতে পারেন ভারতীয় ব্যাটারদের। থাকছেন মার্ক উড’ও (Mark Wood)। তাঁর ১৫০ কিলোমিটার প্রতি ঘন্টা গতির ডেলিভারিগুলি সূর্যকুমার যাদব, তিলক বর্মারা কি ভাবে সামলান তার উপর নির্ভর করতে পারে ম্যাচের ভাগ্য। তৃতীয় পেসার হিসেবে রয়েছেন গাস অ্যাটকিনসন (Gus Atkinson)। একাদশে থাকছেন জোফ্রা আর্চার’ও (Jofra Archer)। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের বিরুদ্ধে দক্ষতা ঝালিয়ে নিতে চাইবেন ক্যারিবিয়ানজাত তারকা। প্রথম টি-২০তে ইংল্যান্ড একাদশে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার আদিল রশিদ (Adil Rashid)।
এক নজরে সম্পূর্ণ একাদশ-
Firepower with bat and ball 💥
Brendon McCullum has named the first white-ball team of his reign for tomorrow’s opening IT20 v India 💪 pic.twitter.com/DSFdaWVPrB
— England Cricket (@englandcricket) January 21, 2025
Also Read: IND vs ENG 1st T20i: অভিষেক-তিলক বর্মা ওপেনিং-এ, টিম ইন্ডিয়ার একাদশে এন্ট্রি মহম্মদ শামির !!