ind-vs-ban-tiger-robi-change-statement

IND vs BAN: কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে শুরু হয়েছে ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) দ্বিতীয় টেস্ট। বাইশ গজের লড়াইতে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। গতকাল ম্যাচের প্রথম দিনে নির্ধারিত ৯০ ওভারের মধ্যে কেবল ৩৫ ওভার গড়িয়েছিলো ম্যাচ। ভিজে আউটফিল্ডের কারণে এক ঘন্টা পিছিয়ে যায় টস। খেলা শুরু হতেও দেরী হয় বিস্তর। এরপর মধ্যাহ্নভোজের বিরতির কিছুক্ষণের মধ্যেই ফের নামে বৃষ্টি। এরপর মন্দ আলোর জন্য দুপুর আড়াইটে নাগাদই প্রথম দিনের খেলা শেষের ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা। টসে জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছিলো ভারত। মোমিনুল-শান্ত’র (Najmul Hossain Shanto) সৌজন্যে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান বাংলাদেশের স্কোরবোর্ডে। নিস্তরঙ্গ দিনে আচমকাই উত্তাপ ছড়িয়েছিলো এক বাংলাদেশী সমর্থক ‘টাইগার রবি’র অভিযোগে।

Read More: ৬, ৬, ৬, ৬, ৪…স্টার্ক’কে নিয়ে ছেলেখেলা করলেন লিভিংস্টোন, লজ্জার রেকর্ড অজি পেসারের !!

বয়ানে অসঙ্গতি বাংলাদেশী ভক্তের-

Tiger Robi | IND vs BAN | Image: Twitter
Tiger Robi | Image: Twitter

বাংলাদেশ সমর্থক রবি (Tiger Robi) গায়ে বাঘের মত রং মেখে মাঠে যান খেলা দেখতে। ক্রিকেটদুনিয়ায় সেই কারণে তিনি ‘টাইগার রবি’ নামে পরিচিতিও লাভ করেছেন। চেন্নাইতে ভারত-বাংলাদেশ (IND vs BAN) প্রথম টেস্ট ম্যাচ চলাকালীন তিনি অভিযোগ করেছিলেন যে ভারতীয় দর্শকেরা নাকি তাঁকে কটূক্তি করেছেন, বাংলাদেশের পতাকা ওড়াতেও নাকি দেওয়া হয় নি। যদিও নিজের বক্তব্যের স্বপক্ষে কোনো প্রমাণ পেশ করতে পারেন নি তিনি। এরপর কানপুর টেস্টেও বিতর্কের কেন্দ্রে তিনি। ম্যাচের প্রথম দিন আচমকাই অসুস্থ হয়ে পড়েন রবি (Tiger Robi)। সংবাদমাধ্যমের সামনে জানান ভারতীয় সমর্থকেরা নাকি হেনস্থা, মারধর করেছেন তাঁকে। এমনিতেই দুই প্রতিবেশী দেশের ক্রিকেটীয় সৌহার্দ্য কমে আসছে। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই দুই দলের অনুরাগীদের মধ্যে কদর্য কথার লড়াই চলে। সেই আগুনে ঘি ঢেলেছিলো ‘টাইগার রবি’র এই অভিযোগ।

রবি’কে হাসপাতালে নিয়ে যায় উত্তরপ্রদেশ পুলিশের আধিকারিকরা। চিকিৎসকেরা জানান মারধরের কারণে নয়, গরমে ডিহাইড্রেশনের ফলে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সেবা শুশ্রূষা পাওয়ার পর আবার বয়ান বদলে ফেলেন বাংলাদেশের সুপারফ্যান। জানান, “আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলাম। পুলিশ আমায় হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। এখন আমি ভালো আছি। আমার নাম রবি। বাংলাদেশের খুলনা থেকে এসেছি।” একটি সিসিটিভি ফুটেজ’ও সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে স্টেডিয়ামের বাইরে পতাকা হাতে নিজেই বসে পড়েছিলেন ঐ সমর্থক। কেউ তাঁকে মারধর করেন নি। বরং স্থানীয়রাই এগিয়ে আসেন সাহায্য করতে। বাংলাদেশের জনতার মধ্যে বাড়তে থাকা ভারতবিদ্বেষকে খুঁচিয়ে দিয়ে ভাইরাল হতেই আসলে কানপুরের দর্শককে নিশানা করেছিলেন রবি, ভিডিও সামনে আসার পর মনে করছে ক্রিকেটমহল।

দেখুন টাইগার রবি’র স্বীকারোক্তি-

বৃষ্টিতে পণ্ড হওয়ার পথে টেস্ট ম্যাচ-

IND vs BAN | Image: Getty Images
IND vs BAN | Image: Getty Images

ম্যাচের দ্বিতীয় দিনেও আবহাওয়ার কোনো উন্নতির খবর নেই। আজ সকালেই দুঃসংবাদ দিয়েছিলেন ভারতীয় প্রাক্তনী দীনেশ কার্তিক (Dinesh Karthik)। নিজের এক্স হ্যান্ডেলে মাঠের একটি ছবি পোস্ট করে লেখেন, “এই মুহূর্তে এখানের পরিস্থিতি একদমই ভালো নয়।” ছবিতে দেখা যায় যে ত্রিপলে ঢাকা রয়েছে মাঠ। আকাশেও মেঘের ঘনঘটা। ম্যাচ যে সময়মত শুরু করা যাবে, আভাস মিলেছিলো তখনই। সত্যি হয় সেই আশঙ্কাই। নির্ধারিত সময়ে মাঠে অবশ্য চলে এসেছিলেন খেলোয়াড়রা। ওয়ার্ম আপের সুযোগ না থাকায় আটকে ছিলেন সাজঘরে। আবহাওয়ার পরিস্থিতি দেখে শেষমেশ গ্রিন পার্ক ছেড়ে হোটেলে ফেরার সিদ্ধান্ত নিয়েছে ভারত ও বাংলাদেশ (IND vs BAN) সুই শিবিরই। সংবাদসংস্থা ক্রিকবাজ সূত্রে খবর যে আপাতত বৃষ্টি থামলেও মাঠ থেকে ‘কভার’ সরানো হয় নি। হয়ত আজকের খেলা সম্পূর্ণভাবে পরিত্যক্তই ঘোষণা করা হবে আড়াইটে নাগাদ।

Also Read: IND vs BAN 2nd Test: বৃষ্টি’র কাঁটা দ্বিতীয় দিনেও, চরম সিদ্ধান্ত নিলো ‘বিরক্ত’ টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *