ind-vs-ban-yash-to-debut-in-kanpur

IND vs BAN: পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতার আত্মবিশ্বাসকে সঙ্গী করে মাঠে নেমেছিলো বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে ম্যাচ জেতার সংকল্পের কথা ঘোষণা করেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু স্বপ্ন আর বাস্তবের ফারাকটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেলো চেন্নাইয়ের টেস্ট ম্যাচ। ব্যাটিং-বোলিং এবং ফিল্ডিং-তিন বিভাগেই টাইগারদের অনেক যোজন পিছনে ফেলে দুর্দান্ত জয় ছিনিয়ে নিলো টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসেই ২২৭ রানের লিড তুলে নিয়েছিলো রোহিত বাহিনী। তারপরেও বাংলাদেশকে ফলো-অন করায় নি ভারত। চতুর্থ ইনিংসে প্রতিপক্ষের জন্য বাঁধা হয় ৫১৫ রানের লক্ষ্যমাত্রা। সেই রানের পাহাড়ের নীচেই চাপা পড়লেন শান্ত, শাকিব, লিটনরা। ২৩৪-এ গুটিয়ে গেলেন তাঁরা। ২৮০ রানের ব্যবধানে দাপুটে জয়ের দিনেই কানপুরে সিরিজের দ্বিতীয় ও অন্তিম টেস্টের স্কোয়াড’ও ঘোষণা করলো বিসিসিআই।

Read More: IND vs BAN: চলতি টেস্টে বড় সিদ্ধান্ত নিলো BCCI, রোহিত শর্মাকে সরিয়ে এই খেলোয়াড়কে দেওয়া হলো অধিনায়কত্ব !!

নজর কেড়েছে ভারতীয় বোলিং-

Indian Cricket Team | IND vs BAN | Image: Getty Images
Indian Cricket Team | IND vs BAN | Image: Getty Images

চেপকে নজর কেড়েছে ভারতীয় বোলিং। জসপ্রীত বুমরাহকে পাওয়া গিয়েছে সেরা ছন্দে। বিশেষ করে প্রথম ইনিংসে দুরন্ত গতি আর নিয়ন্ত্রণে তিনি বিপাকে ফেলেছিলেন বাংলাদেশ ব্যাটিং-কে। ইনিংসের শুরুতেই যেভাবে সাদমান ইসলাম’কে দাঁড় করিয়ে রেখে বোল্ড করেন তিনি, তা কুর্নিশ কুড়িয়ে নিয়েছে ক্রিকেটজনতার। এছাড়াও মুশফিকুর রহিম, হাসান মাহমুদ ও তাস্কিন আহমেদকে আউট করেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন বুমরাহ। নবাগত আকাশ দীপ’ও দুরন্ত দুটি ইনস্যুইং মেশানো ডেলিভারিতে জাকির হাসান ও মোমিনুল হক’কে সাজঘরে ফেরত পাঠান। ২টি করে উইকেট পেয়েছেন সিরাজ ও জাদেজা’ও। দ্বিতীয় ইনিংসে দারুণ পারফর্ম করেছেন দুজন স্পিনার। ৬টি উইকেট পেয়েছেন রবিচন্দ্রণ অশ্বিন ও ৩টি সাফল্য রবীন্দ্র জাদেজা’র ঝুলিতে। ১টি উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরাহ।

বাদ পড়তে পারেন মহম্মদ সিরাজ-

Mohammed Siraj | Image: Getty Images
Mohammed Siraj | Image: Getty Images

ফর্ম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন মহম্মদ সিরাজ। চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে দুই উইকেট পেয়েছিলেন ঠিকই, কিন্তু গতি ও নিয়ন্ত্রণে অভ্রান্ত থাকতে পারেন নি তিনি। দ্বিতীয় ইনিংসেও হায়দ্রাবাদের পেসারকে ভুগতে হয়েছে একই সমস্যায়। বিশেষ করে জাকির হাসান ও সাদমান ইসলাম বেশ কিছু বাউন্ডারি হাঁকান সিরাজের বিরুদ্ধে। চতুর্থ দিনের সকালেও শাকিব ও  শান্ত’র উপর চাপ তৈরি করতে পারেন নি তিনি। বাধ্য হয়েই তড়িঘড়ি স্পিন বিকল্পের খোঁজ করতে হয়েছিলো অধিনায়ক রোহিত শর্মাকে। অসুস্থতা সারিয়ে মাঠে ফিরছেন সিরাজ। সেই কারণেই দলীপ ট্রফিও খেলা হয় নি তাঁর। লাল বল গাতে মাঠে নেমেছেন ঠিকই কিন্তু এখনও ছন্দ খুঁজে পান নি। তার সাথে যুক্ত হয়েছে ফিল্ডিং করার সময় পাওয়া হাঁটুর চোট। সব দিক বিচার করে তাই কানপুরে তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

অভিষেকের অপেক্ষায় যশ দয়াল-

Yash Dayal | Image: Twitter
Yash Dayal | Image: Twitter

মহম্মদ সিরাজ’কে বাদ দিয়ে যদি মাঠে নামে ভারত, তাহলে তাঁর শূন্যস্থান পূরণের ভার দেওয়া হতে পারে যশ দয়ালের উপর। বাম হাতি মিডিয়াম পেসার ঘরোয়া ক্রিকেটে উত্তরপ্রদেশের প্রতিনিধিত্ব করেন। কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামকে চেনেন নিজের হাতের তালুর মত। ঘরের মাঠেই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হতে পারে তাঁর। মাত্র বছর দেড়েক আগেই আইপিএলে রিঙ্কু সিং-এর ব্যাটয় থেকে টানা পাঁচ ছক্কা হজম করে বিপর্যয়ের মুখে পড়েছিলেন যশ, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ভারতের প্রতিনিধিত্ব করতে চলেছেন তিনি। তাঁর এই যাত্রাপথকে কুর্নিশ জানাচ্ছে ক্রিকেটদুনিয়া। এখনও পর্যন্ত ২৪টি প্রথম শ্রেণির ম্যাচে ৭৬টি উইকেট পেয়েছেন যশ। লিস্ট-এ ক্রিকেটে ২০ ম্যাচে নিয়েছেন ৩২ উইকেট। টেস্ট অভিষেকে কেমন পারফর্ম করেন সেদিকে নজর থাকবে সকলের।

Also Read: IND vs BAN 1st Test: বাংলাদেশকে ‘নাগিন’ খোঁচা বিরাট কোহলি’র, ভারতীয় তারকার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *