IND vs ENG: টি-২০’র ময়দানে ইংল্যান্ডকে রীতিমত উড়িয়ে দিয়েছে টিম ইন্ডিয়া (IND vs ENG)। এবার চ্যালেঞ্জ একদিনের ক্রিকেটে। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ঠিক আগে এই সিরিজ যাবতীয় পরিকল্পনা গুছিয়ে নেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টিম ইন্ডিয়ার জন্য। চোটের জন্য জসপ্রীত বুমরাহ নেই। কবে মাঠে ফিরবেন সে নিয়েও কোনো নিশ্চয়তা নেই। যদি একান্তই তাঁকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হয় ‘মেন ইন ব্লু’কে তাহলে কি হতে পারে স্ট্র্যাটেজি সে সম্পর্কেও খানিক ইঙ্গিত পাওয়া যেতে পারে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে (IND vs ENG)। বৃহস্পতিবার প্রথম ম্যাচে শক্তিশালী একাদশই বেছে নিতে চলেছেন কোচ গৌতম গম্ভীর। ওপেনিং-এ অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) সাথে দেখা যেতে পারে সহ-অধিনায়ক শুভমান গিলকে। তরুণ তুর্কি যশস্বী জয়সওয়াল স্কোয়াডে থাকলেও সম্ভবত মাঠে নামার ছাড়পত্র পাচ্ছেন না তিনি।
তিন নম্বরে থাকছেন বিরাট কোহলি (Virat Kohli)। এই সিরিজ তাঁর কাছে ফর্মে ফেরার মঞ্চ হতে পারে। চারে দেখা যাবে শ্রেয়স আইয়ারকে। প্রায় ছয় মাস পর জাতীয় দলের জার্সি গায়ে চাপাবেন তিনি। পাঁচ নম্বরে ব্যাট করতে পারেন কে এল রাহুল (KL Rahul)। উইকেটরক্ষক হওয়ার দৌড়ে ঋষভ পন্থকে সম্ভবত পিছনে ফেলতে চলেছেন তিনি। দিল্লীর তরুণের জায়গা হচ্ছে রিজার্ভ বেঞ্চে। ছয় ও সাতে দুই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও রবীন্দ্র জাদেজাকে ব্যবহার করতে পারেন গম্ভীর। কুড়ি-বিশের খেলায় স্পিন ভুগিয়েছিলো ইংল্যান্ডকে। বিষয়টি মাথায় রেখে ওডিআইতেও তিন স্পিনার খেলাতে পারে ভারত। জাদেজার সাথে জুড়ে দেওয়া হতে পারে কুলদীপ যাদব (Kuldeep Yadav) ও বরুণ চক্রবর্তীকে। বুমরাহ’র শূন্যস্থান ঢাকার চ্যালেঞ্জ কাঁধে তুলে নিতে হবে সদ্য মাঠে ফেরা শামিকে। সাথে থাকতে পারেন আর্শদীপ সিং।
Read More: CT 2025: তারকা পেসারের সাথে ছিটকে যাচ্ছেন অধিনায়কও, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘোর সঙ্কটে দল !!
IND vs ENG ম্যাচের সময়সূচি-
প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ
তারিখ- ০৬/০২/২০২৫
ভেন্যু- বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, নাগপুর
সময়- দুপুর ১টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
VCA Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-
ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) ওডিআই সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। এই মাঠে সাধারণত ব্যাটিং সহায়ক বাইশ গজ চোখে পড়ে। প্রথম ইনিংসে গড় স্কোর থাকে ২৬০। দ্বিতীয় ইনিংসে গড় স্কোর হয় ২৩৬। বৃহস্পতিবারের ম্যাচেও ব্যাটারদেরই ছড়ি ঘোরাতে দেখা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখনও পর্যন্ত নাগপুরে ১১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হয়েছে। তার মধ্যে মাত্র ৩টিতে প্রথম ব্যাটিং করা দল জয় পেয়েছে। বাকি ৮টিতেই সাফল্য এসেছে রান তাড়া করে। শিশিরের বিষয়টি মাথায় রেখে টসজয়ী অধিনায়ক আসন্ন ম্যাচে প্রথমে বোলিং-এর সিদ্ধান্তই নিতে পারেন।
Nagpur Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-
ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) টি-২০ সিরিজে কোনো রকম বাধার সৃষ্টি করে নি আবহাওয়া। বৃহস্পতিবার একদিনের সিরিজের প্রথম ম্যাচেও প্রকৃতির রোষানলে সম্ভবত পড়বে না ক্রিকেট। বিশেষজ্ঞরা জানিয়েছে যে আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রী সেলসিয়াস। এছাড়া দিনের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ১৮ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। নাগপুরের বাতাসে ম্যাচের দিন আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৩৮ শতাংশ। এছাড়া ম্যাচ চলাকালীন ১৪ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বায়ুপ্রবাহের সম্ভাবনা থাকছে।
IND vs ENG হেড টু হেড পরিসংখ্যান-
ভারত ও ইংল্যান্ড-বিশ্ব ক্রিকেটের দুই হেভিওয়েট শিবির এর আগে ওডিআই ফর্ম্যাটে একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে ১০৭টি ম্যাচে। ফলাফলের নিরিখে বেশ খানিকটা এগিয়ে টিম ইন্ডিয়া। তারা জিতেছে ৫৮টি ম্যাচ। পক্ষান্তরে ইংল্যান্ডের জয়ের সংখ্যা ৪৪। ৩টি ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিত ভাবে। এমনকি ২টি টাইয়েরও সাক্ষী থেকেছে দুই শিবির। ঘরের মাঠে টিম ইন্ডিয়া জিতেছে ৩৪টি ম্যাচ। ইংল্যান্ডকে তাদের ঘরের মাঠে হারিয়েছে ১৮ বার। আর বাকি ৬টি জয় এসেছে নিরপেক্ষ ভেন্যুতে। ইংল্যান্ড হোমগ্রাউন্ডে জিতেছে ২৩ ম্যাচ। ভারতে এসে জিতেছে ১৭ বার। আর নিরপেক্ষ ভেন্যুতে ৪ বার ‘মেন ইন ব্লু’র বিপক্ষে বাজিমাত করেছে তারা।
IND vs ENG লাইভ স্ট্রিমিং-
ভারত ও ইংল্যান্ড (IND vs ENG) সিরিজের প্রত্যেকটি ম্যাচ টিভির পর্দায় দেখতে হলে চোখ রাখতে হবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে। এছাড়া ডিজনি+হটস্টারের অ্যাপ ও ওয়েবসাইটেও খেলা দেখা যাবে সরাসরি।
সম্ভাব্য একাদশ-
ওপেনার- রোহিত শর্মা, শুভমান গিল
মিডল অর্ডার- বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল
ফিনিশার- হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা
বোলার- কুলদীপ যাদব, আর্শদীপ সিং, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী
উইকেটরক্ষক- কে এল রাহুল
এক নজরে ভারতের সম্ভাব্য একাদশ-
শুভমান গিল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।