IND vs ENG: টি-২০তে দাপুটে জয়ের পর আজ থেকে একদিনের সিরিজে ইংল্যান্ডের মুখোমুখি ভারত (IND vs ENG)। নাগপুরের আজ একাদশ ঘোষণার সময়েই প্রথম চমকটা দিয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। হাঁটুর চোটে খেলতে পারছেন না বিরাট কোহলি, জানান তিনি। আজ পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে পথচলা শুরু করলেন যশস্বী জয়সওয়াল ও হর্ষিত রাণা। টসে জিতে আজ প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন জস বাটলার (Jos Buttler)। শুরুটা দারুণ করেছিলেন ফিল সল্ট। অভিষেককারী হর্ষিতের এক ওভার থেকে ছিনিয়ে নেন ২৬ রান। কিন্তু এরপর দারুণ ভাবে ম্যাচে ফেরেন দিল্লীর তরুণ। তুলে নেন তিন উইকেট। ব্রুক, রুটদের ব্যর্থতায় একটা সময় বেশ চাপের মুখে পড়েছিলো ইংল্যান্ড। ত্রাতা হয়ে দাঁড়ায় বাটলার ও জেকব বেথেল। অর্ধশতক করেন দু’জনেই। তার পরেও অবশ্য ৪৭.৪ ওভারে ২৪৮ করে থামে সফরকারী দল।
Read More: অভিষেক ম্যাচেই কামাল করলেন হার্ষিত রানা, এক ওভারেই তুলে নিলেন জোড়া উইকেট !!
ধাক্কা খেয়েও ঘুরে দাঁড়ালেন হর্ষিত-
![IND vs ENG 1st ODI: অভিষেকে নজর কাড়লেন হর্ষিত, বাটলার-বেথেলের জোড়া অর্ধশতক সত্ত্বেও ইংল্যান্ড থামলো ২৪৮ রানে !! 2 Harry Brook and Harshit Rana | IND vs ENG | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2025/02/Harshit-vs-Broo.png)
ইনিংসের শুরুটা আজ টি-২০র ঢঙে করেছিলেন ইংল্যান্ড ওপেনার ফিল সল্ট (Phil Salt)। প্রাক্তন কেকেআর সতীর্থ হর্ষিতকে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে স্বাগতই জানান জোড়া বাউন্ডারি হাঁকিয়ে। এরপর একটি মেডেন ওভার করেন তিনি। তবে কেরিয়ারের তৃতীয় ওভারে যে আক্রমণের মুখে দিল্লীর তরুণ পড়লেন, তা যত দ্রুত সম্ভব ভুলতে চাইবেন তিনি। প্রথম শট’টি ‘মিসটাইম’ হয়েছিলো। তার পরও মাঠ পেরিয়ে গ্যালারিতে আছড়ে পড়ে বল। পরবর্তী তিনটি বলে আসে যথাক্রমে চার, ছক্কা ও চার। পঞ্চম বলে কোনোক্রমে রক্ষা পেয়েছিলেন হর্ষিত (Harshit Rana)। শেষ ডেলিভারিটিকে ফের একবার গ্যালারিতে পাঠান সল্ট। ভারতের জার্সিতে অভিষেক ম্যাচে এক ওভারে সর্বোচ্চ রান খরচের অনাকাঙ্ক্ষিত রেকর্ড ততক্ষণে নামের পাশে যুক্ত হয়ে গিয়েছে তরুণ তুর্কি’র। সেই সময় বেশ দিশাহারাই লাগছিলো তাঁকে।
হর্ষিতের পর অক্ষরের (Axar Patel) উপরেও চড়াও হয়েছিলেন ফিল সল্ট। অষ্টম ওভারে তিনটি বাউন্ডারি মারেন তাঁর বিরুদ্ধে। চাপে পড়া টিম ইন্ডিয়াকে অবশ্য উদ্ধারের রাস্তা উপহার দিয়ে গেলেন তিনি নিজেই। নবম ওভারে তিন রানের ‘লোভ’ করতে গিয়ে রান-আউট হন ইংল্যান্ড ওপেনার। ২৬ বলে ৪৩ করে সল্ট ফেরার পর আরও একবার হর্ষিতকে আক্রমণে এনেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। অধিনায়কের আস্থার দাম দেন ডান হাতি পেসার। একই ওভারে দলকে এনে দেন জোড়া সাফল্য। বড় শট খেলতে গিয়ে ভুল করে বসেছিলেন বেন ডাকেট। তিনি ধরা পড়েন যশস্বী জয়সওয়ালের হাতে। এরপর আউট হন হ্যারি ব্রুক’ও। ভারত সফরের (IND vs ENG) দুঃস্বপ্ন কাটছেই না তাঁর। তিন বলে শূন্য করে কে এল রাহুলের হাতে ধরা পড়েন তিনি। ৭৫/০ থেকে মুহূর্তের মধ্যে ৭৭/৩ হয়ে দাঁড়ায় ইংল্যান্ড স্কোরবোর্ড।
লড়াই করলেন বাটলার ও বেথেল-
![IND vs ENG 1st ODI: অভিষেকে নজর কাড়লেন হর্ষিত, বাটলার-বেথেলের জোড়া অর্ধশতক সত্ত্বেও ইংল্যান্ড থামলো ২৪৮ রানে !! 3 Jos Buttler | IND vs ENG | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2025/02/Buttler-ODI.png)
উইকেটের স্বাদ পাওয়ার পর চাপ বাড়িয়েছিলো ‘মেন ইন ব্লু।’ মেলে সাফল্যও। ওয়ান ডে প্রত্যাবর্তনে মাত্র ১৯ করে রবীন্দ্র জাদেজার শিকার হন জো রুট। কমে আসে ইংল্যান্ডের রানের গতি। পতন রোধের মরিয়া প্রয়াস করেন জস বাটলার (Jos Buttler)। ৬৭ বলে লড়াকু ৫২ রানের ইনিংস এলো অধিনায়কের ব্যাট থেকে। তাঁকে ফেরান অক্ষর প্যাটেল। কিছুক্ষণের মধ্যেই লিয়াম লিভিংস্টোন ও ব্রাইডন কার্সও পা বাড়ান সাজঘরের উদ্দেশ্যে। টি-২০ সিরিজে রান না পেলেও আজ অর্ধশতকের গণ্ডী পেরোন জেকব বেথেল (Jacob Bethell)। করেন ৫১। লোয়ার অর্ডারে নেমে স্কোরবোর্ডকে খানিক গতি দিয়েছিলেন জোফ্রা আর্চার। ১৮ বলে ২১ করে অপরাজিত থাকেন তিনি। সাকিব মাহমুদ, আদিল রশিদরা অবশ্য বেশীক্ষণ সঙ্গ দিতে পারেন নি তাঁর। হর্ষিতের পাশাপাশি ৩ উইকেট জাদেজারও। শামি, অক্ষর ও কুলদীপের ঝুলিতে একটি করে সাফল্য।